17/07/2023
বিড়াল টা এতোটায় খাম হইছিলো যে। পশু চিকিৎসা কেন্দ্র নিয়ে জাওয়ার পর পাঁচটা সিলাই পড়ছিলো।তার পর তিনটা সিরিজ ফোটান লাগছে ওখানেই। পড়ে বাসায় আবার বারো টা সিরিজ ফোঁটান লাগবে । তার ভিতরে ভাবি তিনটা দিয়ে বাপের বাসায় চলে জায়। পড়ে আমি নিজেই নয় টা সিরিজ পুষ করি।!! যদি ও বা নতুন কখনো কারো শরীলে সিরিজ পোষ করিনি🤕কিন্ত বিড়াল টা কে বাচাঁনোর জন্য আমার পোষ করা লাগছে সিরিজ গুলি। আলহামদুলিল্লাহ বিড়াল টা বেঁচে গেছে 💞💕💕😻আর ভালোও আছে। কিন্তু। বিড়াল টা কাল এক জন কে দিয়ে দিলাম 😔😔