27/10/2025
অটো ভ্যান চুরি পুটখুর
গ্রামবাসীর মানবিক সহযোগিতা।
___________________________________________________
গতরাতে শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামে এক দরিদ্র পরিবারের অটো ভ্যান চুরি হয়ে যায় ভ্যানটি ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস চুরির ঘটনায় পরিবারটি চরম কষ্টে পড়ে যায়।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে পুটখুর গ্রামের সাধারণ মানুষ মানবিক সহানুভূতি থেকে এগিয়ে আসেন। অনেকেই পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং কেউ কেউ তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
গ্রামবাসীর এই মানবিক উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
এদিকে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মোঃ একাবর আলী
বিকাশ নাম্বার 01303_453028
#সবাই_শেয়ার_করে_দিবেন