Mr. TomaToo

Mr. TomaToo I Wanna got yours smile.

10/08/2025

প্রিয় মানুষের সাথে প্রিয় গান শোনার অনুভুতি হয়তো প্রকাশ করা যায় না তাই না ? খুব ইচ্ছে ছিলো তার চোখে চোখ রেখে চুপ করে তার মায়ায় হারিয়ে যাওয়া ।




03/08/2025

ভালোবাসার সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হচ্ছে প্রিয় মানুষকে নিজের করে পাওয়া!🤍✨🫂

24/07/2025

সব অযুহাত মিথ্যা , যে তোমাকে চাইবে
সে ত্তোমার জন্য শেষ অব্ধি লড়ে যাবে।

23/07/2025

Remember,, আপনার প্রতিটা লাইন আমি মনে রাখবো। আমি রেখেছি। মানুষ এর মনে আল্লাহ মায়া দিয়েছেন। তবে আমার বিপক্ষে যেই লাইন গুলো আজ অব্ধি ছিলো তা কোনো বিবেকবান মানুষের মধ্যে পরে না। হ্যাঁ আমার এক আকাশ আক্ষেপ। কারণ আমার নিয়ত এর কমতি ছিলো না। যাই হোক আল্লাহ তার মনে যে আমার প্রতি.......... দিয়েছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না।
সে আপনি হোন বা অন্য কেউ।

আপনি একমাত্র ব্যাক্তি যার কাছে সেল্ফ রেসপেক্ট ছাড়া নিজের সন্মান কে হারিয়েছি।

আল্লাহ সবাইকে ভালো রাখুক।
দেখা হবে একদিন। in sha Allah.

Allah hafez.

09/07/2025

এক বার দুই বার চেষ্টা করেই হাল ছেড়ে দেওয়া যাবেনা। জীবন যখন আপনার পরিকল্পনা-মাফিক চলে না তখন হতাশ হবেন না। আপনার জীবন নিয়ে কেবল আপনিই পরিকল্পনা করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালাও আপনার জীবন নিয়ে পরিকল্পনা করেন। জীবন আপনার পরিকল্পনার বাইরে যেতে পারে, কিন্তু তা সর্বদা আল্লাহর পরিকল্পনার ভিতরেই থাকে।

সবকিছু আপনার ইচ্ছেমতো না হলেই ভেঙে পড়বেন না। নিশ্চিত হোন আপনার ইচ্ছেমতো না হলেও, তা কিন্তু আল্লাহর ইচ্ছেমতো ঠিক-ই হচ্ছে। আর যা আল্লাহর ইচ্ছেমাফিক হয় তাতে কোন অকল্যাণ থাকতেই পারে না!!

25/06/2025
18/06/2025

"আগামী ৪৮ ঘণ্টার অপেক্ষা"

আগামী ৪৮ ঘণ্টার ভেতরে কী ঘটতে যাচ্ছে—এটাই এখন দেখার বিষয়।

🔹 পরিস্থিতি ও পক্ষভুক্তি:
আমেরিকা বরাবরের মতোই হিজরায়েলের পক্ষে।
অন্যদিকে ইরানের পক্ষে দাঁড়িয়েছে পাকিস্তান, উত্তর কোরিয়া, লেবানন, সৌদি আরব, হা/মা/স এবং আফ/গানিস্তানের মতো শক্তিগুলো।

ট্রাম্পের ইমারজেন্সি বৈঠক শেষে হঠাৎ করে ওয়াশিংটনে ফিরে যাওয়া—এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি ভবিষ্যৎ একটি বড় সংঘর্ষ বা মোড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

🔹 দুই পক্ষের বক্তব্য:
ইরান বলছে: "হি/জ/রা/ই/ল খালি করো।"
হিজরায়েল বলছে: "ইরান অঞ্চল খালি করুক।"

🔹 সমীকরণ:
যদি আমেরিকা সরাসরি যুদ্ধে নামে, তখন এই সুযোগে চীন ও উত্তর কোরিয়া আমেরিকাকে পেছন থেকে চরম ধাক্কা দিতে পারে।
অন্যদিকে, হা/মা/স, পাকিস্তান, আফগা/নিস্তান ও ইরান একত্র হয়ে ই/স/রা/ই/লকে ছিন্নভিন্ন করে দিতে পারে।

🔹 সম্ভাব্য ফলাফল:
যদি ই/স/রা/ই/ল সম্পূর্ণভাবে ধ্বংস হয়, তাহলে আমেরিকা একা হয়ে পড়বে।
তখন আফগানিস্তান থেকে যেভাবে পালিয়ে ছিল, ঠিক সেভাবেই মধ্যপ্রাচ্য থেকেও সব ঘাঁটি গুটিয়ে পালাতে বাধ্য হবে।

🔹 একটি আশা:
আমরা আশাবাদী, এই ধাক্কায় আব্রাহাম একর্ড বা 'আব্রাহামবাদ' নামক বিভাজন ও ষড়যন্ত্রের অবসান ঘটবে।

🕋 আল্লাহ যেন আমাদের মনের আশা পূর্ণ করেন।
(আমীন)

17/06/2025

🌟 "স্বপ্ন পূরণ সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়!" 🌟

জীবনে চলার পথে হাজারো বাঁধা আসবে। মানুষ হাসবে, অবমূল্যায়ন করবে, পেছনে টানবে।

কিন্তু মনে রেখো —
যে মানুষটা নিজের উপর বিশ্বাস রাখে, তার জয় কেউ ঠেকাতে পারে না। 💪🔥

🛑 হাল ছেড়ো না
✅ ছোট শুরু করো
🚀 প্রতিদিন এক ধাপ এগিয়ে চলো

একদিন তোমার গল্পই হবে কারো অনুপ্রেরণা। ✨

17/06/2025

মানুষ টা আর মেসেঞ্জারে নাই, হয়তো জীবনেও নাই!
ছোট একটা লেখা, অথচ এই 'না থাকা' টাই অশান্তির কারন! মানুষ টা নেই, রয়ে গেছে মেসেঞ্জারে অগনিত মেসেজ,অসংখ্য খুশির মুহূর্ত! সে হয়তো আর ফিরবেনা, আইডি তে ঢুকলে মেসেঞ্জার দেখাবে এই মানুষ টা মেসেঞ্জারে নেই, কিন্তু মেসেঞ্জার জানেনা এই না থাকা কতো কষ্ট দেয়!
এটাচমেন্ট, যতোটা সুন্দর তার চেয়ে বেশি কষ্টের!

15/06/2025

"সময় চলে যায়…

বন্ধুরা বদলায়…

যাদের একসময় ‘জীবনের অংশ’ ভাবতাম,
আজ তারা হয়তো ‘অচেনা মানুষ’।

কিন্তু কালের সাথে বদল না আনলে,
জীবন থেমে যায়।

তাই আমি এখন শিখে যাচ্ছি…
নিজেকে ভালোবাসতে।

কারণ শেষ পর্যন্ত,
নিজের সঙ্গেই জীবন কাটাতে হয়।"

14/06/2025

বছরের প্রথম ছয় মাসে দুইটা ঈদ শেষ।
বাকি ছয় মাস কি করব?🙂🙃

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Mr. TomaToo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category