বগুড়া - বাংলাদেশ

বগুড়া - বাংলাদেশ 🏞 বগুড়া, বাংলাদেশ |
📍 উত্তরবঙ্গের হৃদয়
🎯 ভ্রমণ • সংস্কৃতি • ঐতিহ্য • ইতিহাস
📸 ঘুরে দেখুন মহাস্থানগড়।

বগুড়া উত্তরবঙ্গের একটি শিল্প ও বাণিজ্যিক শহর। এটি রাজশাহী বিভাগ এর অন্তর্গত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়; মূলতঃ ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বগুড়া হয়ে যেতে হয় বলে এমনটি বলা হয়। বগুড়া শহরের আয়তন ২৬.৮৬ বর্গকিলোমিটার, যা ২১ টি ওয়ার্ড নিয়ে গঠিত। বগুড়া শহরে "শহীদ চান্দু" নামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে; এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (সরকারি

) শহর থেকে সামান্য দুরেই অবস্থিত। বগুড়া দইয়ের জন্য খুব বিখ্যাত। বগুড়া শহরে থেকে ১১ কিঃমিঃ উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সেসময় পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল।

28/07/2025

তবে কি রাজশাহীর ছোয়া পেতে যাচ্ছে বগুড়া ❤️❤️

সরকারের এপ্রুভাল পেলে পরিকল্পনায় রয়েছে প্রায় ১২০০ কোটি টাকার একটি মেগা প্রযেক্ট , যাতে করতোয়ার পাড়ের এই সৌন্দর্য পৌঁছে যাবে মাটিডালি থেকে বনানী পর্যন্ত❤️

রাজশাহীর পদ্মার পাড়ের মতো এখন বগুড়াতেও গড়ে উঠছে নদীকেন্দ্রিক এক দৃষ্টিনন্দন Urban Beauty Zone!
আপনারা যে জায়গাটা দেখছেন – এটা বগুড়ার করতোয়া নদীর পাড়, জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই – প্রায় ৭৫০ মিটার জুড়ে আধুনিকভাবে সাজানো হচ্ছে এই Riverside Walkway

#বগুড়া #বগুড়ারগর্ব #করতোয়ারনতুনরূপ

26/07/2025

বগুড়ায় চলে এলো ইউনিক কিছু ফুসকা ❤️❤️

সবাইকে মিরপুরের ধানক্ষেতের পিচে না হারিয়ে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে এনে হারান✌️আপনারা কি একমত?
22/07/2025

সবাইকে মিরপুরের ধানক্ষেতের পিচে না হারিয়ে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে এনে হারান✌️

আপনারা কি একমত?

22/07/2025

পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ 🥰

অভিনন্দন বাংলাদেশ 🏏

আমার গভীর ভাবে শোকাহত 😪নিহতদের পরিবারের সবাইকে ধর্য্য ধরার তৌফিক দান করুন আমিন🤲
21/07/2025

আমার গভীর ভাবে শোকাহত 😪
নিহতদের পরিবারের সবাইকে ধর্য্য ধরার তৌফিক দান করুন আমিন🤲

21/07/2025

#ইন্না-লিল্লাহ

রাজধানীর মাইলেস্টন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা, কলেজ ক্যাম্পাসে ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়েছে.....আল্লাহ হেফাজত করুন।

অনুভুতির এক অন্যরকম স্থান, গুনী এবং মেধাবীদের স্বর্গরাজ্য, আমাদের সবার প্রিয়  #বগুড়া  #সরকারি  #আজিজুল  #হক  #কলেজ❤️❤️
18/07/2025

অনুভুতির এক অন্যরকম স্থান, গুনী এবং মেধাবীদের স্বর্গরাজ্য, আমাদের সবার প্রিয় #বগুড়া #সরকারি #আজিজুল #হক #কলেজ❤️❤️

17/07/2025

বগুড়ায় প্রথম চলে এলো বাহারি রকমের সুস্বাদু সব ফুসকা এবং চটপটি ❤️

বগুড়ায় Bogura Food Corner - BFC এর ভিন্ন রকম আকর্ষণ :
🪹চকলেট ফুসকা বগুড়ায় প্রায় প্রথম❤️
🪹চিকেন+দই ফুসকা ❤️‍🩹বগুড়া তথা বাংলাদেশেই বিরল।
🪹চিকেন ফুসকা বগুড়ায় খুব একটা পাওয়া যায়।
🪹 দই ফুসকা
🪹 রাজকাচুরী
🪹 রেগুলার ফুসকা
🪹ডিম + ঘী+ চিকেন এর স্পেশাল চটপটি বগুড়ায় খুব রেয়ার।
🪹 রেগুলার চটপটি

আপনি কোনটা আগে ট্রাই করবেন 😀😃

Bogura Food Corner - BFC
বিকাল: ৫.৩০ টা - রাত ১০.০ টা পর্যন্ত

লোকেশন: ফুলবাড়ি, বগুড়া সদর, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ সংলগ্ন যাত্রী ছাউনির সামনে।

লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ 🏏অভিনন্দন আমাদের বগুড়ার ছেলে তানজিদ হাসান তামিমকে🥰
16/07/2025

লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ 🏏

অভিনন্দন আমাদের বগুড়ার ছেলে তানজিদ হাসান তামিমকে🥰

16/07/2025

আবেগের ওপর নাম বগুড়া ❤️

শিবগঞ্জ, বগুড়া ❤️

আপনার বাড়ি বগুড়ার কোন উপজেলায়?
16/07/2025

আপনার বাড়ি বগুড়ার কোন উপজেলায়?

🌧️ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম! 🏟️💧যেখানে খেলার উত্তেজনা ও দর্শকের উল্লাস থাকার কথা, সেখানে ...
15/07/2025

🌧️ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম! 🏟️💧

যেখানে খেলার উত্তেজনা ও দর্শকের উল্লাস থাকার কথা, সেখানে এখন শুধুই পানি আর নীরবতা। সামান্য বর্ষণেই যদি এভাবে মাঠ ডুবে যায়, তাহলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন স্বপ্নই থেকে যাবে!

⚠️ ড্রেনেজ সিস্টেমের অবস্থা কতটা নাজুক হলে এমন হয়? ⚠️ রক্ষণাবেক্ষণের অভাবে আন্তর্জাতিক মান হারাচ্ছে এক সময়ের গর্বের এই স্টেডিয়াম। ⚠️ কোটি কোটি টাকা খরচ হলেও মাঠ ব্যবস্থাপনায় নেই কার্যকর কোনো পরিকল্পনা।

👉 প্রশ্ন রয়ে যায় — এর দায়ভার কে নেবে?

এই অবস্থা চলতে থাকলে বগুড়ার ক্রিকেট উন্নয়ন থেমে যাবে। এখনই সময় জবাবদিহি ও স্থায়ী সমাধানের।








#বগুড়ারগর্ব
#বাংলাদেশক্রিকেট

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when বগুড়া - বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share