12/08/2025
★★একটি শোক সংবাদ★★
বালাকৈগাড়ী উত্তরপাড়া নিবাসী মোঃ মিঠু, (মিন্টু রাজমিস্ত্রীর বড় ভাই) মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত (স্ট্রোক) কারণে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রায় একমাস আগে বাঁশের কঞ্চির দ্বারা মাথায় আঘাতপ্রাপ্ত হন। হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়।
মরহুমের জানাজা অদ্যই মঙ্গলবার বাদ যোহর বালাকৈগাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ছেলে নীরব হোসাইনের জানাজা নামাজে ইমামতি করেন। মহান আল্লাহ তায়ালা উনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।