News Media

News Media media and celebrity news for everyone. I am not interested about myself

দেবের একটি মন্তব্য ঘিরে তোলপাড় চলছে চারিদিকে। শুভশ্রীর ভক্তরা তো দেবের উপর বেজায় ক্ষেপে গিয়েছেন। দেব একটি সাক্ষাৎকারে...
04/09/2025

দেবের একটি মন্তব্য ঘিরে তোলপাড় চলছে চারিদিকে। শুভশ্রীর ভক্তরা তো দেবের উপর বেজায় ক্ষেপে গিয়েছেন। দেব একটি সাক্ষাৎকারের মন্তব্য করেন ‘দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন!’ ব্যস, দেবের এই একটা মন্তব্যই যেন যথেষ্ট ছিলো নেটিজেনদের ক্ষেপিয়ে তোলার জন্য।

এবারের দেব শুভশ্রীর মধ্যে এই ঝামেলা নিয়ে মুখ খুললেন টলি কুইন 'কোয়েল মল্লিক'। দেব এবং শুভশ্রীর মধ্যেকার এই ঝামেলা নিয়ে সরাসরি
নিজের বক্তব্য জানিয়েছেন কোয়েল।

কোয়েলের কথায়, ‘তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমার উপদেশ দুজন একসাথে মিলে এই সমস্যার সমাধান করে নাও তোমরা।

যত খারাপ জিনিস হোক না কেন জীবনের সাথে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। তোমাদের সম্পর্কের যে সম্মান ছিলো আমি অনুরোধ করবো সেটা যেন তোমরা নষ্ট না করো।’ নেটিজেনরাও কোয়েলের এই মন্তব্যকে সমর্থন করেছেন।

সবাইকে দেখাচ্ছে শুভশ্রীর জন্য রাজ মিমি কে ছেড়ে যায়নি এর জন্যই ওরা এতো ভালো বন্ধু। তাহলে রুক্মিণীর কী দোষ? রুক্মিণী সাথ...
04/09/2025

সবাইকে দেখাচ্ছে শুভশ্রীর জন্য রাজ মিমি কে ছেড়ে যায়নি এর জন্যই ওরা এতো ভালো বন্ধু। তাহলে রুক্মিণীর কী দোষ?

রুক্মিণী সাথেও তো ধূমকেতুর সময় শুভশ্রী কত ন্যাকামি করলো। শুভশ্রী শো অফ করে সবকিছু নিয়ে। রুক্মিণী দেব এর গায়ে ঢলে পড়ে এজন্য কিছু মানুষের এতো সমস্যা।

আর শুভশ্রী যে রাজ এর সাথে বেড সিন direct social media তে আপলোড দেয়,তার বেলা কিছুনা?
আজ অবধি দেব কখনো রুক্মিণীকে কিস করে social media তে শো অফ করেনি।

কোয়েল মল্লিক কখনও তার বরের সাথে close picture ও social media তে দেয়নি। আরও হাজারও বাচ্চার মা আছে নায়িকারা। কেউ এমন হাজারবার বলে বেড়ায় নাই আমি বাচ্চার মা।

মিমি একবার অপুর সংসারে কতটা কষ্ট নিয়ে বলেছিলো রাজ কবে শুভশ্রী কে বিয়ে করছে? ওর চোখে পানি টলমল করছিলো।

মিমি অসুস্থ হয়ে গিয়েছিলো,রাজ দেখতে গেছে বলে শুভশ্রী গায়ে আ*গুন দেওয়ার নাটক করেছে। সব দোষ শুধু রুক্মিণীর তাইনা?

পায়েলের ব্যাপারটা আমরা জানিনা। রাজের প্রথম বউ কেউ অনেক বাজে ভাবে চিট করা হয়েছিলো।

কালেক্টেড

কেনো তারকাদের সংসার টেকে না?তারকাদের বিচ্ছেদ নিয়ে কৌতুহলেরও শেষ নেই সাধারণ মানুষের মধ্যে। হলিউড-বলিউডসহ সামগ্রিকভাবে ক্র...
04/09/2025

কেনো তারকাদের সংসার টেকে না?

তারকাদের বিচ্ছেদ নিয়ে কৌতুহলেরও শেষ নেই সাধারণ মানুষের মধ্যে। হলিউড-বলিউডসহ সামগ্রিকভাবে ক্রীড়া ও বিনোদন জগতে বিবাহ-বিচ্ছেদ এখন একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। তাসের ঘরের মতোই ভেঙে পড়ছে তারকাদের সংসার।

সম্পর্কের এই ভাঙা-গড়ার খেলায় নিত্যই ডুবে থাকে শোবিজ। আজ এই তারকার বিয়ে তো কাল ওই তারকার ছাড়াছাড়ি! এসব বিচ্ছেদের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে।

সারা বিশ্বেই বিনোদন তারকারা সাধারণ মানুষের আগ্রহের বিষয়। তাদের গান, অভিনয় এবং অন্যান্য কর্মকাণ্ড সাধারণ মানুষকে বিমোহিত করে রাখে। তাদের পেশাদারি কাজগুলো দর্শকদের বিনোদিত করে সারা বছর।

কিন্তু পর্দার ঝলমলে উপস্থিতির এসব তারকার অনেকেরই ব্যক্তিগত জীবন সুখের নয়। দাম্পত্য কলহ, অশান্তি এবং বিচ্ছেদ যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বিনোদন মিডিয়ায়।

বাজ অনুযায়ী ২০২৬-এ দেব–কোয়েল জুটির কামব্যাক হতে পারে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার আর সুরিন্দর ফিল্মস মিলে বড় বাজেটের স...
03/09/2025

বাজ অনুযায়ী ২০২৬-এ দেব–কোয়েল জুটির কামব্যাক হতে পারে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার আর সুরিন্দর ফিল্মস মিলে বড় বাজেটের সিনেমা বানানোর পরিকল্পনা করছেন।

শোনা যাচ্ছে- গল্প শুনে কোয়েল মল্লিকের চরিত্র পছন্দ হয়নি, সে আর আগের মতো চরিত্রে ব্যাক করতে চাচ্ছে না। কিন্তু দেব বার বার অনুরোধ করায়, তিনি শেষবারের মতো ভাবছেন। ফাইনাল ডিসিশন দিলেই অফিসিয়াল ঘোষণা আসতে পারে।

কেমন হবে যদি দেব-কোয়েল জুটি আবার একসঙ্গে কাম ব্যাক করে?

