24/07/2025
বগুড়া , ২৪ জুলাই ২০২৫:
প্রাথমিকের বৃত্তিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের
নেওয়ার দাবি কতটা যৌক্তিক বলে
আপনি মনে করেন?
বাংলাদেশের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা মূলত গরিব ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। তবে সম্প্রতি কিছু কিন্ডারগার্টেন ও কেজি স্কুলের নীতি নির্ধারকগণ কিন্ডারগার্টেন ও কেজি স্কুলের শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন যা সুশীল সমাজের মানুষের বিবেকে বিতর্কের জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তানরা বৃত্তির সুযোগ পেলে প্রকৃত প্রয়োজনীয় শিক্ষার্থীরা বঞ্চিত হবে। সরকারি নীতিমালা অনুযায়ী, বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য হলো গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের উচ্চশিক্ষার পথ সুগম করা। কিন্তু কিন্ডারগার্টেন ও কেজি স্কুলগুলোতে সাধারণত আর্থিকভাবে সচ্ছল ও ধনী পরিবারের সন্তানরা পড়াশোনা করে থাকেন। তাছাড়াও "কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন" কর্তৃক কিন্ডারগার্টেন ও কেজির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তিমূলক পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে।
তাই তাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি অত্যন্ত অযৌক্তিক ও সরকারি নীতিমালার লংঘন ছাড়া আর কিছুই নয়।
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, "বৃত্তি মূলত সেই শিক্ষার্থীদের জন্য যাদের পরিবার শিক্ষা ব্যয়ের ভার বহনে অসুবিধায় পড়ে। সরকারি বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করা। বৃত্তি পাওয়ার সুযোগ যদি অর্থনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের দিকে চলে যায়, তবে প্রকৃত প্রয়োজনীয় শিক্ষার্থীরা বঞ্চিত হবে।"
গ্রামীণ অভিভাবক ও সুশীল সমাজ এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন, ‘‘যেখানে প্রকৃত দরিদ্র শিক্ষার্থীরা সহায়তার অপেক্ষায় থাকে, সেখানে আর্থিকভাবে সচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি অনৈতিক এবং নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়।’’
তাই শিক্ষা মন্ত্রণালয়ের এমন দায়িত্বশীল সীদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন গ্রামিন ও সুশীল সমাজের অভিভাবক গণ।
কিন্ডারগার্টেনের কোমল মতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সাথে কোনো বৈষম্য করা হচ্ছে না। হতদরিদ্র, নিরক্ষর, অসচেতন, অবহেলিত ও পিছিয়ে পরা পরিবারের শিক্ষার্থীর সাথে তোমাদের তুলনা করা সাজেনা। তোমাদের পরিবার সচ্ছল তাই তারা তোমাদের কিন্ডারগার্টেনে ভর্তি করিয়েছেন।