Mkks Diary

Mkks Diary হৃদয়ে দেশের ছোঁয়া

এমন অস্তিত্ব সংকট নিয়ে কোথায় যাবো আমি?আমি সেই কয়েদি, যার পালাতে গিয়ে মনে পড়ে_আমার জন্য কেউ অপেক্ষা করে নেই !!
30/05/2025

এমন অস্তিত্ব সংকট নিয়ে কোথায় যাবো আমি?
আমি সেই কয়েদি, যার পালাতে গিয়ে মনে পড়ে_
আমার জন্য কেউ অপেক্ষা করে নেই !!

একটা দৃশ্যমান চূড়ান্ত আত্মহত্যার চিঠি লেখার আগে মানুষ বহুবার মনে মনে আত্মহত্যার চিঠি লিখে ফেলে, হুট করে কেউ পৃথিবীকে বলে...
24/05/2025

একটা দৃশ্যমান চূড়ান্ত আত্মহত্যার চিঠি লেখার আগে মানুষ বহুবার মনে মনে আত্মহত্যার চিঠি লিখে ফেলে, হুট করে কেউ পৃথিবীকে বলে না 'বিদায়'

জন্মের ছয়-সাত বছর পর যে ছেলেটা হঠাৎ করে জানতে পারে, তার জন্ম একটা অবৈধ জন্ম! তার জন্মের আগেই তার মাকে ছেড়ে গেছে তার বাবা, অস্বীকার করেছে তার জন্মের বৈধতাকে! রাগে, দুঃখে, লজ্জায় সে সময় সে ছেলেটা মগজে লম্বা একটা আত্মহত্যার চিঠি লিখেছে! শেষমেশ তার আত্মহত্যাটা করা হয়নি মায়ের কথা ভেবে! কেন মরবে সে? মা তো তাকে অনাদরে ছুড়ে ফেলেনি ডাস্টবিনে, কুকুর-বেড়ালের খাবার হতে! মা তো তাকে পৃথিবী দেখিয়েছে! তার মনে হয়, মা তাকে ভালোবাসে!

বয়স যখন তার কুড়ি, এক ভোরে মা’কে ডাকতে গিয়ে দেখে মা কথা বলে না! মা চলে গেছে সেই দেশে, যে দেশে গেলে আর কেউ ফিরে আসে না! মায়ের জন্যে বেঁচে থাকা ছেলেটা সেদিন আরও একটা খসখসে আত্মহত্যার চিরকুট মাথায় নিয়ে ঘুরে ফিরে!

একটা বেঁচে থাকার কারণ খোঁজে, একটু আশ্রয় চায় পৃথিবীর কাছে! একদিন প্রেম আসে তার হৃদয়ে! সে আশ্রয় খুঁজে পায় শ্যামবর্ণের কোনো এক তরুণীর হাসিতে, চোখের চাহনিতে, গালের টোলে, কপালের টিপে! ছেলেটাও ভালোবাসে খুব!

জীবনের সমস্ত ব্যর্থতা, সমস্ত পরাজয়, অবসাদ, দুঃখ-কষ্ট ছেলেটা ভুলে থাকে ওই তরুণীকে জয় করার আনন্দে! সময় যত গড়ায়, তত বিশ্বাসের সেতুটা আরও পোক্ত হয়, ভালোবাসা গভীর হয়!

আচমকা একদিন সে বিশ্বাসের ঘরও তার পুড়ে যায়! প্রেমিকা নয়কে ছয় বানিয়ে অন্য কারো বুকে পাড়ি জমায়! জটিল একটা অঙ্ক কষতে বসে ছেলেটা! হিসাব শেষে যখন দেখে, পৃথিবীর কেউ তাকে ভালোবাসেনি, ভালোবাসার ভান করেছে, করুণা করেছে, কপাল দোষ বলে মেনে নিয়েছে, তখন সে চূড়ান্তভাবে আত্মহত্যার চিঠিটা লিখে ফেলে! পৃথিবীকে বলে ‘বিদায়‘

