D. Ashraf Siddique waz

D. Ashraf Siddique waz আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু আমাদের পেজে আপনার ফেন্ডলিষ্টে থাকা বন্ধুদের ইনভাইট করে দ্বীনি খেদমতে সাহায্য করুন........??

29/09/2025

নবী মুসা (আঃ) উনার উম্মতের দুইশোত বছরের গুনাহ মাপ কোন আমলে কারনে?? গুরুত্বপূর্ণ নছিহত।

আলোচনা করেন,

মুহাম্মাদ MMD. আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী।
#হক্বের_দাওয়াত_সিদ্দিকীয়া_দরবার

28/09/2025

কর্জে হাসানা ঋণের টাকা দরবার থেকে সবাই নিয়ে যাবেন | মুহাম্মাদ MMD. আশরাফ আলীমুল্লহ্‌ সিদ্দীকী |
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেশ বিদেশ থেকে আপনারা অনেকেই একাউন্ট ও বিকাশ নম্বর জানতে চেয়েছেন বিধায় বাধ্য হয়ে অনলাইন ব্যাংকিং “ইসলামী ব্যাংক বড়োগোলা শাখা বগুড়া (BD)” Md Ashraf Alimullah একাউন্ট নম্বর “20503120200144407” এবং মুহাম্মদ আলহাজ্ব MMD. ইমাম আশরাফ আলীমুল্লহ্‌ সিদ্দীকী এবং অত্র দরবারের নিজেস্ব একমাত্র নম্বর “01764761094” (বিকাশ) ও (রকেট)। আলহামদুলিল্লাহ্‌ বগুড়া হক্বের দা’ওয়াত দরবার থেকে কোন প্রকার চাঁদা না চাওয়ার পরেও নিজের ইচ্ছায় আল্লাহ্‌র সন্তষ্টির পথে আপনি যে হক্বের দা’ওয়াত প্রচার করে যাচ্ছেন অথবা এককালীন বা মাসিক অর্থ-সময়-শ্রম এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন তার অসিলায় দুনিয়া ও আখেরাতে আপনাকে স্বপরিবারে মহান আল্লাহ্‌ পাক উত্তম পুরস্কার দান করুন। সকল বিপদমুক্ত–নেক আশা পূরণ ও আল্লাহ্‌র সন্তষ্টির মধ্যে দিয়ে সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন আমিন। হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারের সন্মানিত জঙ্গী সন্ত্রাস বিরোধী মুর্শিদের অনুমতি সাপেক্ষে সবাইকে জানানো হলো। বাতিল পথে কোন অর্থ ব্যয় না করে, হক্ব পথে সত্যের জিহাদে অর্থ ব্যয় করার কোন ইচ্ছা কারোও থাকলে তার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে। তবে কারো কাছে আমাদের সন্মানিত মুর্শিদ ক্বিবলার কোন আবেদন নিবেদন, বা এমন কোন বাধ্যবাধকতা নেই- যে, এই দরবারে কোন অর্থ দিতেই হবে। আমাদের হক্ব দরবার ও মাদ্রাসার কার্যক্রম মহান আল্লাহ্‌ পাকই যেভাবে খুশী চালাবেন ইনশা-আল্লাহ্‌। সন্ত্রাস-জঙ্গীপনা বিরোধী মুর্শিদ মুহাম্মদ আলহাজ্ব MMD. ইমাম আশরাফ আলীমুল্লহ্‌ সিদ্দীকী। হক্বের দা'ওয়াত সিদ্দীক্বিয়া দরবার, সুন্নতী জামে মস্‌জিদ, মাটিডালী বিমান মোড়ের পশ্চিমে বিশ্বরোড সংলগ্ন, এস ও এস স্কুল ও কলেজের পার্শ্বে, বগুড়া শহর, বগুড়া।

