Bogura Tribune

Bogura Tribune Official page of The Bogura Tribune Welcome to the first complete revered & prestigious magazine of Bogura city 'The Bogura Tribune's Facebook community.

We provide handpicked content for you to share and discuss. Breaking news, top stories, features and blogs. Comment policy:
Bogura Tribune reserves the right to remove any comment posted on its social media or website. We encourage readers to express their opinions and engage in debate. We try to accommodate differing points of view, but we do not tolerate hate speech. Therefore, we please note th

e following guidelines:
• No profanity
• No language that is offensive to any race, religion, ethnicity, gender or nationality
• No personal attacks on other's comments
• No advertising or spam
This policy is subject to update.

19/02/2025
শুভ জন্মদিন বগুড়া ট্রিবিউন কর্ণধার নাভিদ ইবনে সাজিদ নির্জন - Navid Ibne Shazed Nirjon; আলোর পথে পদচারণা অব্যহত থাকুক।
16/02/2025

শুভ জন্মদিন বগুড়া ট্রিবিউন কর্ণধার নাভিদ ইবনে সাজিদ নির্জন - Navid Ibne Shazed Nirjon; আলোর পথে পদচারণা অব্যহত থাকুক।

বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দিয়েছেন ওই জেলার জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। মাঠ প্রশাসনের এ ধরনের অন্তত সাড়ে ...
15/02/2025

বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দিয়েছেন ওই জেলার জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। মাঠ প্রশাসনের এ ধরনের অন্তত সাড়ে ৩০০ প্রস্তাব নিয়ে আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনের ডিসি সম্মেলন। সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বগুড়ার ডিসি বলেছেন, বিদ্যমান আইন অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা অন্তত চার লাখ হতে হবে। বগুড়া পৌরসভার বাসিন্দা রয়েছে সাড়ে চার লাখ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে তিন হাজারজন প্রয়োজন হলেও বগুড়া শহরে আছে পাঁচ হাজার ৮৪৩ জন।

আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। কিন্তু পৌর এলাকার আয়তন ৬৯.৫৬ বর্গকিলোমিটার। বগুড়া শহরটি ব্যবসা প্রধান ও শিল্পসমৃদ্ধ হওয়ায় স্থানীয় আয় পাঁচ কোটি টাকার বেশি। এ ছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে এই পৌরসভার বার্ষিক আয় ৪৬ কোটি টাকার বেশি, যা সিটি করপোরেশন হওয়ার শর্তের ১০ টাকার ন্যূনতম সীমা অতিক্রম করে।

প্রস্তাবিত এলাকায় শিল্পপ্রতিষ্ঠান থাকতে হবে এবং তা বাণিজ্যিক হতে হবে। বগুড়ায় বিসিক শিল্পনগরী রয়েছে। ছোট, মাঝারি ও বড় মিলে প্রায় ২০ হাজার শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত এলাকার ভৌত অবকাঠামো সুবিধাদি থাকতে হবে, যা ভবিষ্যতে সম্প্রসারণযোগ্য। প্রায় এক হাজার ৩৪০ কিলোমিটার রাস্তা, এক হাজার ২১০ কিলোমিটার ড্রেন, একটি বিশ্ববিদ্যালয় কলেজসহ চারটি সরকারি কলেজ, জিয়াউর রহমান মেডিক্যালসহ দুইটি সরকারি হাসপাতাল, ব্যাংক, বীমা, শপিং মল, ফাইভ ও ফোরস্টার হোটেলসহ বিস্মৃত অবকাঠামো রয়েছে, যা সমপ্রসারণযোগ্য।

ডিসির এমন প্রস্তাবে স্থানীয় সরকার বিভাগ ইতিবাচক মতামত দিয়ে বলেছে, বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এসংক্রান্ত সুস্পষ্ট মতামত পাওয়া গেলে স্থানীয় সরকার বিভাগ বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বগুড়া বহু আগেই সিটি করপোরেশন হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার জন্মভূমি হওয়ায় সরকারি কোনো কর্মকর্তা এ নিয়ে প্রস্তাব করার সাহস করেননি। রাজনৈতিকভাবে রোষানলে পড়ার ভয়ে বগুড়ার কোনো রাজনীতিবিদও এ নিয়ে কথা বলেননি। এখন বগুড়ার ডিসির পক্ষ হতে এমন প্রস্তাব আসায় মন্ত্রণালয় বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা অনুমোদন পেলে এটি হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।

11/02/2025

বিশেষ করে বগুড়া অঞ্চলের মজলিশে মাংস দিয়ে আলু ঘাটি খাওয়া দীর্ঘদিনের ঐতিহ্য। কলাপাতায় সাদা ভাতের সাথে মাংস দিয়ে আলু ঘাটি অমৃতসম।

"আমরা যখন দলের কারও অন্যায়ের খবর পাচ্ছি, ব্যবস্থা নিচ্ছি। আমরা অস্বীকার করছি না বা এড়িয়ে যাচ্ছি না। এটাই অন্যদের থেকে বি...
03/02/2025

"আমরা যখন দলের কারও অন্যায়ের খবর পাচ্ছি, ব্যবস্থা নিচ্ছি। আমরা অস্বীকার করছি না বা এড়িয়ে যাচ্ছি না। এটাই অন্যদের থেকে বিএনপির পার্থক্য।”

