Sihab Teaching Center

Sihab Teaching Center আসসালামু আালাইকুৃম।আাশা করি সবাই ভালো আছেন।আমি ও আমার দলের সদস্যরা সবসময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।
(1)

মেডিকেলে শুধু মেডিকেলের শিক্ষার্থী  আবেদন করতে পারে কিন্তু দেশের  সর্বোচ্চ মেধাবী বুয়েটের  শিক্ষার্থী  আবেদন করতে পারে ন...
29/08/2025

মেডিকেলে শুধু মেডিকেলের শিক্ষার্থী আবেদন করতে পারে কিন্তু দেশের সর্বোচ্চ মেধাবী বুয়েটের শিক্ষার্থী আবেদন করতে পারে না।🙄
এই কোটা আমরা মানি না।পাশাপাশি
বুয়েট কনস্টেবল নিয়োগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি

29/08/2025

NCP বয়কট

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্...
23/07/2025

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

অদ্য ২৩ জুলাই ২০২৫, বুধবার নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধেয় শিক্ষিকা মেহরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল সকলের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

- Bangladesh Air force

এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশিত।
23/07/2025

এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশিত।

23/07/2025

শ্রদ্ধাঞ্জলি মাহরীন ম্যাডামকে..
একজন শিক্ষক শুধু পাঠ্যবই শেখান না, তাঁরা জীবন শেখান, মানবতা শেখান..
মাহরীন ম্যাডাম সেই শিক্ষকদের মধ্যে একজন যিনি জীবন দিয়ে শিখিয়ে গেলেন..
কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে দায়িত্ব নিতে হয়, কীভাবে সাহসের মুখোমুখি দাঁড়াতে হয়..

বিমান দুর্ঘটনার সেই বিভীষিকাময় মুহূর্তে নিজের প্রাণ না ভেবে ছাত্রছাত্রীদের রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি।
তিনি হয়তো এখন আর আমাদের মাঝে নেই,
কিন্তু তাঁর আত্মত্যাগ আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকবে...

জীবন কখন কোন দিকে মোর নেবে তা আল্লাহ ছাড়া কেউ জানেনা, তাই সবার সাথে যথাসম্ভব ভালো আচরণ করা উচিত।
23/07/2025

জীবন কখন কোন দিকে মোর নেবে তা আল্লাহ ছাড়া কেউ জানেনা, তাই সবার সাথে যথাসম্ভব ভালো আচরণ করা উচিত।

কম কথা বলা ও চুপ থাকার মাধ্যমে জীবনের অর্ধেক সমস্যার সমাধান
23/07/2025

কম কথা বলা ও চুপ থাকার মাধ্যমে জীবনের অর্ধেক সমস্যার সমাধান

ছোট ভাইয়ের বিয়েতে
23/07/2025

ছোট ভাইয়ের বিয়েতে

সুবহানাল্লাহ! আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’[স...
24/10/2024

সুবহানাল্লাহ! আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।

‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’
[সূরা আনফাল : আয়াত : ৩০]

17/10/2024

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"।
অর্থ : হে আল্লাহ! আপনি আমার ভাগ্যকে খুলে দিন।🤲

15/10/2024

কব'রস্থানে কত যুব'ক যুব'তী শু'য়ে আছে যারা এক সময় ভাবতো বৃ'দ্ধ বয়সে ত'ওবা করবে। তাই সময় থাকতেই সময়ের কাজটি করে ফেলুন! ফিরে আসুন রবের পথে💝

খারাপ সময় আছে বলে ভালো সময়ের এত কদর।
09/08/2024

খারাপ সময় আছে বলে ভালো সময়ের এত কদর।

Address

Bogura
5801

Alerts

Be the first to know and let us send you an email when Sihab Teaching Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sihab Teaching Center:

Share

Category