Driver Unity মালিক ফোরাম Heavy Equipment Operator Driver&0perator job&BRTA

  • Home
  • Bangladesh
  • Bogura
  • Driver Unity মালিক ফোরাম Heavy Equipment Operator Driver&0perator job&BRTA

Driver Unity মালিক ফোরাম Heavy Equipment Operator Driver&0perator job&BRTA Here ,,All kind of people can get their preferable and Demandfull service

কারো কাজ শেখার আগ্রহ বা এই লাইনে ক্যারিয়ার করার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে পারেন।।।
26/06/2024

কারো কাজ শেখার আগ্রহ বা এই লাইনে ক্যারিয়ার করার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে পারেন।।।

সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের  কিছু পরামর্শ দেই।১.আপনার বাপের যদি ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং,ইলেকট্রিক কাজ,এসি...
24/05/2024

সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের কিছু পরামর্শ দেই।

১.আপনার বাপের যদি ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং,ইলেকট্রিক কাজ,এসি ফ্রিজ মাস্টার,পাইপলাইন এর কাজ শিখুন মনোযোগ দিয়ে একবছর শিখলে শিখে যাবেন,এর মাঝে পার্সপোর্ট করে রাখুন, ভালো কোন এজেন্সি দেখে মধ্যপ্রাচ্যে যান। বিদেশে দক্ষ হয়ে গেলে কাজের অভাব নাই,মাসে লাখ টাকা কামাবেন কোন ব্যাপার নয়

২. বিদেশ না যেতে চাইলে মানবিক বিভাগে ভর্তি হউন,,, অটোমোবাইল এর কাজ শিখুন,,, অটোমবাইল এর কাজের কী দাম সেটা যার গাড়ি আছে সেই ভালো জানে।

৩.আপনার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে তাহলে আপনাকে বিদেশ যাওয়ার দরকার নাই,,, বাপের থেকে লাখ দুয়েক টাকা নিয়ে গরুর খামার করুন,আপরার বন্ধু ইন্টার পাশ করার আগেই আপনি দশটা গরুর মালিক হয়ে যাবেন।

৪.রাশিয়ান, চিনা, জার্মান, ইংরেজি,কোরিয়ান ভাষা শিখুন কাজের অভাব থাকবেনা,,,এমন কম্পানি আছে মাসে ৫ লাখ টাকা দিয়ে এমন লোক রাখে, তবে ইন্টারে লেখাপড়া কন্টিনিও রাখতে হবে।।

৫. আপনার যদি ডাক্তার ইন্জিনিয়ার, হওয়ার ইচ্ছে থাকে, আর সেই পরিমান রেজাল্ট থাকে তাহলে তাহলে ৩ হাজার টাকা দিয়ে একটা স্টাডি টেবিল কিনুন আর হাতের ফোনটা টয়লেটের কোমডে ফেলে দিয়ে এখনি পড়তে বসুন,

৬. সবকিছুর মাঝে সার্টিফিকেট এর জন্য যেকোন কলেজে ভর্তি হয়ে থাকবেন,তাহলে কেউ মুর্খ কামলা বলতে পারবেনা।
৭.আপনি যদি লম্বা,ফিটপাট হয়ে থাকেন তাহলে বয়স থাকাকালিন বাহিনি গুলার সব সার্কুলারে আবেদন করতে হবে।যদি লাগে যায়।

উপরের পরামর্শ গুলা স্কিন শর্ট দিয়ে রাখো, এখন তোমারদের কাছে এসব হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন অর্নাস পাশ করবা তখন দেখবা একটা মালির চাকরির জন্য লাখ লাখ মানুষ পরিক্ষা দিচ্ছে।তখন বুঝবা এসব বলার মানে কী।
সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভ কামনা। ray

18/05/2024
যারা free heavy Equipment training চাইছিলেন ✅✅💢 - KKesob Ray
22/02/2024

যারা free heavy Equipment training চাইছিলেন ✅✅💢 - KKesob Ray

21/02/2024

"আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হৃদয় থেকে স্বাগতম! এই দিনটি আমাদের সকলের জন্য গর্বের দিন, যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের মাতৃভাষার সাথে সম্পর্ক উজ্জ্বল করতে পারি। আমাদের ভাষা আমাদের গর্ব, সংস্কৃতি এবং ঐতিহাসিক পরিচয়ের অংশ। এই দিনে আমরা আমাদের ভাষার ঐতিহ্য, সংস্কৃতি এবং সমৃদ্ধ প্রচেষ্টাগুলির স্মরণ করি। মাতৃভাষা দিবসে সকলের জন্য শুভেচ্ছা!"

📢যারা যারা,, ফ্রী ড্রাইভিং শিখতে চান,, ইনবক্স করেন 🚘💢
19/02/2024

📢যারা যারা,, ফ্রী ড্রাইভিং শিখতে চান,, ইনবক্স করেন 🚘💢

09/02/2024

PROTTOY Project এর আওতায় EIM(CC) level-II UNDER BTEB

যারা এই level-II দিতে ইচ্ছা তাদেরকে কোনো প্রতিষ্ঠানে চাকুরী করছো অথবা নিজের কোন ওয়ার্কশপ আছে এমন প্রত্যয়ন পত্র অথবা আইডি কার্ড জমা দিতে হবে..

প্রয়োজনীয় কগজ পত্র ঃ
১। সার্টিফিকেট এর ফটোকপি
২। PP সাইজের ২ কপি ছবি
৩। NID /জন্ম সনদ এর ফটোকপি
৪। প্রত্যয়ন পত্র অথবা আইডি কার্ড (কোথাও চাকরি কর সেখানকার)
৫। ২০০ টাকায় ফর্ম নিয়ে আবেদন করতে হবে।

তোমার যে সুবিধা পাবে...

১। ৩ দিনের প্রশিক্ষণ
২। ৩০০০ টাকা
৩। BTEB এর আওতায় RPL level-2 দিতে পারবে।

যোগাযোগের ঠিকানা
ইউসেপ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউট
সন্তোষপুর, পবা, রাজশাহী

Address

Nilphamari
Bogura
5300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Driver Unity মালিক ফোরাম Heavy Equipment Operator Driver&0perator job&BRTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share