Gram Bangla

Gram Bangla গ্ৰাম বাংলা পেইজ এ আপনাকে স্বাগতম।

ঈদের ছুটি শেষ। কর্মস্থলে ফিরতে শুরু করেছে শ্রমজীবী মানুষ। Grambangla
10/06/2025

ঈদের ছুটি শেষ। কর্মস্থলে ফিরতে শুরু করেছে শ্রমজীবী মানুষ। Grambangla

আকাশ আঁধার, মেঘে ঢাকা দিন,বৃষ্টি ঝরে ঝিরিঝিরি, নাহি তার শেষ।বাতাসে কাঁপে গাছপালা দূর্বল,ছোট্ট কুঁড়েঘর, যেন ক্লান্ত রেশ।...
29/05/2025

আকাশ আঁধার, মেঘে ঢাকা দিন,
বৃষ্টি ঝরে ঝিরিঝিরি, নাহি তার শেষ।
বাতাসে কাঁপে গাছপালা দূর্বল,
ছোট্ট কুঁড়েঘর, যেন ক্লান্ত রেশ।
সবুজ প্রকৃতি, শান্ত চারিধার,
বৃষ্টির স্পর্শে স্নিগ্ধ মাটির ঘ্রাণ।
দূরে বাঁশঝাড়, মৃদু কাঁপে পাতা,
বাংলার ছবি, ভেজা মলিন প্রাণ।
Grambangla

পড়ন্ত বিকেল। Grambangla
28/05/2025

পড়ন্ত বিকেল। Grambangla

ছবির মতো সুন্দর আমার প্রাণের মাতৃভুমি। Grambangla
27/05/2025

ছবির মতো সুন্দর আমার প্রাণের মাতৃভুমি। Grambangla

বৃষ্টি নামার প্রস্তুতি। Gram Bangla
24/05/2025

বৃষ্টি নামার প্রস্তুতি। Gram Bangla

কচু ক্ষেত । Gram Bangla
23/05/2025

কচু ক্ষেত । Gram Bangla

সোনার ধান ক্ষেত, বাতাসে নাচে ঢেউ,কৃষকের হাসি, জুড়ায় মোর মন।কাস্তে হাতে চলে, গাঁয়েরই ছেলে,পাকা ধানের শীষ, করে সে ছেদন।রোদ...
22/05/2025

সোনার ধান ক্ষেত, বাতাসে নাচে ঢেউ,
কৃষকের হাসি, জুড়ায় মোর মন।
কাস্তে হাতে চলে, গাঁয়েরই ছেলে,
পাকা ধানের শীষ, করে সে ছেদন।
রোদ ঝলমলে দিন, পাখির কলরব,
মাঠের পরে ভাসে, মুক্তিরই রব।
ঘামে ভেজা গা, তবু নাহি ক্লান্তি,
সোনালী ফসল তোলা, এই তো প্রশান্তি।
বাংলার মাটি, মায়ের মতন,
ফসল ফলায়, জীবন ধারণ।
কৃষকের হাতেই, দেশেরই আশা,
ধানে ভরে দিক, সকলেরই বাসা।
Grambangla

আমাদের আবেগ যখন ফুলের সাথে মিশে যায়, তখনই জীবনের আসল সৌন্দর্য চোখে পড়ে। Gram Bangla
21/05/2025

আমাদের আবেগ যখন ফুলের সাথে মিশে যায়, তখনই জীবনের আসল সৌন্দর্য চোখে পড়ে। Gram Bangla

Good evening Bangladesh! Grambangla
20/05/2025

Good evening Bangladesh! Grambangla

সবুজ ধানের ক্ষেত, বাতাস করে খেলা,ছোট্ট খোকা হাঁটে, পায়ে মেখেছে বেলা।কাঁধেতে ঝুলানো ব্যাগ, হাতে টিফিন কারি,মাঠের আলপথে চল...
19/05/2025

