Hasna Hena

Hasna Hena দ্বীনের পথে কাজ করা।

04/07/2025

📌 #জুমা _রিমাইন্ডার

সূরাহ কাহাফ,এস্তেগফার, দরুদপাঠ, মিসওয়াক, সাধ্য মতো সাদকাহ।

এক বসাতে সূরাহ কাহাফ পড়তে না পারলে,অল্প অল্প করে পড়ুন।ভাগ ভাগ করে নিন, এশার পর ৩০ আয়াত,ফজরের পর ৩০ আয়াত,জোহরের পর ৩০,আসের পর ২০ আয়াত।

♦️হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, নবী (সাঃ) বলেন, “যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহ্ফ পাঠ করবে তার জন্য দুই জুমআর মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে।”(নাসাঈ, সুনান, বায়হাকী,হাকেম, মুস্তাদরাক, সহিহ তারগিব ৭৩৫ নং)

♦️রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তা‘আলা তার উপর দশটি রহমত নাযিল করবেন, তার দশটি গুনাহ মাফ করবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন।
(সুনানে নাসাঈ, ইফাঃ হাদিস নং ১৩০০
মুসতাদরাকে হাকেম হাদীস নং-২০৫৬)

ছোট দুরুদ:
‎اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ
উচ্চারণঃ আল্লা-হুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহা’ম্মাদ।

15/11/2024

জুম'আর দিনে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত নিজের চাওয়া পাওয়াগুলো রবের কাছে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ। এই সময়ে কতো গাফেল ঘুম আর খেলার দুনিয়ার মেতে থাকে, কতো প্রেমিক তার প্রেমিকার সাথে হারামের রাজ্যে ডুবে থাকে। এই ঘুম থেকে সে জেগে উঠবে কিনা এই খেলায় সে জিতবে কিনা, এই প্রেম চিরস্থায়ী হবে কিনা তার কোন গ্যারান্টি নেই। কিন্তু আপনার চাওয়া পাওয়া গুলো যে কবুল হবে, দুঃখ-যাতনাগুলো যে দূর হবে রয়েছে তার গ্যারান্টি।

রাসুল (ﷺ) বলেন — “জুম’আর দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, তা-ই তাকে দেওয়া হয়। আর এ সময়টি হল জুম’আর দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, একটি সময়।” [আবু দাউদ : ১০৪৮]

তাহলে দেরি কিসের....
Dawah

29/09/2024

হাজার হাজার হাজত পূরণের জন্য দুরুদ এবং ইস্তেগফারই যথেষ্ট। যে ব্যক্তি এই দুটি জিনিস দ্বারা জবানকে সুসজ্জিত করবে, সে কখনোই পেরেশান হবে না ইনশাআল্লাহ।

কপি : Rukaiya Mabrura

30/08/2024

📌জুমার রিমাইন্ডার
সূরাহ কাহাফ,দরুদপাঠ ১০০০ বার,
এস্তেগফার ১০০০ বার,সাধ্যমত সাদকাহ করা....☘️

28/08/2024

দু'আ করতে ইচ্ছে করলে দু'আ করুন।
দু'আ করতে ইচ্ছে না করলে আরো বেশি করে দু'আ করুন। দু'আকে বানিয়ে নিন নিঃশ্বাসের মতো। দু'আ কবুলের সময়গুলো তালাশ করে করে দু'আ করুন। সারাদিন দুরুদ, ইস্তেগফার করে আল্লাহকে নিজের হালতের কথা বিড়বিড় করে বলতে থাকুন। দু'একদিনে হয়তো তেমন কোনো পরিবর্তন চোখে পড়বে না।
কিন্তু একটা সময় গিয়ে দেখবেন, এই দু'আই আপনার জীবনটাকে মিরাকুলাসলি পরিবর্তন করে দিয়েছে....... (সংগৃহীত)

20/08/2024

প্রতিবেশিকে রান্না করা তরকারি হাদিয়া পাঠানো সুন্নত।
সুন্নতের নিয়তে পাঠিয়েছি কখনো?

(সহীহ মুসলিম ২৬২৪)

"আল্লাহ'র কসম! আমি নবীজি (ﷺ) এর উপর দুরুদ পাঠ করে আল্লাহ'র কাছে হাজত পূরণের জন্য প্রার্থনা করি, দিনের সূর্য অস্ত যাওয়ার ...
15/08/2024

"আল্লাহ'র কসম! আমি নবীজি (ﷺ) এর উপর দুরুদ পাঠ করে আল্লাহ'র কাছে হাজত পূরণের জন্য প্রার্থনা করি, দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই আল্লাহ'র রহমতে আমার উদ্দেশ্য পূরণ হতে শুরু করে......"

