Gen Z Sonatola

Gen Z Sonatola কোনও অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ, তখনই স্রোত নতুন দিকে মোড় নেয়ার সম্ভাবনা বেশি থাকে!

17/07/2025

সিদ্ধ ডিম খাওয়ারো জন্য নিয়ে যাওয়া হচ্ছে 🤡

এ কোন সাধারণ মা*র লয়লা এটা পু*টকি লাল করা মার🤣
16/07/2025

এ কোন সাধারণ মা*র লয়লা এটা পু*টকি লাল করা মার🤣

16/07/2025

গোপালগঞ্জ গেলে যে হামলা হবে, এটা সবাই জানত।

গোপালগঞ্জ গেলে যে সবাইকে খুন পর্যন্ত হতে হবে, এটাও কারোরই অজানা ছিল না।

এখন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দল গোপালগঞ্জ এ বসে মুজিবের বিরুদ্ধে স্লোগান দিতে পারে নাই।

কারন,সবাই জানত যে দিলে বিপদ হবে।

বাট এই সাহসটা আজ করলো এই ছেলেগুলোই।

হামলা হয়েছে, আটকে থেকেছে। আরেকটু দেরি হলে হয়তো মরেও যাইত।

বাট এরা ঘরে থাকেনি।

বাঘের গুহায় যাইয়া মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিয়ে আসছে।

অথচ এই মুজিববাদের বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণের সাহস আজ পর্যন্ত কোন দলের হয় নাই।

৫ আগস্টের পরেও টপ নেতাদের নিয়া গোপালগঞ্জ যাইয়া জুলাইয়ের স্লোগান দেওয়ার সাহস অন্য কোন দলের হয় নাই।

এই পদযাত্রার সবচে সফল পদযাত্রা হিসেবে আমি আজকের দিনটা মনে রাখব।

এনসিপির রাজনীতিতে আজকের দিনটা মাইলস্টোন হয়ে থাকলো।

অনেকেই বলবেন, কী দরকার ছিল, সাইধা ওখানে যাওয়ার? মরে গেলে কী হইত?

উত্তর হইলো, হাসিনাকেও যখন আমাদের কাছে অজেয় লাগত, এরাই তখন হাসিনাকে ফালাইয়া দিসে।

মুজিববাদকেও এরাই ফালাবে।

এই যে আমি আপনি ভাবি যে কী দরকার ছিল মরতে ওখানে যাওয়ার?

আর ওরা কোনকিছু না ভাইবা ঠিক ওই বাঘের গুহাতেই যাইয়া স্লোগান দিয়া আসে।

এনসিপির রাজনীতি এদের এই বেপরোয়া সাহস আর ঘাড় ত্যাড়ামির কারনেই দাড়াবে, দেইখেন।

16/07/2025

রাতে মশা নিধন অভিযান চলছে গোপালগঞ্জ এ

15/04/2025

৭১ দেখিনি ২৪ দেখেছি! ❤️‍🩹

ইয়াকুবিয়া মোড়,বগুড়া
06/04/2025

ইয়াকুবিয়া মোড়,বগুড়া

06/04/2025

ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে, বগুড়ায় “মার্চ ফর প্যালেস্টাইন”

ইসরায়েলের বর্বর হামলায় যখন শিশু, নারী ও নিরীহ মানুষ নির্মমভাবে প্রাণ হারাচ্ছে, তখন আমাদের চুপ করে থাকা মানে এই অন্যায়ের নীরব সহযাত্রী হয়ে যাওয়া।

আসুন, আমরা এর প্রতিবাদ জানাই!

তারিখ: ৭ই এপ্রিল (সোমবার)
সময়: সকাল ১১টা
স্থান: সাতমাথা, বগুড়া

চলো, আমরা সবাই একত্রিত হই।
বগুড়ার প্রতিটি সচেতন হিন্দু, মুসলিম, ছাত্র-জনতা এবং সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান—
আসুন, রুখে দাঁড়াই মানবতার পক্ষে।

25/03/2025

ভাইটির বাসা সোনাতলাতে

সলঙ্গা থেক সিরাজগঞ্জ রোডে আসার পথে সিদ্দিকিয়া মার্কেটের কাছে ৩ লক্ষাধিক টাকা লুটে নিয়ে হাত পা বেধে রেখে যায়।😥

Address

Sonatola
Bogura
5826

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gen Z Sonatola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share