ᴀsʜʀᴀғᴜʟ ᴀʟᴀᴍ

ᴀsʜʀᴀғᴜʟ ᴀʟᴀᴍ Yesterday is history. Tomorrow is a mystery. But today is a Gift. That's why it's called present.. 🥰

যোগ দিন, সফল করুন।
11/04/2025

যোগ দিন, সফল করুন।


এই লোকটা ইউনুসের থেকেও বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুল...
09/04/2025

এই লোকটা ইউনুসের থেকেও বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতোটা শক্ত খেলোয়াড় তা টের পাবা মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ।

ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।

৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে..
ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা..

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর। ইনশাআল্লাহ।

তুরস্কের জনগণের সাথে আমরা KFC কে বয়কট করেছিলাম, যার ফলে তারা দেওলিয়া (ব্যাংকের কাছে ২১৪ মিলিয়ন ডলার দেনা) হয়ে ব্যবসা গুট...
08/04/2025

তুরস্কের জনগণের সাথে আমরা KFC কে বয়কট করেছিলাম, যার ফলে তারা দেওলিয়া (ব্যাংকের কাছে ২১৪ মিলিয়ন ডলার দেনা) হয়ে ব্যবসা গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছে।

একদিনে ৫৩৭টি আউটলেট বন্ধ ঘোষণা করেছে। কই এখানে তো কাউকে KFC ভাঙচুর করতে হয়নি। একটা আউটলেটেও হামলা হয়নি, চুরি হয়নি। ঠিকই কেএফসি'র সামনে লক্ষাধিক মানুষ জড়ো হয়ে মিছিল করেছে, কেউ একটা ঢিলও মারেনি।

বয়কট কি জিনিস তা জানতে হবে, বয়কট মানে কারো প্রতিষ্ঠানে ভাঙচুর করা নয়।

কিছু চিহ্নিত বাঙ্গুদের পরিকল্পিত ভাঙচুর-চুরির কারণে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কর্মসূচীও ম্লান হয়ে যায়। ভবিষ্যতে এসব বিষয়ে কঠোর দৃষ্টি রাখতে হবে, কঠোর হতে হবে।

বয়কট করুন, ভাঙচুর নয়, লুটতরাজ নয়।

-সাইফুল ইসলাম

16/01/2024

যারা ইউনিভার্সিটিতে নতুন ঢুকবা বা প্রথম দিকে আছ তারা একটু কম নাচানাচি করবা। গরীবের সমস্যা সে একটু কিছু এচিভ করলেই নিজেকে হ্যাডা মনে করবে।

প্রেম করলে করবা, না করলে নাই। এইটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। ওই জিএফ/বিএফ এর সাথে তোমার বিয়ে হবার চান্স কম। তাই এত লয়্যালটি না দেখালেও চলবে।

জীবনে ভাল কিছু করলে বহু ছেলেমেয়ে পা এর কাছে এসে পড়ে থাকবে। হেরেম ও খুলতে পারবা। একজনকে না পেলে তুমি মরবা না, তুমি না থাকলে সেও মরবে না।

টিউশনি প্রয়োজনমত করাইও। রাজনীতি নিয়ে কম লাফাবা। চে-গুয়েভার এর শার্ট পড়ে নিজেকে বিশাল হ্যাডা ভাবার দরকার নাই। এগুলা নিয়ে বেশি লাফায় ক্লাউনরা। তুমি আগে নিজের ভাগ্য বদলাও, পরে দেশ বদলাই ও।

সিজিপিএ কম তাই স্যার রা ইনসাল্ট করে এটা নিয়ে ফেসবুক গরম কইর না। আজকে তারা ইনসাল্ট করতেছে, বাইরে হলে পুরো দুনিয়া করবে। তখন বুঝবা, তাদের দোষ খুব একটা নাই। মেন্টাল হেলথ নিয়ে ত্যানা প্যাচানো বাদ দাও। যার বাপের টাকা নাই, ভাত খাওয়াই দায় তার মেন্টাল হেলথ এর গল্প শুনতে হাসি লাগে।

যাই কর ড্রপ আউট হওয়ার চিন্তা বাদ দাও। তুমি আমেরিকায় জন্মাও নাই, তোমার বাপ-মা বিলগেটস, জাকারবার্গ এর মত হ্যাডমওয়ালা না। কোন ভাই ড্রপ আউট হয়ে ফ্রী-ল্যান্সিং করে ৫ লাখ কামায় ওই হিসাব বাদ দাও। খুজঁলে দেখবা, অধিকাংশের এত মাজার জোর আসছে বাপের টাকা থেকে।

ওরা সফল হলে আন্ডারপ্রিভিলেজড সাজে আর বিফল হলে প্রিভিলেজড না এইটা নিয়ে সিমপ্যাথি গেইন করে। পাস কর কোনমতে। এরপর যেই বিপ্লব করার কইর।

আর এত ফ্যামিলি রেসপন্সিবিলিটি,গিল্টি ফিলিং এর রচনা বাদ দাও। তোমার তো আয়নায় নিজেকে দেখলেই সবচাইতে বেশি মায়া হওয়ার কথা। আগে নিজে বাচ, এরপর পরিবার নিয়ে অনেক ভাবতে পারবা। এত আগে এত দায়িত্ব নেওয়ার দরকার নাই। তুমি সুপারম্যান না। বেশি ভাল ছেলেমেয়ের কপালে দু:খ ই বেশি জোটে।

আর, বাপ এর বিশাল জমিদারি আর ফ্যামিলি সাপোর্ট থাকলে পোস্ট ইগ্নোর কর। এই পোস্ট এর টার্গেট অডিয়েন্স হতভাগা রা, যারা জন্ম থেকেই রেসে ছিটকে গেছে। তুমি এঞ্জয় কর।

মনে রাইখ-
সময় গেলে সাধন হবে না!

© Rupom Rahman
Source: Bangladesh Black Hat Hackers

Address

Nature Road
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴀsʜʀᴀғᴜʟ ᴀʟᴀᴍ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share