Newtv- নিউ টিভি

Newtv- নিউ টিভি We always try to tatecast latest news

01/08/2025

সারা দেশের মতো শিবগঞ্জের ভরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো তারুণ্যের উৎসব ২০২৫
বগুড়া, শিবগঞ্জ, ৩১ জুলাই ২০২৫:
#জুলাই অভ্যুত্থান

24/07/2025

বগুড়া , ২৪ জুলাই ২০২৫:
প্রাথমিকের বৃত্তিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের
নেওয়ার দাবি কতটা যৌক্তিক বলে
আপনি মনে করেন?

বাংলাদেশের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা মূলত গরিব ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। তবে সম্প্রতি কিছু কিন্ডারগার্টেন ও কেজি স্কুলের নীতি নির্ধারকগণ কিন্ডারগার্টেন ও কেজি স্কুলের শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন যা সুশীল সমাজের মানুষের বিবেকে বিতর্কের জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তানরা বৃত্তির সুযোগ পেলে প্রকৃত প্রয়োজনীয় শিক্ষার্থীরা বঞ্চিত হবে। সরকারি নীতিমালা অনুযায়ী, বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য হলো গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের উচ্চশিক্ষার পথ সুগম করা। কিন্তু কিন্ডারগার্টেন ও কেজি স্কুলগুলোতে সাধারণত আর্থিকভাবে সচ্ছল ও ধনী পরিবারের সন্তানরা পড়াশোনা করে থাকেন। তাছাড়াও "কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন" কর্তৃক কিন্ডারগার্টেন ও কেজির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তিমূলক পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে।

তাই তাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি অত্যন্ত অযৌক্তিক ও সরকারি নীতিমালার লংঘন ছাড়া আর কিছুই নয়।

শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, "বৃত্তি মূলত সেই শিক্ষার্থীদের জন্য যাদের পরিবার শিক্ষা ব্যয়ের ভার বহনে অসুবিধায় পড়ে। সরকারি বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করা। বৃত্তি পাওয়ার সুযোগ যদি অর্থনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের দিকে চলে যায়, তবে প্রকৃত প্রয়োজনীয় শিক্ষার্থীরা বঞ্চিত হবে।"

গ্রামীণ অভিভাবক ও সুশীল সমাজ এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন, ‘‘যেখানে প্রকৃত দরিদ্র শিক্ষার্থীরা সহায়তার অপেক্ষায় থাকে, সেখানে আর্থিকভাবে সচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি অনৈতিক এবং নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়।’’
তাই শিক্ষা মন্ত্রণালয়ের এমন দায়িত্বশীল সীদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন গ্রামিন ও সুশীল সমাজের অভিভাবক গণ।

কিন্ডারগার্টেনের কোমল মতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সাথে কোনো বৈষম্য করা হচ্ছে না। হতদরিদ্র, নিরক্ষর, অসচেতন, অবহেলিত ও পিছিয়ে পরা পরিবারের শিক্ষার্থীর সাথে তোমাদের তুলনা করা সাজেনা। তোমাদের পরিবার সচ্ছল তাই তারা তোমাদের কিন্ডারগার্টেনে ভর্তি করিয়েছেন।

22/07/2025

ছয় দাবিতে মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের আন্দোলন
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ #বিমানদুর্ঘটনা

22/07/2025

বিমান বিধ্বস্ত হওয়ার পর ভয়াবহ আগুন থেকে বেঁচে ফেরা একজন শিক্ষকের আকুতি।
#বিমানদুর্ঘটনা

21/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।

21/07/2025
20/07/2025

প্রাথমিক শিক্ষাস্তরে সহকারী শিক্ষকদের "এন্ট্রি পদ ১০ম গ্রেড" বাস্তবায়িত হলে "চাকরি প্রত্যাশি মেধাবীরা" বেশি লাভবান হবেন।...
02/10/2024

প্রাথমিক শিক্ষাস্তরে সহকারী শিক্ষকদের "এন্ট্রি পদ ১০ম গ্রেড" বাস্তবায়িত হলে "চাকরি প্রত্যাশি মেধাবীরা" বেশি লাভবান হবেন।

বিস্তারিত :
প্রাথমিক স্তরের শিক্ষায় সহকারী শিক্ষকদের "এন্ট্রি পদ ১০ম গ্রেড" ধরে পিএসসির মাধ্যমে নিয়োগ ব্যাবস্থা চালু করা ও একই সাথে শতভাগ পদোন্নতি বাস্তবায়ন করা হলে এদেশের অসংখ্য মেধাবীজনতা এ পেশায় আসতে শুরু করবে। ফলে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে অনেকেই। এতে করে প্রাথমিক শিক্ষার মান ও মর্যাদা যেমন বৃদ্ধি পাবে একই সাথে মেধাবীদের একটি বিশাল কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

আপনি যদি একজন সত্যিকারের দেশ প্রেমিক হয়ে থাকেন তাহলে প্রথমিক শিক্ষকদের ন্যায্য দাবি "দশম গ্রেডে"র বিরোধিতা করা আপনার শোভা পায়না।
এরপরেও যদি এমন বোকামি করেন, তাহলে বলবো আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন আর সেই সাথে চাকরি প্রত্যাশি অসংখ্য মেধাবীদের ভাগ্য উন্নয়নের পথে কাটা বিছিয়ে দিচ্ছেন। এমনটি সচারাচর অধম, নির্বোধ ও অবিবেচকদের কাজ হয়ে থাকে।

যুগে যুগে সরকারের আমলারা শিক্ষকদের অল্প বেতনে "তৃতীয় শ্রেণীর কর্মচারী" বানিয়ে রেখেছেন। আর নিজেরা লুটপাত ও দুর্নীতিতে সেরা হয়ে উঠেছেন আর শিক্ষকদের বানিয়ে রেখেছেন কৃতদাস । তাই আসুন শিক্ষকদের এই মর্যাদার লড়াইকে সাধুবাদ জানাই।

20/09/2024

শিক্ষকরা "তৃতীয় শ্রেণীর কর্মচারী" এমন মর্যাদার অভিশাপ থেকে মুক্তি পেতে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানব্বন্ধন।
#১০মগ্রেড

01/09/2024

প্রথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে সহকারী শিক্ষকদের ১০ম ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডের দাবি জানিয়েছেন প্রাথমিক শিক্ষকগণ। বিস্তারিত.......

21/08/2024

বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ কতৃক সংবাদ সম্মেলন

20/08/2024

প্রাথমিক সহকারী শিক্ষকদের
বেতন বৈষম্য দূরিকরণ ও পদোন্নতির
দাবিতে সংবাদ সম্মেলন

Address

Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Newtv- নিউ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newtv- নিউ টিভি:

Share

Category