সুনয়না;
আমি এমন অসংখ্য আত্মহত্যার চিঠি মনে মনে লিখে আবার ছিঁড়ে ফেলে এসেছি! আমার জীবনেও আছে বহু পরাজয়, বহু ব্যর্থতা, বহু অপ্রাপ্তি! আমিও পেয়েছি পৃথিবী হতে বিপুল তাচ্ছিল্য! আমি ক্লান্ত প্রাণ এক— অবশেষে আমি তোমার কাছে এসেছিলাম আশ্রয়ের জন্য! আমাকে তুমি করুণা নয়, সত্যি সত্যি ভালোবাসো বলেই আমি বিশ্বাস করেছিলাম! পৃথিবী আমায় ঘৃণা করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না! তুমি আমায় ঘৃণা করবে না, তুমি শুধু আমার বিশ্বাস ভেঙে দিবেনা! এতটুকু আত্মবিশ্বাস ছিল! আমি বড্ড হতাশাগ্রস্ত, আমি বড্ড ইনসিকিউর, আমি বড্ড উন্মাদ, আমি ভীষণ এলোমেলো! যেদিন আমার বিশ্বাস ভেঙে যাবে, সেদিন পরাজিত সোহাগের বেঁচে থাকার মতো আর কোনো উদ্দেশ্য থাকবে না! আমিও লিখে ফেলতে পারি চূড়ান্ত আত্মহত্যার চিঠি, আমিও পৃথিবীকে বলে দিতে পারি ‘বিদায়‘

— Shohag Mkks

সুনয়না;পৃথিবীর এত ধ্বংসযজ্ঞের মাঝেও আমি তোমাকে নির্লজ্জের মতো ভালোবাসি!
21/05/2025

সুনয়না;
পৃথিবীর এত ধ্বংসযজ্ঞের মাঝেও আমি তোমাকে নির্লজ্জের মতো ভালোবাসি!

সুনয়না;নিজের পরিবারের ভালোবাসাই পেলাম না!আর, তুমি তো অন্যের মেয়ে! শুধু শুধু কেন আমায় ভালোবাসবে !!আমি একা থাকি বলে অনেকে...
14/05/2025

সুনয়না;
নিজের পরিবারের ভালোবাসাই পেলাম না!
আর, তুমি তো অন্যের মেয়ে! শুধু শুধু কেন আমায় ভালোবাসবে !!

আমি একা থাকি বলে অনেকেই অনেক রকম সমালোচনা করে!
জাবালে নূর (হেরা গুহা) দেখতে এসে মনে হলো, দয়ার নবী মোহাম্মদ (স:) কেন নিভৃতে-নির্জনে এই পাহাড়ে সময় কাটাতেন!

জীবন সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হলে অবশ্যই তোমাকে একা থাকতে হবে, তুমি যতো লোকালয়ের কোলাহল থেকে দূরে সরে যাবে সৃষ্টিকর্তা ততই তোমার সন্নিকটে পৌঁছাবে!

-Shohag Mkks

সুনয়না;আমরা ভুলটা কোথায় করি জানো?আমরা নিজেরাই নিজেদের চোখ বন্ধ করে রাখি, চোখ খুলে শেষটা দেখার চেষ্টা করি না! আমরা মানতে...
12/05/2025

সুনয়না;
আমরা ভুলটা কোথায় করি জানো?
আমরা নিজেরাই নিজেদের চোখ বন্ধ করে রাখি, চোখ খুলে শেষটা দেখার চেষ্টা করি না! আমরা মানতেই চাই না যে, মানুষ যেহেতু বদলায়, আমিও বদলাই, তুমিও বদলাও!

আমরা মানতেই চাই না, কিছু মানুষ শুরু থেকেই আমাদের জীবনে সত্যিকারের অনুভূতি নিয়ে আসে না! তারা একদিন চলে যাবেই, সেটা হোক আজ, অথবা কাল! কেবল যাওয়ার আগে রেখে যাবে রক্তাক্ত দগদগে একটা ক্ষত!

