25/10/2024
২০১৯-২০২০ সালের দিকে যখন ফুল টাইম লার্নার ছিলাম( এখনও লার্নার) তখন ভাবতাম বাংলাদেশের মাক্সিমাম স্কিল ডেভেলপমেন্ট ইনিস্টিউট গুলো(২/১ টা বাদ) শুধু মাত্র ব্যাসিক জিনিস গুলো কেন শেখায় সেটা কি আসলেই টাকার জন্য না অন্য কোনো কারণ আছে।
তবে গত এক বছর ধরে নিজে লার্নিং প্লাটফর্ম নিয়ে কাজ করার সুবাদে আমি রিয়েলাইজ করলাম তা হলো টাকাতো আছেই যে ব্যাসিক টপিক গুলো নিয়ে আলোচনা করলে ৫০০ জন ভর্তি হয় কিন্তু এডভান্স টপিক গুলো শেখালে ৫০ জনও ভর্তি হবেনা।
কিন্তু এখন বুঝতে পারলাম শুধু টাকার জন্য ব্যাসিক জিনিস গুলো শেখায় বিষয়টা এমন না, আসলে বাংলাদেশের স্টুডেন্ট গুলোই এডভান্স বিষয় গুলে শিখতে চায় না। ক্লাসে শুরুর দিকে ১০০ জন স্টুডেন্ট থাকলেও যখন এডভান্স বিষয় গুলো আসে তখন ২০ জনও আসেনা, তার একটায় কারণ মানুষের সস্তা জিনিসে লোভ বেশি, আসলে শুধু ব্যাসিক জিনিস গুলো শিখে বেকার ফ্রিল্যান্সার হওয়ার চেয়ে তুলনামূলক কঠিন স্কিল ডেভেলপমেন্ট করে কাজ পাওয়া সহজ।কিন্তু আমরা কেন জানি শুধু ব্যাসিকের মধ্যেই ঘুরপাক খাচ্ছি।
আরও একটি কথা- টিচার কিন্তু স্টুডেন্টদের জাত মেরে দেয়।
তাহলে একটা গল্প শুনায়-
২০১৪ সাল ক্লাসে মুটামুটি প্রথম সারির স্টুডেন্ট ছিলাম, সবে মাত্র টেস্ট পরিক্ষা দিয়েছি ৩-৪ মাস পরে SSC ফাইনাল পরিক্ষা, এমন সময় বাসা থেকে সিদ্ধান্ত নিলো বগুড়ায় আমাকে ভালো কোচিং সেন্টারে ভর্তি করাবে, স্কুলে টিচারদের বললাম স্যার বগুড়ায় কোচিংয়ে যাবে দেখি সবার মন খারাপ, ২ জন টিচার বলেই ফেললো আমরা কি শেখাতে পারিনা যে বগুড়া কোচিং-এ যেতে হবে তোমাকে,যাই হোক সেই দিন স্যারদের অমত থাকা শর্তেও কোচিং-এ গেলাম, এবং কোচিং-এ প্রথম দিন ছিল ফিজিক্স পরিক্ষা, গ্রামের স্কুলের প্রথম সারির স্টুডেন্ট সেই আমি কোচিং-এর পরিক্ষায় ২৫ এর মধ্যে ফিজিক্স শুধু ৩ মার্ক পেয়েছিলাম, তখন আমি বুঝতে পারছি যে আমার লেভেল টা কোন জায়গায়, শহরের জেলা স্কুল, ভিএম,বিএম,পুলিশ লাইন,ব্যাটেলিয়েন স্কুলের স্টুডেন্টদের কাছে আমরা কিছুই না দুধ ভাত। এবং ফাইনালি কোচিং টা ভালোমত শেষ করি এবং সেই বার SSC পরিক্ষার ফলাফলে স্কুলের মধ্যে আমার রেজাল্ট সবচেয়ে ভালো হয়।
পাদটীকা : আপনি কিছু জিনিস শেখার পরে মনে করতেছেন আমি সব কিছু জানি এর বাহিরে মনে হয় আর কিছুই নেই কিন্তু না এডভান্স লেভেলের অনেক জিনিস হয়তো আমাদের জানা নেই যেগুলো আসলে জানার শেষ নেই।