Bogura City - বগুড়া সিটি

Bogura City - বগুড়া সিটি 📍 Bogura City - বগুড়া সিটি
বগুড়ার ইতিহাস, সৌন্দর্য, খাবার আর শহরের প্রাণ—সবকিছু একসাথে। চলুন, আমাদের প্রিয় শহরকে নতুন চোখে দেখি। 🌆💛

03/11/2025

বগুড়া শহরের মধ্যে কি শুধু ফ্লোর ফাঁকা স্পেস কেউ বিক্রি করবেন?
আমি নিজের মত করে ফ্লাটের কাজ করতে চাচ্ছি।

চিরচেনা বগুড়ার সেই কোলাহল পূর্ন রেললাইন যেখানে এক সময় হরেক রকমের কাপড়ের দোকান বসত। ধনী-গরীব, উচ্চবিত্ত মধ্যবিত্ত সকল ...
02/08/2025

চিরচেনা বগুড়ার সেই কোলাহল পূর্ন রেললাইন যেখানে এক সময় হরেক রকমের কাপড়ের দোকান বসত। ধনী-গরীব, উচ্চবিত্ত মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষ এখান থেকে কাপড় কিনত। এখানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকত।
আজ সেই জায়গা একেবারে ফাঁকা। নেই কোন কোলাহল, নেই কোন কাপড়ের দোকান, নেই কোন মানুষ।
এই ভাবে আমাদের মাঝ থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, অনেক কিছু হারিয়ে যাবে।
এক সময় আমরাও হারিয়ে যাবো, থাকবে না কোন পদচিহ্ন, থাকবে শুধু কিছু স্মৃতি।
আবার এক সময় আমাদের স্মৃতি মনে রাখার মতও কোন মানুষ থাকবে না।
বছরের পর বছর আপনার আমার এই ফেসবুক একাউন্টও কেউ ওপেন করে দেখবে না।
কি এক অদ্ভুত প্রকৃতির নিয়ম। 🙂

আজ বগুড়ার ঐতিহ্যবাহী সপ্তপদী মার্কেটের পশ্চিম পাশে বিল্ডিং এর সাদের কার্নিশ ভেঙ্গে পড়ে ২/৩ জন পথচারী আহত হয়েছে। এই মা...
31/07/2025

আজ বগুড়ার ঐতিহ্যবাহী সপ্তপদী মার্কেটের পশ্চিম পাশে বিল্ডিং এর সাদের কার্নিশ ভেঙ্গে পড়ে ২/৩ জন পথচারী আহত হয়েছে। এই মার্কেটের বিল্ডিং অনেক আগেই ব্যবহারের অনুপযোগী বলা হয়েছে। এত দিন কেন এটি ভেঙে নতুন করা হচ্ছে না এইটা চিন্তার বিষয়। বগুড়া জেলা প্রশাসনের কবে হুস হবে? আজকে মানুষ আহত হয়েছে, কাল কেউ দুর্ঘটনায় যদি মারা যায় এর দায় ভার কে নিবে?

ছবিঃ Jahurul Islam

06/07/2025

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে ট্রেনের ধাক্কায় মা*রা গেলেন মোস্তাকিম নামের এক কলেজ ছাত্র। তিনি সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
তার বাসা জয়পুরহাটের কালাই উপজেলায়।
এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিয়া উচিৎ। আর এসব জায়গায় রেল ক্রসিং দুর্ঘটনা যেনো আর না ঘটে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বগুড়া জেলা প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জনাই।

দীর্ঘদিন জেলা প্রশাসনের প্রচেষ্টার পর অবশেষে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হলো আলহামদুলিল্লাহ...
03/06/2025

দীর্ঘদিন জেলা প্রশাসনের প্রচেষ্টার পর অবশেষে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হলো আলহামদুলিল্লাহ।

উপাচার্য : ড. মো. কুদরত-ই-জাহান, রসায়ন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
#বগুড়া

31/05/2025

আগামীকাল ১ জুন থেকে ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা ও পেট্রলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষন হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি, তবে এই পাঁচ বছরে কোনো প্রাকৃতি...
30/05/2025

জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষন হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি, তবে এই পাঁচ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতি বর্ষনের বন্যা না, খরা না, জলোচ্ছাস না। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো। দ্রব্যমূল্য লাগামছাড়া হলো না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো। বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সৎ। নিজের জন্য বা নিজের আত্নীয়স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই। বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই।
লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই।
—হুমায়ূন আহমেদ (দেয়াল, পৃষ্ঠা-১৯৩)

28/05/2025

আলহামদুলিল্লাহ্
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী ৭ জুন শনিবার পবিত্র ঈদুল আযহা🌙

27/05/2025
27/05/2025

সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, আগামী ৬ জুন দেশটিতে ঈদ উল আযহা পালিত হবে।

26/05/2025

বগুড়ার মধ্যে কুরবানীর হাট কোথায় কবে বসে সবাই একটু কমেন্টে জানান
একটা লিস্ট করতে চাচ্ছি।

📣 বগুড়া মানেই শুধু একটি শহর নয়, এটি আমাদের শিকড়, আমাদের গর্ব।🏛️ মহাস্থানগড়, সারিয়াকান্দির চর, গাবতলীর সবুজ মাঠ আর শাজাহা...
26/05/2025

📣 বগুড়া মানেই শুধু একটি শহর নয়, এটি আমাদের শিকড়, আমাদের গর্ব।
🏛️ মহাস্থানগড়, সারিয়াকান্দির চর, গাবতলীর সবুজ মাঠ আর শাজাহানপুরের শিল্প— সব মিলিয়ে এক প্রাণের নাম "বগুড়া"।

🎉 আপনার কাছে বগুড়ার সবচেয়ে প্রিয় স্থান কোনটি?
📸 আপনার প্রিয় জায়গার একটা ছবি তুলে আমাদের কমেন্টে দিন, আমরা সেরা ছবিগুলো আমাদের পেজে শেয়ার করবো!

❤️ যদি আপনি নিজেকে গর্বিত বগুড়াবাসী মনে করেন, তাহলে এই পোস্টটা শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে!

#বগুড়া

Address

Bogura Sadar
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogura City - বগুড়া সিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share