09/10/2025
আমি পাহাড়, আকাশ ছুঁয়ে থাকা স্থির এক ধ্যান,
আমার বুকে জমে আছে লক্ষ যুগের গান।
সবুজ চাদর, পাথর কোষে কোষে শক্তি,
নীরবে দাঁড়িয়ে দেখি সৃষ্টির এই ভক্তি।
মেঘের দল এসে আমায় জড়িয়ে ধরে যখন,
আমার চূড়ায় জমে থাকে স্নিগ্ধ আলিঙ্গন।