��� কমেন্ট করতে সাবধান ���
আমাদের সকল বয়ান ও লেখনী পড়ে বুঝবেন তার পর কমেন্ট লিখবেন। যেহেতু মুহাম্মদ আলহাজ্ব MMD. ইমাম আশরাফ আলীমুল্লহ্‌ সিদ্দীকী যুক্তি তর্কের উর্ধে কুরআন সুন্নাহর দলীল সাপেক্ষে কথা বলে থাকেন সেহেতু যুক্তি-তর্ক দিয়ে যদি কুরআন-সুন্নাহর দলীল খন্ডন করতে চায় তাহলে অসংখ্য ছহীহ্ হাদিস ও কুরআন শরীফের সূরা যেমন সূরা আহযাব ৩৬ ও সূরা নিসার ৬৫ আয়াতের ভিত্তিতে সে কাফের সাব্বস্ত হবে। তাতে আমাদের কোন দায় নেই। আমাদের ওয়াজ ও জু’মার বায়ান সমুহ কুরআন, সুন্নাহ, ইজমা ও ক্বিয়সের ভিত্তিতে- হুজুর পাক ছল্লাল্লহু আলাইহি ওয়া ছাল্লাম উনার ও সাহাবায়ে কেরাম রদিআল্লাহু তা’য়ালা আনহুম উনাদের মতের সাথে মিল রেখে (বাতিল বাহাত্তর ফিরকা সাথে মিল না রেখে) এবং জঙ্গি-সন্ত্রাসিপনা মুক্ত, সাহাবায়ে কেরামদের থেকে অলী আওলীয়াদের মধ্য দিয়ে আসা সঠিক সত্য ইসলামের প্রচার ও মানুষের মধ্যে পৌছে দিয়ে জিহাদ ও বায়াত ভিত্তিক খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করা।
��� " হক্বের দা’ওয়াত সিদ্দিক্বীয়া দরবার ও হক্বের দা’ওয়াত সিদ্দিক্বীয়া সুন্নতী জামে মস্‌জিদের মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য।"���
"মুসলিম সমাজকে সকল সন্ত্রাস-জঙ্গীপনা হতে মুক্ত করে দেশ, জাতি ও ইসলামের ক্ষতিমুক্ত- উপকারী খেলাফত কায়েমের সঠিক ইসলামী দিক নির্দেশনা দান করার উদ্দেশ্যে সকল নবী প্রেমিক মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।"
কুরআন-সুন্নাহর খেলাফত নীতি বাদ দিয়ে অমুসলিমদের তৈরি করা দেশ ও জাতির ক্ষতিকারী হরতাল-লংমার্চকে ঈমানী দায়িত্ব নামে অপপ্রচারকারী ও জঙ্গীবাদী- সন্ত্রাসীরা দেশ, জাতি ও ইসলামের শত্রু, এদের প্রতিহতের আপ্রাণ প্রচেষ্টা করা ও তাদের মুখোশ খুলে দেয়া প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব।
সত্যের সন্ধান দিয়ে মহিলা-পুরুষকে সুন্নতী পর্দা ভিত্তিক হক্ব ফুরফুরা সিলসিলার সঠিক ব্যাখ্যা মোতাবেক নবীজি ﷺ এবং মহান আল্লাহ্‌ পাক উনার সন্তষ্টির পথে পরিচালিত করে ঈমান, নামাজ, রোযা, হজ্ব, যাকাত ও পর্দাসহ সত্যিকারের ইসলামে গ্রহন যোগ্য হানাফী মাযহাব ভিত্তিক ও হক্ব সুন্নতী তরিক্বত ভিত্তিক সকল সঠিক আমল আক্বিদা শিক্ষা দিয়ে সকল আপনজন, নিজে এবং অন্যকে দুনিয়া ও আখেরাতে উপকার সাধনের সঠিক দিক নির্দেশনা দান করা। আর এই সুন্নতি দরবারের মূল উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে ধর্মের লেবেলে কোনো জঙ্গিপনা, সন্ত্রাসীপনা করা যাবেনা। দেশ, জাতী ও ইসলামের সামান্যতমও ক্ষতি বা ফেৎনা ফাছাদ সৃষ্টি হয় এমন কোন কাজ এই দরবারের সাথে সম্পৃক্ত মুহাম্মদ MMD. আশরাফ আলীমুল্লহ্‌ সিদ্দীকী উনার কোন মুরিদ বা অনুসারি যুক্ত হতে পারবে না। এরকম কোন কাজের অথবা কোন জঙ্গি সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্তির কোন প্রমান উনার কোন মুরিদের কার্যক্রমে পাওয়া গেলে প্রমানিত হবে যে সে কোন বাতিল ফেরকার পক্ষ থেকে এ দরবারের ভাব মূর্তি নষ্টের কুমতলবে মুরিদ সেজেছে এবং সাথে সাথে তাকে অত্র দরবারের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে। আমাদের লক্ষ্য আমরা কুরআন, সুন্নাহ্‌ ইজমা, ক্বিয়াস- ভিত্তিতে সত্যিকারের ইসলাম নিজেরা মানবো অন্যকে দা'ওয়াতের মাধ্যমে মানানোর চেষ্টা করব। দেশ, জাতী ও ইসলামের উপকার করার চেষ্টা করব। কারো কোন ক্ষতি করব না। আমরা সুদ-ঘুষ, জেনা, চুরি-ডাকাতি-খুন, জঙ্গীপনা, হরতাল, লংমার্চ, প্রানীর ছবি, ভিডিও, টিভি, গান-বাজনা, শরীয়ত বিরোধী খেলাধুলা, মদ, জুয়া, গাজা, হিরোইন, ইয়াবা, বিড়ি-সিগারেট, গুলসহ ইসলামী শরীয়তের সকল হারাম কাজ ছেড়ে দেব ও দলীয় স্বার্থের নেশায় লোভ, হিংসা, অংকার ও মিথ্যা আশ্রয় না নিয়ে আমরা সকলেই আজীবন খোলাফায়ে রাশেদার সন্নতী নিয়মে দা'ওয়াত ভিত্তিক সুন্নতী খেলাফত কায়েম করা এবং আল্লাহ্‌র খালিছ অলী হওয়ার আপ্রাণ প্রচেষ্টা আজীবন চালিয়েই যাব। ইনশা-আল্লাহ্‌।
বিশেষ দ্রষ্টব্য: অনুষ্ঠানের তারিখ, দিনক্ষন ও সময় ওয়েব সাইট থেকে জেনে নিন। (RAHATUL ISLAM SOURAV)
​ #হক্বের_দাওয়াত_সিদ্দিকীয়া_দরবার​