হ্যাঁ, তারা একসময় দারুণ ছিল! ওদের অনুভবও ছিল অন্যরকম দারুন! কিন্তু যেহেতু তারা কখনো সত্যি সত্যি নিজেদের কাছে, নিজেদের প্রতিজ্ঞার কাছে সৎ ছিল না, তাই তারা সময়ের সাথে সাথে বদলায় এবং তাদের ভেতর থেকে বারণ আসে—"না, এ পথে আর নয়"

তখন তারা বাহানা খোঁজে এবং চলে যায়—ব্যথা দিয়ে হোক বা নীরবে—ফারাক খুব একটা পড়ে না!

আরেকটা ভুল কী করি জানো, সুনয়না?
আমরা সেই মানুষটার বদলে যাবার পরের রূপকে বিচার করি তার পুরোনো স্মৃতির আলো দিয়ে!
আমরা নিজেরাই অজুহাত খুঁজি এই মর্মান্তিক শেষটাতে একটু রঙ দিতে, আর কিছুই ঠিক নেই বুঝার পরও তাকে আটকানোর শেষ চেষ্টা করতে থাকি —এর কারণ শুধুমাত্র একটাই, শুরুটা যে ছিল ভীষণ মধুর!

আমরা ভেঙে পড়া গল্পটার এক নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি—যেখানে সে ভালো ছিল, কাছের ছিল, আপন ছিল, তার চোখে মহব্বত ছিল, প্রেম ছিল আর ছিল অকৃত্রিম মমতা!

ওইখানে দাঁড়িয়ে থেকে আফসোস করতে করতে তারপর প্রশ্ন করি—“কেন এমন হলো? সে এমন করলো কেন? আমি কি এমনটা পাওয়ার যোগ্য ছিলাম?”

—Shohag Mkks

আপনার বেশিরভাগ দুঃখ আপনি পান , আপনার মনের মধ্যে গড়ে তোলা  ইমাজিনারি সম্পর্কের প্রত্যাশা থেকে!আপনি ভাবা শুরু করেন  , এই ...
09/05/2025

আপনার বেশিরভাগ দুঃখ আপনি পান , আপনার মনের মধ্যে গড়ে তোলা ইমাজিনারি সম্পর্কের প্রত্যাশা থেকে!

আপনি ভাবা শুরু করেন , এই এই মানুষের সাথে আপনি এই এই রকমের সম্পর্কে জড়িত! সে সব সম্পর্ক বিষয়ক আপনার একটা প্রি অকুপাইড আইডিয়া আছে! একটা ছক আছে ! সে অনুযায়ী সমস্ত সম্পর্ক থেকে আপনার একধরনের প্রত্যাশা তৈরি হয়!
বেশিরভাগ সময়ই সে সব প্রত্যাশা পুরন হয়না ।

আমাদের দুঃখ আসলে, শেষ পর্যন্ত আমরা নিজেরাই তৈরি করি!

আমাদের বিরহ, আমাদের বিচ্ছেদ, বন্ধুত্ব ভাঙা বিষয়ক সমস্ত স্ট্রেস এবং দুঃখ আসলে , আমাদের নিজেদেরই বানানো একটা গল্প পূর্ণ না হওয়ার দুঃখ!

বড় একটা মানুষ যে আসলে একটা একলা প্রাণী,
তার যে শেষ পর্যন্ত আসলে কেউ নাই,
এই সহজ সত্যটাই আমরা শিখতে পারলাম না !

- Shohag Mkks

তোমায় দেখে নয়ন আমার— হৃদয় কেন কাঁপে?
08/05/2025

তোমায় দেখে নয়ন আমার— হৃদয় কেন কাঁপে?

