মা ও মেয়ে

মা ও মেয়ে সবার দোয়া ও ভালোবাসা কামনা করি .💜
(23)

আমি বললাম তোমার দরজায় আর কখনো যাবো না। উত্তরে সে বলে উঠলো আমিও আর কোনদিন তোমার দরজায় যাবো না। আমাদের মাঝে পার্থক্য হলো...
02/01/2026

আমি বললাম তোমার দরজায় আর কখনো যাবো না। উত্তরে সে বলে উঠলো আমিও আর কোনদিন তোমার দরজায় যাবো না।

আমাদের মাঝে পার্থক্য হলো-
আমার মুখের উপর সে দরজা ব'ন্ধ করে দিয়েছিল বলে আমি যেতে চাইনি। আর সে নতুন দরজার স'ন্ধা'ন পেয়েছে বলে আর কখনো আমার পু'র'নো দরজার দিকে ফি'রে তাকাতে চায়নি।

সকাল বেলা মানেই নতুন শুরু। রাতের নিস্তব্ধতা ভেঙে পাখির ডাক, হালকা রোদের ছোঁয়া আর ঠান্ডা বাতাস মনটাকে শান্ত করে দেয়। এই...
02/01/2026

সকাল বেলা মানেই নতুন শুরু। রাতের নিস্তব্ধতা ভেঙে পাখির ডাক, হালকা রোদের ছোঁয়া আর ঠান্ডা বাতাস মনটাকে শান্ত করে দেয়। এই সময়ে চারপাশটা যেন আরও পরিষ্কার, আরও সতেজ লাগে। মনও থাকে হালকা—নতুন কিছু করার ইচ্ছে জাগে। পড়াশোনা, কাজ বা স্বপ্নের পথে এগোনোর জন্য সকালটাই সবচেয়ে ভালো সময়। সকালের অভ্যাস যেমন হয়, দিনের বাকি সময়টাও অনেকটা তেমনই কাটে। তাই সকালকে সুন্দর করে শুরু করা মানেই পুরো দিনটাকে সুন্দর করে তোলার এক চুপচাপ সুযোগ।

আমাকে চিঠি লিখুন। তবে অবশ্যই চিঠির শেষে নিজের নামটা লিখে দিবেন, যাতে উত্তর দিতে সুবিধা হয় আমার।
02/01/2026

আমাকে চিঠি লিখুন। তবে অবশ্যই চিঠির শেষে নিজের নামটা লিখে দিবেন, যাতে উত্তর দিতে সুবিধা হয় আমার।

ওরে ও কাজল বতী নদী—ঢেউয়ের ব্যথা না দিয়ে তুই, ভালোবাসতি যদি।শাড়ির আঁচলে, চোখের কাজলে হারিয়েছে মন,তোকে ছাড়া ছন্নছাড়া, আমার...
01/01/2026

ওরে ও কাজল বতী নদী—
ঢেউয়ের ব্যথা না দিয়ে তুই, ভালোবাসতি যদি।

শাড়ির আঁচলে, চোখের কাজলে হারিয়েছে মন,
তোকে ছাড়া ছন্নছাড়া, আমার এ জীবন!

ওরে ও হুতুমপেঁচা শোন,
রাত্রি গভীর হলেই যে এই হৃদয় উচাটন!

বল, কেন থাকিস দূরে?
দেখিস না কি, হৃদয় আমার কেমন করে পুড়ে?

তুই আছিস বড় সুখে, আমি মরছি বড় দুখে—
তোকে ছাড়া একলা একা, পাগল হলাম শোকে!

ওরে আমার লক্ষ্মী সোনা পাখি,
তোর বিরহে এমন করে, কেমনে বল আজ থাকি?

অভিমানে গাল ফুলিয়ে থাকিস না আর দূরে—
রাগ করলে ভাল্লাগে না, হই যে ভবঘুরে!

এবার একটু কাছে আয়,
তোরে ছাড়া বেঁচে থাকা, ভীষণ রকম দায়!

মা ও মেয়ে

কখনো কষ্ট আমাদের থামিয়ে দেয়, আবার কখনো একটু বড় হতে শেখায়। সব কষ্টের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না—আর সেটাও ঠিক আছে। ধীর...
01/01/2026

কখনো কষ্ট আমাদের থামিয়ে দেয়, আবার কখনো একটু বড় হতে শেখায়। সব কষ্টের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না—আর সেটাও ঠিক আছে। ধীরে ধীরে, নিজের গতিতে সামলালেই হয়।
যদি

তোমার আমার ভালোবাসা—এই কথাটা খুব সুন্দর ও অনুভূতিপূর্ণ।
01/01/2026

তোমার আমার ভালোবাসা—এই কথাটা খুব সুন্দর ও অনুভূতিপূর্ণ।

নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক সুস্বাস্থ্য, শান্তি, সাফল্য আর সুন্দর স্বপ্ন পূরণের সুযোগ—এই কামনাই রইল। শুভ নবর্ষ!
01/01/2026

নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক সুস্বাস্থ্য, শান্তি, সাফল্য আর সুন্দর স্বপ্ন পূরণের সুযোগ—এই কামনাই রইল। শুভ নবর্ষ!

Happy new year
01/01/2026

Happy new year

মানুষের কাছে সবটুকু প্রকাশ করতে নেই, কিছুটা নিজের জন্য রাখা উচিত।
31/12/2025

মানুষের কাছে সবটুকু প্রকাশ করতে নেই, কিছুটা নিজের জন্য রাখা উচিত।

একসময় মানুষ একা থাকতে পছন্দ করে।যখন ঠকতে ঠকতে ধৈর্যের বাঁধ ভেঙে যায়,তখন মানুষ একাকীত্বকেই আপন করে নেয়।যে ঠকায়, সেও ঠকে-দ...
31/12/2025

একসময় মানুষ একা থাকতে পছন্দ করে।
যখন ঠকতে ঠকতে ধৈর্যের বাঁধ ভেঙে যায়,
তখন মানুষ একাকীত্বকেই আপন করে নেয়।

যে ঠকায়, সেও ঠকে-
দু’দিন আগে না হলে পরে।
এই কথাটা শুধু সান্ত্বনা।

চারপাশে তাকালে দেখা যায়,
যারা ঠকায়- বিশ্বাস নিয়ে ছলনা করে,
তাদের দিনগুলোই ভালো কেটে যায়।
আর যারা কাউকে আঘাত বা যন্ত্রণা দিতে জানে না-
তারাই অবহেলিত হয়!

মা ও মেয়ে

বলার অনেক কিছু থাকে, কিন্তু বলতে গিয়ে গলা আটকে যাওয়ার নামই নীরবতা।
31/12/2025

বলার অনেক কিছু থাকে, কিন্তু বলতে গিয়ে গলা আটকে যাওয়ার নামই নীরবতা।

কঠিন জীবনে অভ্যস্ত হন, গতিময় এই জীবনে সুখ দুঃখ মেনে নিয়ে চলতে হয়।
30/12/2025

কঠিন জীবনে অভ্যস্ত হন, গতিময় এই জীবনে সুখ দুঃখ মেনে নিয়ে চলতে হয়।

Address

Shibgonj
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when মা ও মেয়ে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category