খেয়াল করেছেন?
সূর্য অস্ত হওয়ার আগেই হাজত পূরণ হয়ে যাচ্ছে...... আল্লহু আকবার।
তাহলে আপনি কেন এই বরকতময় সুযোগ হেলায় হারিয়ে ফেলছেন বলুন তো?

এবার নসীহতগুলো মন দিয়ে শুনুন:

বাইতুল্লাহ'র মুসাফির হতে চান? দুরুদ পড়ুন।
মেহমান হতে চান মাদীনার? দরুদ পড়ুন।
বাকিতে দাফন হতে চান? দরুদ পড়ুন।
অবিবাহিত? কল্যাণকর বিবাহ ত্বরান্বিত হওয়ার জন্য দরুদ পড়ুন।
শ্বশুরবাড়িতে ঝামেলা? দরুদ পড়ুন।
রিজিকে বারাকাহ নেই? দরুদ পড়ুন।
স্বামী মুহাব্বাত করছে না? দরুদ পড়ুন।
মন খারাপ? দুরুদ পড়ুন।
তরমুজ খেতে চান? দরুদ পড়ুন।
চূড়ি লাগবে? দরুদ পড়ুন।
ফুচকা, বিরিয়ানি খেতে চান? দরুদ পড়ুন।
আতর চাই? দরুদ পড়ুন।

আপনার জীবনে যা কিছুর-ই অভাব তার জন্যেই দরুদ পড়ুন। কী কী লাগবে মুখ দিয়ে প্রকাশও করতে হবে না। শুধু দুরুদ পড়ে যান। দু'আ সমূহ অটো কবুল হতে থাকবে ইনশাআল্লাহ।

অন্তর সমূহের খবর আপনার রব ব্যতিত অধিক আর কে জানেন?
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ
✍️মুহাব্বাতে মুস্তাফা ﷺ

"কেউ যদি খালেস মনে আয়াতুল কুরসি পড়ে, তাহলে জিন শয়তান পালিয়ে যাবে।"— শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রহ.)[মাজমুঊ আল-ফাতাওয়া...
14/08/2024

"কেউ যদি খালেস মনে আয়াতুল কুরসি পড়ে, তাহলে জিন শয়তান পালিয়ে যাবে।"

— শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রহ.)
[মাজমুঊ আল-ফাতাওয়া, ১৯/৫৫]

14/08/2024

দুরুদ কীভাবে হাজত পূরণ করে ইন্সট্যান্ট
প্রমাণ দেই—
জোহরে ওজু করতে গিয়ে চশমাটা হাত থেকে পড়ে দুই টুকরো হয়ে গেছে। হাতড়ে হাতড়ে কুড়িয়ে এনে অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল আমার। কারণ এই মুহূর্তে সর্বসাকুল্যে একশ সাতাশ টাকার মালিক আমি, সেখানে পুনরায় নতুন চশমা বানাতে গেলে নুন্যতম পনেরোশ টাকার প্রয়োজন। কীভাবে ইন্তেজাম করব বুঝতে পারছিলাম না। আবার এদিকে চশমা ছাড়া থাকাও সম্ভব না।
জোহর পড়ে দুরুদ পড়া শুরু করলাম। এক হাজার বার পড়ে একটু কাকুতি মিনতি করে দু'আ করতে লাগলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার রিজিকে বরকত দিন, হালালভাবে ইন্তেজাম করে দিন, ঈদের কিচ্ছু কিনিনি সেই চাপ মাথায় কিন্তু এই চশমা না হলে আমার তো কোনো উপায় নেই আল্লাহ, আপনি তাড়াতাড়ি ইন্তেজাম করে দিন।
আমি তখনো দু'আ করছিলাম।
এর মধ্যেই আমার ফোন এল। পরিচিত এক বোনের কল।
গতবছর তাদের ব্যবসায় আমি এবং আমার সিরাত টিম কিছু টাকা ইনভেস্ট করেছিলাম। যে টাকার হিসাব এই এক বছরে তারা দেয়নি৷ বারবার বাহানা বানাচ্ছিল যে ব্যবসায় লস যাচ্ছে এই সেই।
যাইহোক আলহামদুলিল্লাহ, আমাকে অবাক করে দিয়ে উনি জানালেন বিকেলে বা সন্ধ্যায় আমাদের লভ্যাংশ পাঠাবেন এবং এই সপ্তাহের মধ্যেই মূল পুঁজিও ফেরত দিবেন। আল্লাহু আকবার কাবির......
আমার দরকার ছিল পনেরোশ টাকা।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পনেরো হাজারের ইন্তেজাম করে দিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা নিশ্চয়ই উত্তম অভিভাবক এবং বান্দার জন্যে যথেষ্ট।

