IRD. Creation

IRD. Creation I think all good things start with smile so IRD Creation prioritizes smile in all work

28/08/2024

এক দফা, এক দাবি,
আমাদের জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হোক 🐈🐈

📣শাহাবাগী🐵

এক দফা, এক দাবী 🤐
26/08/2024

এক দফা, এক দাবী 🤐

29/05/2024

আলহামদুলিল্লাহ ❤️
ফি'লি'স্তিন স্বাধীন দেশের স্বীকৃতি পেয়েছে 🇵🇸

18/05/2024

যে মেয়ে যত স্বাধীন, সেই মেয়ে তত অশ্লীল 🤐

16/05/2024

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী - হয়েছে এম পি ।
দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।

মাশরাফি প্লেয়ার থেকে এমপি হয়েছে, এখন হুইপ হয়েছে।

এরা দু জন ছোট বেলা থেকেই বড় হবার স্বপ্ন দেখেছে।

মেট্রিক পাশ নেতার পিছনে ছুটে নাই। যদি ছুটতো তাহলে আজকে এমপি হত না। এলাকার ছ্যা চড়া মেম্বার হতে পারতো কিনা তাও সন্দেহ।

আর ব্যারিস্টার সুমন আগে লন্ডনে গেছে, পড়াশোনা করেছে, ব্যারিস্টার হয়েছে, এলাকার জন্য কাজ করেছে।

সে রানিং এমপিরে না কানি চু বানি খাওয়াইছে গত ইলেকশনে।

আর তুমি বাপের খেয়ে বাপের পড়ে, সাত বার মেট্রিক ফেইল নেতার পা চাট!!

বাপ মার খবর নাই , আবার ফেইসবুকে পোস্ট দাও- প্রিয় অভিভাবক।

প্রিয় অভিভাবকদের জন্যই একদিন এলাকার মেম্বারও হইতে পারবে না। আজীবন ছ্যা চড়ামি করে খাইতে হবে।

সিএনজি স্টেশনের চাঁদা তুলে খাওয়া লাগবে।
অটোরিকশা, ভ্যান, পিকআপ থেকে চাঁদা তুলে খেতে হবে।
আর মানুষের অভিশাপ কামাবে।

বল দামি না করে লেখাপড়া কর, ব্যবসা কর, বিদেশ যাও।
লাগলে গরু পাল, মুরগির খামার করো।
তাও নেতার পা চাটা বন্ধ কর।

নিজে বড় হলে নেতা তোমার পায়ের সামনে এসে বসে থাকবে।

কথা ঠিক আছে না?😬
12/05/2024

কথা ঠিক আছে না?😬

Address

Bogura Sadar, Bangladesh
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when IRD. Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share