Balakoigari - বালাকৈগাড়ী

Balakoigari - বালাকৈগাড়ী আমাদের গ্রাম, আমাদের ঠিকানা, আমাদের হৃদস্পন্দন

বগুড়া জেলার সদর উপজেলাধীন ৭ নং শেখেরকোলা ইউনিয়নের অন্তভুক্ত বালাকৈগাড়ী গ্রাম বগুড়া সাতমাথা হতে উত্তর পূর্ব কোনে অবস্থিত। সাতমাথা হতে বালাকৈগাড়ী গ্রামের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। যোগাযোগের মাধ্যম বগুড়া সাতমাতা হতে রিক্সা যোগে দ্ত্তবাড়ী , দত্তবাড়ী হতে সি এন জি যোগে উত্তর দিকে নওদাপাড়া, ঠেংগামারা, বাঘোপাড়ার স্টান্ডে নামতে হয়। এখন নওদাপাড়া, ঠেংগামারা, বাঘোপাড়া হতে রিক্সা, অটোরিক্সা যোগে উত্তর পূর্ব কোনে বালাকৈগাড়ী গ্রাম অবস্থিত।

12/08/2025

★★একটি শোক সংবাদ★★

বালাকৈগাড়ী উত্তরপাড়া নিবাসী মোঃ মিঠু, (মিন্টু রাজমিস্ত্রীর বড় ভাই) মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত (স্ট্রোক) কারণে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রায় একমাস আগে বাঁশের কঞ্চির দ্বারা মাথায় আঘাতপ্রাপ্ত হন। হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়।

মরহুমের জানাজা অদ্যই মঙ্গলবার বাদ যোহর বালাকৈগাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ছেলে নীরব হোসাইনের জানাজা নামাজে ইমামতি করেন। মহান আল্লাহ তায়ালা উনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

11/08/2025
10/08/2025
07/08/2025
04/08/2025
04/08/2025

জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণের ছবি প্রকাশ করতে চাইলে পেজের ইনবক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারেন। পোস্ট আকারে ছবি পাবলিশ করা হবে ইনশাআল্লাহ

04/08/2025

৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫" উপলক্ষে আয়োজিত কর্মসূচিসমূহ:

১| সকাল ৯.০০ টা - শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ।

২| সকাল ১০.০০ টা -জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন।

৩| সকাল ১১.৩০ টা - সাংস্কৃতিক অনুষ্ঠান, শহিদ টিটু মিলনায়তন, বগুড়া।

৪| বিকাল ৪.০০ টা -জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।

৫| সুবিধাজনক সময়ে দোয়া ও মোনাজাত/প্রার্থনা।

তথ্যঃ ডিসি বগুড়া

শহর থেকে গ্রামে। ফিরে দেখা উত্তাল জুলাই গণঅভ্যুত্থান। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে হঠাতে দ্রোহযাত্রায় শামিল বালাকৈগাড়ী গ্...
04/08/2025

শহর থেকে গ্রামে। ফিরে দেখা উত্তাল জুলাই গণঅভ্যুত্থান।

স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে হঠাতে দ্রোহযাত্রায় শামিল বালাকৈগাড়ী গ্রামের সন্তানেরা। সারাদেশে লাশের মিছিল দেখে ঘরে বসে থাকতে পারেনি, তারা বুক চিতিয়ে লড়াইয়ে মাঠে নেমেছিল, স্বৈরাচার ও তার পেটোয়া বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল।

সরকারি গেজেটে জুলাই যোদ্ধা'র স্বীকৃতি না পেলেও তোমরা সাহসে - কর্মে একেকজন #জুলাইযোদ্ধা।

#জুলাইজাগরণ #বালাকৈগাড়ী

Address

Bogura
5800

Telephone

01920917982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Balakoigari - বালাকৈগাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share