Mehedi Hassan মেহেদী হাসান

Mehedi Hassan  মেহেদী হাসান Cciyan_Armys
🇧🇩,,,,সত্যের পথে সব সময়,,,🤲
,,,,,,,,,, ইনশাআল্লাহ,,,,,,

গণ সমাবেশ সফল হোক  #খুকনী  #এনায়েতপুর  াবেশ #৮আগস্ট #পীর_সাহেব_চরমোনাই
05/08/2025

গণ সমাবেশ সফল হোক
#খুকনী #এনায়েতপুর
াবেশ
#৮আগস্ট
#পীর_সাহেব_চরমোনাই

জাতীয় নির্বাচন PR পদ্ধতিতে চাই   #নির্বাচন
03/08/2025

জাতীয় নির্বাচন PR পদ্ধতিতে চাই
#নির্বাচন

ব্লকেড ব্লকেডলক্ষ্মীপুর ব্লকেড।
16/07/2025

ব্লকেড ব্লকেড
লক্ষ্মীপুর ব্লকেড।

14/07/2025

বিএনপি হুঁশে হোক বেহুশে হোক ইসলামী আন্দোলন এর বিরুদ্ধে একটা হাইপ তোলার চেষ্টা করছে, যতদূর মনে হয় তারা তা হুঁশেই করছে। এইটার নানান দিক আছে, বিএনপি চরমোনাই বিরুদ্ধে কথা বইলা বাকিদেরকেও ভয় দেখাতে চাচ্ছে, বাকিদের বলতে বিএনপির বাইরে যত দল আছে, যত মত আছে, বিএনপি'র চাঁদাবাজি হত্যার বিরুদ্ধে আন্দোলনকারী এক কথায় সবাইকে মানে দেশের প্রতিটি সচেতন নাগরিককেই তারা ভয় দেখাতে চেষ্টা করছে।

এইটা বিএনপি বেহুঁশে করলে অবশ্যই ভুল করছে, আর যদি হুঁশে করে তাইলে বিএনপি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, চরমোনাইকে ভয় দেখানো নামে যে তারা দেশের জনগণকেই ভয় দেখাচ্ছে, যেন তাদের কোন অপকর্ম নিয়ে কেউ কথা না বলে, এইটা যে সাধারণ জনগন বুঝে পেলছে তা আবার বিএনপি বুঝছে না।

বিএনপি চরমোনাই -এর বিরোধিতা করতে যেয়ে নিজেই নিজের পায়ে কুড়াল মারছে এইটা তাদেরকে বুঝানোর মত নেতা এখন আর তাদের নেই।

✍️- Nurullah Qasemi

দেশ নয়!বরং বিএনপি পিছিয়ে পড়ার আশঙ্কা করছি!
07/07/2025

দেশ নয়!
বরং বিএনপি পিছিয়ে পড়ার আশঙ্কা করছি!

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদবাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভা...
06/07/2025

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আজিজুল হকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় সদর উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক ও সুলতানা পারভীন হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা রইছ উদ্দিনকে ওনার নিজ মাদরাসা থেকে অন্য একটি প্রতিষ্ঠানে সন্ত্রাসী কায়দা তুলে নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো—চিহ্নিত হামলাকারীরা এমন একটি রাজনৈতিক দলের অনুসারী, যারা নিজেদেরকে প্রাচীন ইসলামী দল দাবি করে এবং দ্বীনী স্লোগান ব্যবহার করে। অথচ ইসলামের মৌলনীতি হচ্ছে—সালাম, শান্তি ও ভ্রাতৃত্বের শিক্ষা। নবীয়ে কারীম সা. এর আদর্শ হলো- “তোমরা পরস্পরের মধ্যে যুলুম করো না।” (সহিহ মুসলিম)।

আমরা মনে করি, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং ইসলামী শিষ্টাচার রক্ষা করা প্রতিটি ইসলামী দলের দায়িত্ব। দ্বীনের নামে সহিংসতার পথ বেছে নেওয়া কেবল দলীয় ভাবমূর্তিই নষ্ট করে না, বরং ইসলামের শান্তিপূর্ণ আহ্বানকেই প্রশ্নবিদ্ধ করে।