-তারেক রহমান

বগুড়া বিমানবন্দরে ফ্লাইট চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে।প্রায় দুই যুগ ধরে অযত্নে ও অবহেলায় পড়ে আছে বিএনপি আমলে নির্মিত বগ...
12/01/2025

বগুড়া বিমানবন্দরে ফ্লাইট চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রায় দুই যুগ ধরে অযত্নে ও অবহেলায় পড়ে আছে বিএনপি আমলে নির্মিত বগুড়া বিমানবন্দর। বর্তমানে বিমানবন্দরটি ফের চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিকমানের এই বিমানবন্দর নির্মাণের পর ২৪ বছরেও তা বাণিজ্যিকভাবে চালু হয়নি। ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এমন প্রেক্ষাপটে রাজস্ব আয় ও দেশি-বিদেশি যাত্রীদের সুবিধার্থে বাণিজ্যিকভাবে বিমানবন্দরটি চালু করার উদ্যোগ নেওয়া হয়।

বগুড়া বিমানবন্দরে বাণিজ্যিক বিমানসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিমানবাহিনীর প্রধান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রোববার পরিদর্শন করেন। তিনি জানান, রানওয়ে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় বাজেট পেলে, এক বছরের মধ্যে বগুড়া বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়োজাহাজ সেবা চালু করা সম্ভব। বর্তমানে বিমানবন্দরের রানওয়ে ৪,৭০০ ফুট, যা ছোট বিমান চলাচলের জন্য উপযুক্ত, তবে বড় বিমানের জন্য রানওয়ে কমপক্ষে ৬,০০০ থেকে ১০,০০০ ফুট হওয়া দরকার। বিমানবন্দরটির পূর্ব পাশে পাকা রাস্তা থাকলেও, পশ্চিম পাশে গ্রামবাসীকে পুনর্বাসন করতে হবে।

বগুড়া বিমানবন্দরটি ২০০০ সালে নির্মাণ হলেও গত ২৪ বছর ধরে এখানে বাণিজ্যিক বিমান চলাচল হয়নি। বিমানবাহিনী রানওয়ে সম্প্রসারণের জন্য সরকারকে নতুন প্রস্তাব দেবে, এবং অর্থ প্রাপ্তি সাপেক্ষে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

২০০৮ সালে ‘স্টেলা মেরিস’ নামের জাহাজ ডেনমার্কে রফতানির মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব সভায় জাহাজ রফতানিকারক দেশ হিসেবে পরিচিত ...
17/12/2024

২০০৮ সালে ‘স্টেলা মেরিস’ নামের জাহাজ ডেনমার্কে রফতানির মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব সভায় জাহাজ রফতানিকারক দেশ হিসেবে পরিচিত করেন বাংলাদেশের জাহাজ শিল্পের পথিকৃৎ, বাংলাদেশের শীর্ষ জাহাজনির্মাতা আনন্দ গ্রুপের চেয়ারম্যান, বগুড়ার আলোকিত সন্তান ড. আব্দুল্লাহেল বারী।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন জেড-ফোর্স এর কমান্ডার এবং ভারতীয় সেনাবাহিনী সাথে যৌথবাহিনীর...
15/12/2024

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন জেড-ফোর্স এর কমান্ডার এবং ভারতীয় সেনাবাহিনী সাথে যৌথবাহিনীর একজন কমান্ডার হিসেবে সিলেটে পাকিস্তান সেনাবাহিনীকে আত্মসমর্পন করান।

বগুড়া ট্রিবিউনের পথচলাকে সহজ করতে। বগুড়া ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগ এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন। বিস্তারিত তথ্যের জ...
05/12/2024

বগুড়া ট্রিবিউনের পথচলাকে সহজ করতে। বগুড়া ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগ এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন। বিস্তারিত তথ্যের জন্য বগুড়া ট্রিবিউনের ফেসবুক পেইজে ইনবক্স করুন।

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছেচার বছর আগে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন ...
04/12/2024

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে

চার বছর আগে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন প্রণয়ন হলেও কোনো অগ্রগতি হয়নি। ২০২০ সালের ২৬ জানুয়ারি বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। উত্তরবঙ্গের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে উত্তরবঙ্গের শিক্ষাগত উন্নয়নে বড় পরিবর্তন আসবে। বগুড়াবাসীর প্রাণের দাবি অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে।

18/11/2024

বগুড়ার ঐতিহ্যবাহী : এক রঙা উলের শাল

বাজারমূল্য যদি না কমে, সুপারশপগুলোকে সামনে 'লোকমা অফার' নিয়ে আসতে হবে। পুঁইশাক মাখানো ভাত দুই লোকমা, কই মাছ মাখানো ভাত দ...
10/11/2024

বাজারমূল্য যদি না কমে, সুপারশপগুলোকে সামনে 'লোকমা অফার' নিয়ে আসতে হবে। পুঁইশাক মাখানো ভাত দুই লোকমা, কই মাছ মাখানো ভাত দুই লোকমা আর ডাল মাখানো ভাত দুই লোকমা, কম্বো অফার মাত্র ৩০ টাকায়। দ্রব্যমূল্যের দাম আরেকটু বাড়লে লোকমার বদলে দুই চিমটি তরকারির কম্বো।

Address

Satmatha
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Tribune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bogura Tribune:

Share