✍️Rukaiya Mabrura

13/08/2024

প‌রিক্ষীত আমল

সূরা কাওসার এর অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ।
তাই আমরা দু‌নিয়া‌বি যেকোন কল‌্যান সাধ‌নের জন‌্য সূরা কাওসা‌রের আমল কর‌তে পা‌রি।
আমলটি হলো -
"প্রত্যেক ওয়‌াক্ত সলা‌ত শে‌ষে কিংব‌া উত্তমভা‌বে ওযু ক‌রে ২ র‌াকাত সলাত আদা‌য়ের পর খুবই আন্ত‌রিকতার সঙ্গে আ‌গে ই‌স্তেগফার কর‌ে এরপর যেকোন বি‌জোড় সংখ‌্যায় যেকোন দূরুদ শরীফ পাঠ ক‌রতে হ‌বে। দূরু‌দে ইব্রা‌হিম হ‌লে ভা‌লো হয় কিংবা যেকোন ছোট দূরুদ পাঠ কর‌লেও হ‌বে। এরপর যেকোন বি‌জোড় সংখ‌্যায় সূরা কাওসার তিলাওয়াত কর‌তে হবে, এমনভা‌বে তিলাওয়াত কর‌তে হ‌বে যা‌তে আশপা‌শের কোন কিছুই নজ‌রে না আ‌সে, কা‌রো উপ‌স্থি‌তি যেন আমলে ব‌্যাঘাত ঘটা‌তে না পা‌রে সে জন‌্য একা‌কি নির্জণে হ‌লে ভা‌লো হ‌বে। সূরা কাওসার তিলাওয়া‌তের পর আবারও বি‌জোড় সংখ‌্যায় দূরুদ শরীফ পাঠ কর‌তে হ‌বে।"

এরপর খুবই আন্তরিকতার সঙ্গে আল্লাহর কা‌ছে হালাল চাওয়া চাই‌তে হ‌বে। ঋণ মু‌ক্তির জন‌্য, হালাল রি‌জিক বৃ‌দ্ধির জন‌্য, কোন বিপদ দূর করার জন‌্য, কোন পে‌রেশা‌নি থে‌কে মুক্তির জন‌্য ইত‌্যা‌দি যেকোন হালাল চাওয়ার জন‌্য এ আমলটা খুব খুব কার্যকরী এবং প‌রিক্ষীত আ‌মল আলহামদুলিল্লাহ্।
বি‌শেষ ক‌রে রি‌জিক বৃ‌দ্ধির জন‌্য এ আমলটা অ‌নেক বে‌শি ফলপ্রসূ।

আ‌মি নি‌জেই এ আমল ক‌রে‌ছি।
আলহামদুলিল্লাহ্ আ‌মি তার চাক্ষুস প্রমাণও পে‌য়ে‌ছি,
ছুম্মা আলহামদুলিল্লাহ্।

এ আমল ক‌রে আ‌মি এমন কিছু পে‌য়ে‌ছি যা আমার কল্পনায়ও ছিল না। আলহামদুলিল্লাহ অকল্পনীয় স্থান থে‌কে আল্লাহ আম‌াকে রি‌জিক দিয়ে‌ছেন, অকল্প‌নীয়ভা‌বে আমার রি‌জিক বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন, আলহামদুলিল্লাহ যার শুক‌রিয়া আদায় করে শেষ করা যা‌বে না।

✍️Rabeka Halim Jinia

11/08/2024

বিবাহও রিজিকের অন্তর্ভুক্ত, চাকরিও রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক বৃদ্ধির জন্য কুরআনে বর্ণিত আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে গুণাহের জন্য ক্ষমা চাওয়া। মনে মনে অনুতপ্ত হওয়া আর মুখে আস্তাগফিরুল্ল-হ বলা।

ক্ষমা চাওয়ার জন্য দু'আ ইউনুসও পড়া যায়।

বরকত লাভের আমল হলো প্রতিদিন সুরা বাকারাহ তিলাওয়াত করা।
এটি যেহেতু বড় সুরা তাই প্রতি ওয়াক্তে দশ পৃষ্ঠা করে তিলাওয়াত করা যায়। যদি একেবারেই পড়ার সুযোগ না পাওয়া যায় তাহলে মনোযোগ দিয়ে সুরা বাকারার তিলাওয়াত শোনা। তবে শোনার সময় অন্য কোনো কাজে ব্যস্ত হওয়া যাবে না।

✍️Binte A Ahmad Chy

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasna Hena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasna Hena:

Share