04/07/2025
📌 #জুমা _রিমাইন্ডার
সূরাহ কাহাফ,এস্তেগফার, দরুদপাঠ, মিসওয়াক, সাধ্য মতো সাদকাহ।
এক বসাতে সূরাহ কাহাফ পড়তে না পারলে,অল্প অল্প করে পড়ুন।ভাগ ভাগ করে নিন, এশার পর ৩০ আয়াত,ফজরের পর ৩০ আয়াত,জোহরের পর ৩০,আসের পর ২০ আয়াত।
♦️হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, নবী (সাঃ) বলেন, “যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহ্ফ পাঠ করবে তার জন্য দুই জুমআর মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে।”(নাসাঈ, সুনান, বায়হাকী,হাকেম, মুস্তাদরাক, সহিহ তারগিব ৭৩৫ নং)
♦️রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তা‘আলা তার উপর দশটি রহমত নাযিল করবেন, তার দশটি গুনাহ মাফ করবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন।
(সুনানে নাসাঈ, ইফাঃ হাদিস নং ১৩০০
মুসতাদরাকে হাকেম হাদীস নং-২০৫৬)
ছোট দুরুদ:
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ
উচ্চারণঃ আল্লা-হুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহা’ম্মাদ।