26/03/2025
পরিশ্রম
সাকিব আখতার খান
একটুখানি কষ্ট করো সফলতা পেতে,
কষ্ট ছাড়া কেউ পারেনা স্বপ্ন চূড়ায় যেতে!
কিছুটা দিন কষ্ট করো আশা হবে পূর্ণ
যদি তুমি হাল ছেড়ে দাও স্বপ্ন হবে চূর্ণ।
কষ্ট ছাড়া এই জগতে হয়নি সফল কেহ,
সফলতা পরিশ্রমে,নেই কোন সন্দেহ।