Tota mia

Tota mia Education is the backbone of a Nation. So everybody should be educated.The aim of this page is sprea bit.ly/totamiass

।।    সুখ কোথায়!   ।। মাতৃগর্ভে ছিলম যখন, জড়সড় হয়ে,যা পেয়েছি তাই খেয়েছি, শত কষ্ট সয়ে। পরাধীনতায় বন্দী হয়ে, কাটতো সারাবেল...
15/07/2024

।। সুখ কোথায়! ।।
মাতৃগর্ভে ছিলম যখন, জড়সড় হয়ে,
যা পেয়েছি তাই খেয়েছি, শত কষ্ট সয়ে।
পরাধীনতায় বন্দী হয়ে, কাটতো সারাবেলা,
বুঝতো না কেউ অন্ধকারে, একাকীত্বের জ্বালা।
কর্ণ আমার বধির ছিল, বোল ছিলনা মুখে,
অব্যক্ত সব যন্ত্রণাতে, ছিলাম বড়ই দুখে।
পা দু’খানি পঙ্গু ছিল, চোখ ছিল মোর অন্ধ,
জল তরঙ্গে ডুবে ছিলাম, কতই না দূর্গন্ধ!
কষ্ট শুধু আমার হতো, এমনটাতো নয়,
ধৈর্য মায়ের এতই বেশি, কারো কাছে না কয়!
মাতৃগর্ভে ধরে আমায়, কী যে জ্বালা হয়,
আজও বুঝি না এত কষ্ট, মা কিভাবে সয়!
ভুবন জুড়ে সুখের মেলা, ভাবতাম আমি আগে,
কেউ জানেনা এই ভাবনায়, কতই না সুখ লাগে।
দেখব কবে ভূবণটাকে, ভাবতাম একা একা,
আপন সবাই থাকবে পাশে, মিলবে সুখের দেখা।
সবার মুখে হাসির জোয়ার, কান্না আমার মুখে,
অন্তরে অতৃপ্তি নিয়ে, আসলাম ভবের বুকে।
সুখ খুঁজিতে আসলাম আমি, এমন জগৎ মাঝে
না কাঁদলে মা দেয় না খাবার, সকাল দুপুর সাঁঝে।
এখন দেখি ভূবণ জুড়ে দুখের ছড়াছড়ি
সুখের আশায় আশ্রু ঝরায় করে গড়াগড়ি।
দিনের পারে দিন চলে যায়, মাসের পারে মাস
বড়ো হলে সুখ যে পাব, মনে অভিলাস
আমি যখন সবার ছিলাম চিন্তা ছিল নাতো
অনাহারে থাকলেও হায় সময় চলে যেত।
এখন দেখি সবাই আমার চিন্তার পাহাড় বুকে।
আমি শুধুই নিদ্রাবিহীন, সবাই থাকে সুখে!

30/06/2024

দুষ্ট মৌলের নাম কি ??

Eid Mubarak
16/06/2024

Eid Mubarak

01/06/2024
সাহিত্য মেলা-২০২৩             প্রিয়তমাআহা! লাজে মরি, নয়ন তার’ই পরে যখন মোর নয়নে। কি যেন কি, হয় রে তখন,বুকের মাঝে সংঙ্...
28/07/2023

সাহিত্য মেলা-২০২৩
প্রিয়তমা
আহা! লাজে মরি, নয়ন তার’ই
পরে যখন মোর নয়নে।
কি যেন কি, হয় রে তখন,
বুকের মাঝে সংঙ্গপনে।।

শত কমলের পরশ মাখা, স্বপ্ন আঁকা,
মন যেন তার তারায় ঢাকা,
ও’সে সুনীল আকাশ সম।
তার তরেতে বিলিয়ে দেব,
সকল আশা ভালবাসা,
হয় যদি সে কভু আমার,
প্রাণের প্রিয়তম।।

শত নয়নের নজর কাড়া, পাগল করা,
রূপ যেন তার মায়ায় ভরা
ও’সে সুখের স্বপ্নপুরী।
তার কারণে হারিয়ে গেছে,
দু’নয়নের নিদ্রারে হায়,
ভেসে গেছে প্রেম যমুনায়,
আমার জীবন তরী।।

শত কাননের পুষ্প ঘ্রাণে, আমার প্রাণে,
দেয় দোলা সে প্রেমের টানে,
ও’সে আমার স্বপ্নরানী।
তার স্মৃতিতে বিলীন হব,
মান হারাব, প্রাণ হারাবো,
পাই যদি গো কভু আমি,
তাহার সঙ্গখানি।।
শত সাধনার আরাধ্য ধন, আমার স্বপন,
বুকের মাঝে সুখের কাঁপন,
চাহুনি তার হৃদয় হরন করা।
তার বিরহে নিঃস্ব হব,
সংসারে সব বিলিয়ে দেব,
হয় যদি সে কখনোও,
আমার সঙ্গ ছাড়া।।

29/09/2022

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Tota mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tota mia:

Share

Category