02/01/2026
আমি বললাম তোমার দরজায় আর কখনো যাবো না। উত্তরে সে বলে উঠলো আমিও আর কোনদিন তোমার দরজায় যাবো না।
আমাদের মাঝে পার্থক্য হলো-
আমার মুখের উপর সে দরজা ব'ন্ধ করে দিয়েছিল বলে আমি যেতে চাইনি। আর সে নতুন দরজার স'ন্ধা'ন পেয়েছে বলে আর কখনো আমার পু'র'নো দরজার দিকে ফি'রে তাকাতে চায়নি।