mirza TV

mirza TV তথ্য দিন সেবা নিন
তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

27/10/2025

অটো ভ্যান চুরি পুটখুর
গ্রামবাসীর মানবিক সহযোগিতা।
___________________________________________________
গতরাতে শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামে এক দরিদ্র পরিবারের অটো ভ্যান চুরি হয়ে যায় ভ্যানটি ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস চুরির ঘটনায় পরিবারটি চরম কষ্টে পড়ে যায়।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে পুটখুর গ্রামের সাধারণ মানুষ মানবিক সহানুভূতি থেকে এগিয়ে আসেন। অনেকেই পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং কেউ কেউ তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

গ্রামবাসীর এই মানবিক উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
এদিকে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মোঃ একাবর আলী
বিকাশ নাম্বার 01303_453028

#সবাই_শেয়ার_করে_দিবেন

 #বেলতলী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত।শিবগঞ্জ উপজেলার বেলতলী বাজারে আজ অনুষ্ঠিত হয়েছে হেলথ অ্যান্ড হেলথ ...
26/10/2025

#বেলতলী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত।

শিবগঞ্জ উপজেলার বেলতলী বাজারে আজ অনুষ্ঠিত হয়েছে হেলথ অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরিমাপ করা হয়

সেবা প্রদান করেন ডা. এম. এ. এইচ. শামীম। তিনি রোগীদের ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় জনগণ জানান এমন উদ্যোগের মাধ্যমে তারা সহজে ও বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন যা অত্যন্ত প্রশংসনীয় অনেকেই বলেন এই ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করবে।

হেলথ অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা বিভিন্ন এলাকায় এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখবেন।

🩺 আয়োজক: হেলথ অ্যান্ড হেলথ ফাউন্ডেশন
👨‍⚕️ #পরিচালনা_ডা_এম_এ_এইচ_শামীম

26/10/2025

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজের প্রায় ০২ লক্ষ পচা ডিম জব্দ ও ধ্বংস এবং ০৩ লক্ষ টাকা জরিমানা।

জীবন যাপনে হুমকি ও খাদ্যে ভেজাল প্রর্তিরোধে ও অসাধু ব্যবসায়ীদের অনৈতিক ব্যবসা প্রতিকারে সামারী ট্রায়ালের মাধ্যমে দন্ড প্রদান অব্যাহত রয়েছে।
গতকাল ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. আরিফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: আশরাফুল ইসলাম তালুকদার। বিজ্ঞ আদলত এগারোসিন্দুর কোল্ড স্টোরেজকে পচা ডিম সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে ০৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় ১৯৫৪৮০ ( এক লক্ষ পচানব্বই হজার চারশত আশি) টি পচা ডিম জব্দ ও তাৎক্ষণিক ধ্বংস করা হয়।
এ সময় আদালতের কাজে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারের পূর্ব পাশে অজ্ঞাত এক বেক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় পাওয়া...
22/10/2025

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারের পূর্ব পাশে অজ্ঞাত এক বেক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পরিচয় পাওয়া যায়নি পরিচিত আত্মীয় পেতে সবাই বেশি বেশি শেয়ার করুন।

21/10/2025

বৃদ্ধ বয়সে পরকীয়া করতে এসে হাতেনাতে ধরা।

#কমেন্ট করে জানিয়ে যাবেন এধের কি করা উচিত

12/10/2025

বিয়ের বাজার করতে গিয়ে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু পরিবারে শোক।

বগুড়া শিবগঞ্জ কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামের মোঃ গাজীউরের মেয়ে মৌমিতা আক্তার (২০) নিজের বিয়ের প্রয়োজনীয় জিনিস ক্রয়ের সময় এক কিশোরীর স্ট্রোক করে মৃত্যুবরণ;এলাকায় শোকের ছায়া,

#বিস্তারিত_ভিডিওতে।

10/10/2025

#বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে ফলের দোকানদার সোহান'কে হ*ত্যা'র উদ্যোশে এসে চাপাতি সহ জনতার হাতে ৪ জন আটক পরে পুলিশের হাতে তুলে দেয়।

09/10/2025

মোঃ শাকিল ইসলাম (২৩)আজ রাত ৩, ৪০ মিনিটে নিজ বাস ভবনে স্টোক করে ইন্তেকাল করিয়াছেন,

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

08/10/2025

শিবগঞ্জ কিচক ইউনিয়নের ধুলাঝারা গ্রামের জাইদুল, মামুন,মোমেনা,নামে মারপিট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে।

30/09/2025

#শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ নং কিচক ইউনিয়ন বাসি আপনাদের কে জানাই

#আন্তরিক_শুভেচ্ছা_ও_অভিনন্দন

30/09/2025

#শিবগঞ্জে কিচক ইউনিয়নে গোপিনাথপুর (হিন্দুপাড়া) সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন্য করেন শিবগঞ্জ থানা এসআই মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। মানবাধিকার কর্মী মোঃসুজন মিয়া সহ আরো অনেকে
সভাপতিঃ শ্রী দীনেশ চন্দ্রা সরকার সাধারন ম্পাদক শ্রীপরিমল চন্দ্র দাস এবং পরিশেষে মন্দির কমিটিকে মিজানু রহমান গান গেয়ে উৎসাহিত করে আসেন।

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when mirza TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to mirza TV:

Share

Category