বাংলাদেশ খেলাফত মজলিস এ কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে।

- মজলিস মিডিয়া সেল
থেকে সংগৃহীত

চোরের দল (বিম্পির) মাথা নষ্ট করতে চরের দল (আইএবি'র) পক্ষ থেকে আরও একটা চমক আসছে ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট এন্ড সি। মুহাম্মদ...
06/07/2025

চোরের দল (বিম্পির) মাথা নষ্ট করতে চরের দল (আইএবি'র) পক্ষ থেকে আরও একটা চমক আসছে ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট এন্ড সি।

মুহাম্মদ শেখ সাদী খাঁন

একটা নির্বাচনের বৈধতা তখন হয়, যখন ফলাফল মেনে নেওয়া হয়। চরমোনাই ২০১৪ সালে ইলেকশনে গেলেও ফলাফল প্রত্যাখ্যান করেছিল। আর ওইট...
06/07/2025

একটা নির্বাচনের বৈধতা তখন হয়, যখন ফলাফল মেনে নেওয়া হয়। চরমোনাই ২০১৪ সালে ইলেকশনে গেলেও ফলাফল প্রত্যাখ্যান করেছিল। আর ওইটা অনেক দল বয়কট করে৷ প্রেক্ষাপট ছিল ভিন্ন। কারচুপি ওই ইলেকশনে মূল বিষয় ছিল না।

কিন্তু ২০১৮ সালে মিডনাইট ইলেকশনে, যেখানে আগের রাতেই ভ্যালট ভরে গিয়েছিল, সেই নির্বাচনকে বৈধতা দেয় বিএনপি। মাত্র ১৩ শতাংশ ভোট ও ৬টি আসন পাওয়া বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করে সংসদে যায়। সেখানে আবার নারী কোটায় রুমিনকেও পাঠায়, যিনি কিনা হাসিনার কাছে আবার ওই কোটায় একটা প্লট দাবি করে বসেন।

ওই সংসদে অংশ নেওয়ায় শুধু বিরোধীরা না, খোদ আওয়ামী লীগ নেতা-কর্মীরাও অবাক হয়েছিল।

তার চেয়ে বড় কথা, ফখরুলরা ওই ইলেকশনে যায় খালেদা জিয়াকে জেলে রেখে, যিনি কিনা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার বিরোধী ছিলেন, এবং ওনার ডাকা আন্দোলনে শত শত মানুষ জীবন দেন।

মূলত খালেদা জিয়াকে জেলে পুরে, শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে, হাসিনার অধীনে ইলেকশনে যায় বিএনপি, এবং দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বাজে ইলেকশনের বৈধতা দেয় সংসদে গিয়ে।

সুতরাং সালাহউদ্দিন সাহেবের উচিত, নিজের দিকে তাকানো। আগে প্রতারণা ছাড়ুন, এরপর অন্যকে বলুন।

Tuhin
©

 #সংস্কার  #বিচার   #মহাসমাবেশ২৫  #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
01/07/2025

#সংস্কার #বিচার
#মহাসমাবেশ২৫ #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ

30/06/2025

"পি আর"-এর মুল বিষয় হলো জন সমর্থন বা ভোট।
এখানে যাদের ঘাটতি আছে তারা বিরোধীতা করবে এটাই স্বাভাবিক

ঐতিহাসিক..... জনসমুদ্র।আলহামদুলিল্লাহ ❤️
28/06/2025

ঐতিহাসিক..... জনসমুদ্র।
আলহামদুলিল্লাহ ❤️

সকালের বাইতুল মোকাররম প্রচারণায় আপনিও শরীক হোন #মহাসমাবেশ২৫ #২৮জুন #সোহরাওয়ার্দীউদ্যান #ঢাকাচলো #চলোবাংলাদেশ
27/06/2025

সকালের বাইতুল মোকাররম
প্রচারণায় আপনিও শরীক হোন

#মহাসমাবেশ২৫
#২৮জুন
#সোহরাওয়ার্দীউদ্যান
#ঢাকাচলো
#চলোবাংলাদেশ

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hassan মেহেদী হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Hassan মেহেদী হাসান:

Share