কিছু বিদায় শব্দহীন হয়, কিছু সম্পর্কের শেষ হয় ব্যাখ্যাহীন! সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেইগুলোই, যা কখনো বলা হয় না, ব্য...
27/04/2025

কিছু বিদায় শব্দহীন হয়, কিছু সম্পর্কের শেষ হয় ব্যাখ্যাহীন! সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেইগুলোই, যা কখনো বলা হয় না, ব্যাখ্যা করা হয় না, শুধু নীরবতার গভীরে হারিয়ে যায়!
হঠাৎ করে নেমে আসা নিস্তব্ধতা, না বলা কথা, উত্তরহীন প্রশ্নগুলো-সবকিছুই রাতের অন্ধকারে আরও তীব্র হয়ে বাজে! আমি শুয়ে থাকি, ভাবতে থাকি, প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি ছুঁয়ে যাওয়া স্মৃতি যেন একটার পর একটা এসে ভিড় করে মনে! আমি খুঁজে ফিরি সেই একটা কারণ, যা সবকিছু বদলে দেয়!
কিন্তু কোনো উত্তর আসে না!

-Shohag Mkks

সুনয়না;এতটা সাধারণ হতে চাই,, যতোটা সাধারণ হলে কবরে ঘাস জন্মাবে, ফুল ফুটবে,,-Shohag Mkks
25/04/2025

সুনয়না;
এতটা সাধারণ হতে চাই,,
যতোটা সাধারণ হলে কবরে ঘাস জন্মাবে, ফুল ফুটবে,,

-Shohag Mkks

গাছ চেনো? ছোট্টো চারাগাছ; ওই গাছ রোপন করলে তাতে জল দিতে হয়, সার দিতে হয়, খুঁটি দিতে হয়, তবেই বড় হয়, বেঁচে থাকে! সম্পর্কও...
21/04/2025

গাছ চেনো? ছোট্টো চারাগাছ; ওই গাছ রোপন করলে তাতে জল দিতে হয়, সার দিতে হয়, খুঁটি দিতে হয়, তবেই বড় হয়, বেঁচে থাকে! সম্পর্কও এমন!

সম্পর্ক বাঁচাতে যোগাযোগ লাগে, গুরুত্ব লাগে, যত্ন লাগে! যোগাযোগহীন, গুরুত্বহীন, যত্নহীন কোন সম্পর্কই টিকে থাকেনা! রঙ হারায়, খসে পড়ে ধীরে ধীরে আস্তর, একটা সময় গিয়ে ধসে যায়!

আমার পাঠানো লম্বা মেসেজের দু একটা রিপলে করে দ্বায় সারার কোন মানে নাই। একট মেসেজ দেওয়ার পর সে মেসেজের রিপলে পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করারও কোন মানে নাই।

তারচেয়ে বলো, তোমার সমস্যা কী? ভালোবাসলে সবটুকু উজাড় করে বাসো! এই গা-ছাড়া রসকষহীন ভান করা ভালোবাসা ভাল্লাগে না! ভাল্লাগে না 'সময় নেই' মিথ্যা মিথ্যা অজুহাত! "সময় নেই" বলতে আসলে কিছু নেই! তুমি দিলেই সময়, না দিলে অজুহাত!

কোথাও যেন পড়েছিলাম "যে তোমাকে সময় দিলো সে তোমাকে তার জীবনের একটা অংশ দিয়ে দিল" আমি তোমাকে আমার জীবনের যে অংশ দিয়েছি সে অংশেকে অবহেলায় জর্জরিত করার অধিকারতো তোমার নাই!

তারচেয়ে লুকোচুরি বাদ দিয়ে একদিন বলো, আমারে তোমার প্রয়োজন নেই! ভনিতা বাদ দিয়ে বলো, আমারে ভালোবাসো না তুমি আর!অপরাধবোধ ভুলে হৃদয়হীনের মতো বলো; তুমি চলে যাও..

