05/07/2025
সম্প্রতি এক টক শোতে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা। অভিনেতা জায়েদ খানের সঞ্চালনায় এক টক শোতে এই অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। এরপরেই সাংবাদিক জাওয়াদ নির্ঝর প্রকাশ্যে আনলেন তিশার সন্তানের ছবি!
শনিবার (৫ জুলাই) বিকেলে জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে লিখেছেন, সেলিব্রেটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্র সন্তানের খবরগুলো মিথ্যা।
তিনি আরও লিখেছেন, যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করে। সেই ঘরে তিশার একটি পুত্র সন্তান হয়েছিল। সেই পুত্রের সাথেই ছবিগুলো। তিশার সেই পুত্র সন্তানটি এখন ঢাকায় তার দাদির সাথে থাকে। তিশা টকশোতে মিথ্যা কথা বলেছে। বছরখানিক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিলো না।
এদিকে, জাওয়াদ নির্ঝরের প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি শিশুকে কোলে নিয়ে তিশার গভীর মমতায় স্নেহ করার দৃশ্য। অপর একটিতে দুই শিশুর দোলনায় বসে থাকতে দেখা যায়। তবে ওই ছবিটি মুখ ঢেকে দেওয়া হয়েছে। নির্ঝরের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যেখানে অনেকেই মন্তব্য করেছেন। অনেকেই আবার বিস্ময় প্রকাশ করছেন।
প্রকাশ্যে আসা ছবির বিষয়ে তিশা বলেন, অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকায় রাখছি। এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ ওই বেবিটা আমার বোনের।