সবুজ ধানের ক্ষেত, বাতাস করে খেলা,
ছোট্ট খোকা হাঁটে, পায়ে মেখেছে বেলা।
কাঁধেতে ঝুলানো ব্যাগ, হাতে টিফিন কারি,
মাঠের আলপথে চলে, মনটা যে তারি।
কচি ধানের শীষ দোলে, রোদ্দুর ঝলমল,
পাশেতে লাউয়ের মাচা, কুমড়োরো দল।
সরু পথ এঁকেবেঁকে, গাঁয়ের দিকে ধায়,
ক্ষিদেয় না পেট ভরে, মায়ের হাতের পায়।
টিফিনের ছোট্ট বাক্সে, যত্নে ভরা ভাত,
মাছের ঝোল আর সবজি, কত সুখের সাথ।
খেতের আলে বসে খাবে, প্রকৃতির কোলে,
দুপুরের এই ছবি, হৃদয়েতে দোলে।
ঘরে ফেরা পাখির ডাকে, কাজ সেরে চাষী,
ছোট্ট খোকাও হাসে, যেন সেও পরিপাটি।
এই গ্রাম, এই মাটি, এই সহজ জীবন,
যেন এক কবিতা, স্নিগ্ধ ও মনোহর।
অবশ্যই, এই বিষয়ে একটি কবিতা লিখতে পেরে আমি আনন্দিত হবো:
দুপুরের খাবার
সবুজ ধানের ক্ষেত, বাতাস করে খেলা,
ছোট্ট খোকা হাঁটে, পায়ে মেখেছে বেলা।
কাঁধেতে ঝুলানো ব্যাগ, হাতে টিফিন কারি,
মাঠের আলপথে চলে, মনটা যে তারি।
কচি ধানের শীষ দোলে, রোদ্দুর ঝলমল,
পাশেতে লাউয়ের মাচা, কুমড়োরো দল।
সরু পথ এঁকেবেঁকে, গাঁয়ের দিকে ধায়,
ক্ষিদেয় না পেট ভরে, মায়ের হাতের পায়।
টিফিনের ছোট্ট বাক্সে, যত্নে ভরা ভাত,
মাছের ঝোল আর সবজি, কত সুখের সাথ।
খেতের আলে বসে খাবে, প্রকৃতির কোলে,
দুপুরের এই ছবি, হৃদয়েতে দোলে।
ঘরে ফেরা পাখির ডাকে, কাজ সেরে চাষী,
ছোট্ট খোকাও হাসে, যেন সেও পরিপাটি।
এই গ্রাম, এই মাটি, এই সহজ জীবন,
যেন এক কবিতা, স্নিগ্ধ ও মনোহর।
Grambangla

দুটি নয়নাভিরাম বালা, কাননেতে ধায়,ফল অন্বেষণে তারা, রূপের জ্যোতির্ময়।নব পল্লবের ছায়া, পাখির কলতান,তাদের পদক্ষেপে বাজে, নূ...
18/05/2025

দুটি নয়নাভিরাম বালা, কাননেতে ধায়,
ফল অন্বেষণে তারা, রূপের জ্যোতির্ময়।
নব পল্লবের ছায়া, পাখির কলতান,
তাদের পদক্ষেপে বাজে, নূপুরের ম্রিয়মাণ।
একজন শ্যামলী তন্বী, কৃষ্ণ মেঘ কেশ,
অন্যজন স্বর্ণলতা, দীপ্তিময় বেশ।
হাতে ধরা empty ঝুড়ি, চোখে আশা ভরি,
বনের গভীরে চলে, দু'সখী কিশোরী।
কোন গাছে মধু ফল, কোন লতায় রাঙা,
তাদের উৎসুক দৃষ্টি, সব দিকে ছাওয়া।
পাতার আড়ালে খোঁজে, লুকানো যে ধন,
প্রকৃতির কোলে যেন, দু'টি মুগ্ধ মন।
তাদের হাসি কলধ্বনি, মিশে বৃক্ষতলে,
যেন ফুলের পাপড়ি ঝরে, স্নিগ্ধ সমীরণে।
ফল কুড়াবে যতনে, ভরবে তাদের ঝুড়ি,
কাননের শোভা তারা, অপরূপ মাধুরী।
Gram Bangla

আকাশে জুরে মেঘ । ঝড়ের পূর্বাভাস। Gram Bangla
17/05/2025

আকাশে জুরে মেঘ । ঝড়ের পূর্বাভাস। Gram Bangla

Address

Bogra
Bogura
5800

Telephone

+8801303292586

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gram Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gram Bangla:

Share