AB Siddik

AB Siddik Assalamualaikum, Welcome to AB siddik. Here's a lots of love for all my viewers and followers.

06/10/2024

গল্পের বিলে গেছিলাম কিন্তু ওতোটা মাছ পাইনি। 😂

25/08/2024

''জাতির উদ্দেশ্যে ভাষন'' এই শব্দটা পূর্ণতা পেল আজ। কি অনবদ্য, সাবলীল, অসাধারণ শব্দচয়ন আর বর্তমানের দেশের কোন অবস্থা বাদ যায়নি অল্প সময়ের এই ভাষনে।

23/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই?? টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি। Loud and clear??

সংগৃহীত

প্লিজ আপনারা ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মতবাদ দূরে রেখে বন্যার্তদের পাশে দাড়ান। যারা মাঠ পর্যায়ে এইকাজ গুলো করতেছে তাদের ড...
23/08/2024

প্লিজ আপনারা ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মতবাদ দূরে রেখে বন্যার্তদের পাশে দাড়ান।
যারা মাঠ পর্যায়ে এইকাজ গুলো করতেছে তাদের ডোনেশন পাঠিয়ে দিতে পারেন।

সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো
"আস-সুন্নাহ ফাউন্ডেশন"

আপনার বিকাশ এ্যাপে গিয়ে ডোনেশন অপশনে ক্লিক করলেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম আসবে সেখানে টাকা সেন্ড করলেই আপনাদের টাকা পৌঁছে যাবে বন্যার্তদের সাহায্যে!!

মহান আল্লাহ আমাদের প্রতিটি প্রচেষ্টাকে কবুল করুন। আমীন

24/05/2024

বর্তমানে মোবাইলের ওজন হালকা হলেও তার দ্বারা অর্জিত গুনাহ অনেক ভারী!

21/05/2024

প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞেস করবেন
"তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করনি"
প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞেস করবেন "পাচ ওয়াক্ত নামাজ ফরয করেছিলাম, নামাজ পড়নি কেনো"

Success man with আমি।Ma Sha Allah Best wishes from my heart for Him.
06/05/2024

Success man with আমি।
Ma Sha Allah Best wishes from my heart for Him.

25/04/2024

গরমে একটু শান্তি। সাথে রয়েছে ভায়রা ভাই এবং শালাবাবুরা।

16/04/2024

পহেলা বৈশাখে ছেলেকে নিয়ে বের হলাম।

14/04/2024

#রিজিক_খুব_গভীর_একটি_বিষয়।

আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটাও লিখিত। একটি দানাও কম না আবার একটি দানা বেশিও না।

ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্ তায়ালা নিয়েছেন।
আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত কিন্তু আমার।

যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়েই ঐ ১ কোটি টাকা আয় করে তারপর আমি মারা যাবো আবার হারাম উপায়ে হলেও ঐ ১ কোটিই... নাথিং মোর অর নাথিং লেস।

আমি যেই ফলটি আজকে বাসায় বসে খাচ্ছি, সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড বা অন্য কোন দেশ থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে, তখনই এটা নির্ধারিত যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।

এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।
আলহামদুলিল্লাহ্...

কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ্ তায়ালা আমাদের সঠিক পথ ও রিজিক এর তৌফিক দান করুন,

আমিন।।।

13/04/2024

ছেলেকে নিয়ে ঈদের নামাজে গেলাম। আমার ছেলের ফার্স্ট টাইম ঈদ গা মাঠে নামাজ পড়তে যাওয়া।

Address

Bogura
5820

Alerts

Be the first to know and let us send you an email when AB Siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category