চলে যাবো—
কোন উচ্চবাচ্য না করেই চুপচাপ;
লাশ যেমন চলে যায় গোরস্তানের দিকে !!

-Shohag Mkks

হুট করেই সরে আসি না আমি! হুট করেই কারো উপর বিশ্বাসও হারাই ফেলি না! ছিন্ন করি না হুট করেই কারণ ছাড়া কোন সম্পর্ক!আমি সহ্য ...
20/04/2025

হুট করেই সরে আসি না আমি! হুট করেই কারো উপর বিশ্বাসও হারাই ফেলি না! ছিন্ন করি না হুট করেই কারণ ছাড়া কোন সম্পর্ক!

আমি সহ্য করি দিনের পর দিন! আমি ক্ষমা করি বার বার বিশ্বাস ভাঙার পরও! ক্ষমা করার পর দেখি সে পরবর্তীতে আমার বিশ্বাস রাখে কী না! সম্পর্ক ভাঙার আগে আমি হাজারবার সম্পর্ক গড়ার চেষ্টা করি! অসংখ্য অন্যায়, বহু অপরাধ, অবহেলা, অপমান মেনে নিতে নিতে যখন দেখি আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে, তখন আমি সরে আসি আলগোছে!

প্রচন্ড ভালোবাসার মত ক্ষমতা বিধাতা আমাকে দিয়েছেন! আমি ভীষণরকম ভালোবাসতে পারি! ভালোবেসে আগলে রাখতে পারি! প্রয়োজনে সে ভালোবাসা ছুঁড়ে ফেলে দিয়ে সোজাসাপ্টা উঠে চলেও আসতে পারি!

ভালোবাসতে পারাটা অপরাধ না! ভালোবাসা পাওয়ার অযোগ্য কোন ব্যাক্তিকে ভালোবাসাই ভয়াবহ অপরাধ! এই অপরাধের শাস্তি কেবল নিজেকেই পেতে হয়! তাই যত দ্রুত সম্ভব এধরনের পাষাণ হৃদয়ের মানুষের উপর থেকে মায়া কাটিয়ে প্রয়োজনের তাগিদে পশুর সাথে সম্পর্ক গড়ুন!!

কেননা; অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুরই শ্রেয়!

- Shohag Mkks

একটা বৃদ্ধ লোক, একটা দ্রুতগতিতে এগিয়ে আসা ট্রেন, লোকটা ট্রেন কাছে আসা মাত্রই আড়াআড়ি হয়ে শুয়ে পড়লো ট্রেনের সামনে!ব্যাস; জ...
17/04/2025

একটা বৃদ্ধ লোক, একটা দ্রুতগতিতে এগিয়ে আসা ট্রেন, লোকটা ট্রেন কাছে আসা মাত্রই আড়াআড়ি হয়ে শুয়ে পড়লো ট্রেনের সামনে!

ব্যাস; জীবনের সব মোহ মায়ার ইতি টেনে দিয়ে পৃথিবীকে বিদায় বলে দিলেন! লোকটা এই বৃদ্ধ বয়সে কিসের কাছ থেকে পালাতে এমন একটা পথ বেছে নিলেন আমি জানিনা! কীসের ই বা এত দুঃখ তার?

লোকটাকে ঠিক সাহসী বলবো নাকি ভীতু বলবো তাও বুঝতে পারছি না! বার বার শুধু একটা প্রশ্ন মাথায় আসতেছে, কিসের জন্যে বাঁচি আমরা?

লোকটাকে সাহসী বললে নিজেকে আমার ভীতু বলতে হয়! কারণ, লোকটার পৃথিবীকে বিদায় বলার সাহস আছে, আমার নেই!

অথচ আমিও লোকটার মত পালাতে চাই জীবন থেকে, পৃথিবী থেকে, প্রতিদিন, প্রতিক্ষন .... Shohag Mkks

Address

Bogura
5850

Alerts

Be the first to know and let us send you an email when Mkks Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mkks Diary:

Share