হক্বের দাওয়াত সিদ্দিক্বীয়া সুন্নি সংস্হা টাঙ্গাইলের উদ্যোগে।
27/09/2025

হক্বের দাওয়াত সিদ্দিক্বীয়া সুন্নি সংস্হা টাঙ্গাইলের উদ্যোগে।

27/09/2025

নবী (ﷺ) কে ভালবাসা মানেই জান্নাতের সাথী হওয়া 🤲 | সহিহ মুসলিম হাদিস |

27/09/2025

👉আওলাদে রসুল সম্পর্কে সঠিক তথ্য নিজে জানুন
অন্যকে জানার সুযোগ করে দিন,

মুহাম্মাদ MMD. আশরাফ আলীমুল্লহ সিদ্দিকী পীর সাহেব হুজুর

26/09/2025

ধর্মকে পুজি করে মুসলিমদের ধো*কা।

25/09/2025

💝

আয়! আল্লাহ  তরুণ প্রজন্মের যুবসমাজ কে বুঝার তৌফিক দিন আমিন 🤲
25/09/2025

আয়! আল্লাহ তরুণ প্রজন্মের যুবসমাজ কে বুঝার তৌফিক দিন আমিন 🤲

মদিনা..কি সুন্দর❤️আল্লাহ একবার হলেও যাওয়ার তাওফিক দাও।
24/09/2025

মদিনা..কি সুন্দর❤️
আল্লাহ একবার হলেও যাওয়ার তাওফিক দাও।

24/09/2025

মুর্শিদের কদমে গেলে বড়ই শান্তি পাই। 🌻💛

23/09/2025

হৃদয় নামের ফুলদানিতে।
#আশরাফ_আলী_সিদ্দিকী_ওয়াজ #বাংলা_ওয়াজ_আশরাফ_আলী_সিদ্দিকী #আশরাফ_সিদ্দিকী_নতুন_ওয়াজ #হক্ব_তথ্য || © D. Ashraf Siddique waz||

22/09/2025

জীবনের চাইতে প্রিয় নবীজি পাক ﷺ

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when D. Ashraf Siddique waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to D. Ashraf Siddique waz:

Share

Category