অতীতের জটিলতা, গসিপ, আর টলিপাড়ার কানাঘুষোকে পিছনে ফেলে, তারা একসঙ্গে ধরা দিলেন এক ফ্রেমে। রাজকে ভুলে দুই সুন্দরী ডুবলেন...
03/09/2025

অতীতের জটিলতা, গসিপ, আর টলিপাড়ার কানাঘুষোকে পিছনে ফেলে, তারা একসঙ্গে ধরা দিলেন এক ফ্রেমে। রাজকে ভুলে দুই সুন্দরী ডুবলেন রোমান্সে। মিমির উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল শুভশ্রীর গলায়, এদিকে রাজের স্ত্রীর গালে আনন্দে চুমু খেলেন তার প্রাক্তন।

ঘটনাটি ঘটেছে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। মেকআপ ভ্যানে তোলা একটি রিল ইতোমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে শুভশ্রীকে বলতে শোনা গেছে, ‘বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের আছে মিমি।

শুভশ্রীর মন্তব্যের পর মিমি আবার আবেগপ্রবণ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে অভিনেত্রীর গালে চুমু খান।

এই দৃশ্য দেখে অবাক নেটপাড়া। ভিডিওটি দেখে অনেকে মন্তব্য করেছেন, একটা সময়ে রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট, আর আজ প্রাক্তন প্রেমিকের স্ত্রী শুভশ্রীর সঙ্গে এমন রসায়ন?

পরী 🦋🦋
02/09/2025

পরী 🦋🦋

নতুন রূপে নতুন সাজে অপু বিশ্বাস || তাকে দেখতে সত্যি অসাধারণ লাগছে ❤️❤️
31/08/2025

নতুন রূপে নতুন সাজে অপু বিশ্বাস || তাকে দেখতে সত্যি অসাধারণ লাগছে ❤️❤️

বুবলি এবং ছেলে বীর এর সঙ্গে যুক্তরাষ্ট্রে আবারো ঘুরতে দেখা গেলো শাকিব খানকে ||
31/08/2025

বুবলি এবং ছেলে বীর এর সঙ্গে যুক্তরাষ্ট্রে আবারো ঘুরতে দেখা গেলো শাকিব খানকে ||

দেব - রুক্মিনীর সঙ্গে শ্রাবন্তী ❤️❤️
30/08/2025

দেব - রুক্মিনীর সঙ্গে শ্রাবন্তী ❤️❤️

‘দুই বাচ্চার মা’ বলে দেবের মন্তব্য, ধুয়ে দিলেন শুভশ্রী।‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হতো, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা...
29/08/2025

‘দুই বাচ্চার মা’ বলে দেবের মন্তব্য, ধুয়ে দিলেন শুভশ্রী।

‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হতো, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন দেব? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রশ্নে নায়ক জানিয়েছিলেন, শুভশ্রী ইতোমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তার মুখের ইনোসেন্স, সারল্য হারিয়ে গেছে; তাই নায়িকাকে নিলেও কোনো পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।

যদিও নায়কের এই মন্তব্য ঘিরে বাঁধে বিতর্ক। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন শুভশ্রী, নায়ককে দিলেন পাল্টা জবাব।

এই সময়ে ধূমকেতু হলে নায়িকা হিসেবে শুভশ্রীকে বেছে নিতেন না দেব- এসব কথা শুনে অবাক হন শুভশ্রী গাঙ্গুলী। খানিকটা ক্ষুব্ধ হয়ে নায়িকা বলেন, ‘কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই।

আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মান সূচক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না।’

তারপরই নায়িকার থেকে জানতে চাওয়া হয় আবার কী 'দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে? এই প্রশ্নে নায়িকা বেশ কড়া ভাবেই বলেন, ‘বাবা, আমি এইসব জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।

টলিউডের নায়িকাদের বয়স যেন শুধু সংখ্যা, পর্দায় তারা এখনও সমান মোহময়ী।সময়ের সাথে অনেকেই আরও গ্ল্যামারাস ও আত্মবিশ্বাস...
28/08/2025

টলিউডের নায়িকাদের বয়স যেন শুধু সংখ্যা, পর্দায় তারা এখনও সমান মোহময়ী।
সময়ের সাথে অনেকেই আরও গ্ল্যামারাস ও আত্মবিশ্বাসী হয়েছেন।

তাদের সৌন্দর্য ও অভিনয় প্রমাণ করে—বয়স নয়, প্রতিভাই আসল পরিচয়।

কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো তৌহিদ আফ্রিদির, এমনটাই জানালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটরের বন্ধু রাহী। একটি বেসরক...
28/08/2025

কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো তৌহিদ আফ্রিদির, এমনটাই জানালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটরের বন্ধু রাহী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাহী বলেন, ‘আমি শুনেছি পায়েল আপুর সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিলো। আমি অনেক আগেই এটা শুনেছিলাম এটুকুই।

Address

Bogura
5801

Alerts

Be the first to know and let us send you an email when News Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Media:

Share