26/02/2025
বগুড়া জেলা আদমদীঘি থানা কুন্দগ্রাম ইউনিয়ন ছাতুয়া গ্রামের সাবেক মেম্বার মরহুম মমতাজুর রহমান এর বড় ছেলে মোঃ আব্দুস সামাদ মন্ডল (অবসরপ্রাপ্ত সাইন্স শিক্ষক কুন্দগ্রাম হাই স্কুল)। তিনি ২৫.২.২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার নিজ বাসায় ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি খণ্ডকালীন সময় বিগ্রাম স্কুল,ভান্ডারগ্রাম স্কুল, ও দীর্ঘদিন কুন্দগ্রাম হাই স্কুলের শিক্ষকতা ও কুমড়াপাড়া জামে মসজিদের ইমামতি পেশার সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন মরহুম আল্লামা হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খন্দকার দা:বা:(নিমাইদিঘি) তিনার সহবতে ছিলেন। ব্যক্তি জীবনে তিনি সহজ সরলতা পছন্দ করতেন, কিন্তু বাতিলের বিরুদ্ধে তিনি সোচ্চার প্রতিবাদী ও কঠিন ছিলেন। তিনার ওঠাবসা চলাফেরা কথাবার্তায় কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমি ছেলে হিসাবে তিনার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আল্লাহতালা ক্ষমাশীলতাকে বড় ভালোবাসেন।তিনার জন্য সকলে অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তিনাকে বেহেস্তের উচ্চ মাকাম দান করেন, আমিন।