
04/09/2025
দেবের একটি মন্তব্য ঘিরে তোলপাড় চলছে চারিদিকে। শুভশ্রীর ভক্তরা তো দেবের উপর বেজায় ক্ষেপে গিয়েছেন। দেব একটি সাক্ষাৎকারের মন্তব্য করেন ‘দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন!’ ব্যস, দেবের এই একটা মন্তব্যই যেন যথেষ্ট ছিলো নেটিজেনদের ক্ষেপিয়ে তোলার জন্য।
এবারের দেব শুভশ্রীর মধ্যে এই ঝামেলা নিয়ে মুখ খুললেন টলি কুইন 'কোয়েল মল্লিক'। দেব এবং শুভশ্রীর মধ্যেকার এই ঝামেলা নিয়ে সরাসরি
নিজের বক্তব্য জানিয়েছেন কোয়েল।
কোয়েলের কথায়, ‘তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমার উপদেশ দুজন একসাথে মিলে এই সমস্যার সমাধান করে নাও তোমরা।
যত খারাপ জিনিস হোক না কেন জীবনের সাথে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। তোমাদের সম্পর্কের যে সম্মান ছিলো আমি অনুরোধ করবো সেটা যেন তোমরা নষ্ট না করো।’ নেটিজেনরাও কোয়েলের এই মন্তব্যকে সমর্থন করেছেন।