06/09/2025
বগুড়ায় নবজাগরণ যুব সংঘ পরিদর্শন করল আঞ্চলিক যুব উন্নয়ন অধিদপ্তর
বগুড়া, ৬ সেপ্টেম্বর: যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে আজ বগুড়া আঞ্চলিক যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একটি পরিদর্শক দল পলাশবাড়ী উত্তর পাড়া নবজাগরণ যুব সংঘ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া আঞ্চলিক অফিসের সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব মোঃ তোসাদ্দেক হোসেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব মোঃ গোলাম রব্বানী এবং বগুড়া সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার বৃন্দ। এছাড়াও নবজাগরণ যুব সংঘের সভাপতি মোঃ রাইসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ লুৎফর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় ডেপুটি ডিরেক্টর মোঃ তোসাদ্দেক হোসেন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যাচাই-বাছাই করে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সরকারিভাবে সংগঠনটিকে নিবন্ধনের জন্য সম্মতি প্রদান করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, ডেপুটি ডিরেক্টর সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে দ্রুত যুব ট্রেইনিং কর্মসূচি গ্রহণের নির্দেশনা প্রদান করেন, যা এলাকার যুবসমাজের উন্নয়নে সহায়ক হবে।