16/01/2024
যারা ইউনিভার্সিটিতে নতুন ঢুকবা বা প্রথম দিকে আছ তারা একটু কম নাচানাচি করবা। গরীবের সমস্যা সে একটু কিছু এচিভ করলেই নিজেকে হ্যাডা মনে করবে।
প্রেম করলে করবা, না করলে নাই। এইটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। ওই জিএফ/বিএফ এর সাথে তোমার বিয়ে হবার চান্স কম। তাই এত লয়্যালটি না দেখালেও চলবে।
জীবনে ভাল কিছু করলে বহু ছেলেমেয়ে পা এর কাছে এসে পড়ে থাকবে। হেরেম ও খুলতে পারবা। একজনকে না পেলে তুমি মরবা না, তুমি না থাকলে সেও মরবে না।
টিউশনি প্রয়োজনমত করাইও। রাজনীতি নিয়ে কম লাফাবা। চে-গুয়েভার এর শার্ট পড়ে নিজেকে বিশাল হ্যাডা ভাবার দরকার নাই। এগুলা নিয়ে বেশি লাফায় ক্লাউনরা। তুমি আগে নিজের ভাগ্য বদলাও, পরে দেশ বদলাই ও।
সিজিপিএ কম তাই স্যার রা ইনসাল্ট করে এটা নিয়ে ফেসবুক গরম কইর না। আজকে তারা ইনসাল্ট করতেছে, বাইরে হলে পুরো দুনিয়া করবে। তখন বুঝবা, তাদের দোষ খুব একটা নাই। মেন্টাল হেলথ নিয়ে ত্যানা প্যাচানো বাদ দাও। যার বাপের টাকা নাই, ভাত খাওয়াই দায় তার মেন্টাল হেলথ এর গল্প শুনতে হাসি লাগে।
যাই কর ড্রপ আউট হওয়ার চিন্তা বাদ দাও। তুমি আমেরিকায় জন্মাও নাই, তোমার বাপ-মা বিলগেটস, জাকারবার্গ এর মত হ্যাডমওয়ালা না। কোন ভাই ড্রপ আউট হয়ে ফ্রী-ল্যান্সিং করে ৫ লাখ কামায় ওই হিসাব বাদ দাও। খুজঁলে দেখবা, অধিকাংশের এত মাজার জোর আসছে বাপের টাকা থেকে।
ওরা সফল হলে আন্ডারপ্রিভিলেজড সাজে আর বিফল হলে প্রিভিলেজড না এইটা নিয়ে সিমপ্যাথি গেইন করে। পাস কর কোনমতে। এরপর যেই বিপ্লব করার কইর।
আর এত ফ্যামিলি রেসপন্সিবিলিটি,গিল্টি ফিলিং এর রচনা বাদ দাও। তোমার তো আয়নায় নিজেকে দেখলেই সবচাইতে বেশি মায়া হওয়ার কথা। আগে নিজে বাচ, এরপর পরিবার নিয়ে অনেক ভাবতে পারবা। এত আগে এত দায়িত্ব নেওয়ার দরকার নাই। তুমি সুপারম্যান না। বেশি ভাল ছেলেমেয়ের কপালে দু:খ ই বেশি জোটে।
আর, বাপ এর বিশাল জমিদারি আর ফ্যামিলি সাপোর্ট থাকলে পোস্ট ইগ্নোর কর। এই পোস্ট এর টার্গেট অডিয়েন্স হতভাগা রা, যারা জন্ম থেকেই রেসে ছিটকে গেছে। তুমি এঞ্জয় কর।
মনে রাইখ-
সময় গেলে সাধন হবে না!
© Rupom Rahman
Source: Bangladesh Black Hat Hackers