Shofiq Bogura News

Shofiq Bogura News এস আই শফিক, বগুড়া।
আমি নিরপেক্ষ নই, সত্যের পক্ষে। update news pete amader aei page a like and share korun ....(Bogura News)

11/02/2025

ছাত্রদল বগুড়া

01/02/2025

নাজমা আকতার

01/02/2025

আকমল হোসেন সজল

28/01/2025
13/01/2025
13/01/2025

মঙ্গলবার বিকেলে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজে কম্বল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।-এস আই শফিক, ০৭-০১-২০২৪ইং

05/01/2025

বগুড়া রানা প্লাজার সামনে থেকে দুই ছাত্রলীগ নেতা কে গণধোলাই

-ভাই আমাকে একটা পদ দিবেন- আপনি যা বলবেন তাই শুনবো !.  প্লিজ ভাই !..নেতা বললেন যা বলবো তাই শুনবি তো.?..-জি ভাই তাই শুনবো ...
29/12/2024

-ভাই আমাকে একটা পদ দিবেন- আপনি যা বলবেন তাই শুনবো !. প্লিজ ভাই !..

নেতা বললেন যা বলবো তাই শুনবি তো.?..
-জি ভাই তাই শুনবো |.

তাহলে প্রতিদিন সকাল ৬ টায় আমাকে ফোন দিবি
কি পারবি.?..

-হ্যাঁ ভাই পারবো |.

রুমে এসে রুস্তম চিন্তায় পড়ে গেলো। সারা জীবনের একটাই ব্যর্থতা তাহলো সকালে ঘুম থেকে ওঠা ...

সেই মহান শর্তেই আজ পড়ে গেলাম...?..
পিতা-মাতা কতো বলেছে তাও শুনিনি
অথচ আজ কোন গেঁড়াকলে পড়লাম...?..

যাই হোক রুস্তম গভীর রাতে প্রচুর পানি খেয়ে ঘুমাতে যেত ঠিকই ৬ টার আগে ঘুম ভেঙ্গে গেল লিডার কে ফোন দিলো ভয়ে ভয়ে ফোন রিসিভ হলো না।
কত বার দিলো কাজ হলো না.!..

পরদিন লিডার রুস্তম কে ডাকলেন।
রুস্তম ফোন একবারের বেশি দেওয়া যাবে না ওকে.?..
-জি লিডার আর এমন হবে না।

রুস্তম ঠিকই ৩৯ দিন ধরে ঠিক ৬ টায় ঠিক মতোই ফোন করে গেলো।
এই ৩৯ দিনে সে একবারও লিডার কে ফোন রিসিভ করাতে পারেনি |.

৪০ তম দিনে লিডারের ফোনে আর ফোন আসে নাই -..
৪১ তম দিনেও আসলো না -...
৪২ তম দিনেও আসলো না -....

এদিকে কমিটি ঘোষিত হয়ে গেলো -
কিন্তু, রুস্তমের নাম আসে নি।
চারিদিকে ফুল মিস্টি আনন্দ কতো রকমের মজা মাস্তি
তার ইয়ত্তা নাই |.

১৫ দিন পরে রুস্তম উষ্কখুষ্ক চুল বিবর্ণ চেহারা নিয়ে লিডারের সামনে আসলো। সালাম দিলো।

লিডার:
কি রে রুস্তম তুই তো ফেল করছিস
একদিনের জন্য মিস করলি কেন রে রুস্তম ...!.
রুস্তম আমি দুঃখিত তোকে একটা পদ দিতে পারলাম না - কারন তুই শর্ত ভঙ্গ করেছিস |..

রুস্তমের চোখ দিয়ে অশ্রু ঝরছে।
সবাই অবাক হয়ে আছে।

কি রে রুস্তম কি হইছে তোর..?...

রুস্তম অশ্রুসজল চোখে বললো ভাই আমার মা সেই ৪০তম দিনে পৃথিবী ছেড়ে চলে গেছে।
এই সংবাদ টা আমি ঠিক ৬ টার সময়ই পাই।
এজন্য আমি ফোন করিনি ঐদিন।

আমি পদ চাইতে আসিনি ভাই।
আমার একটা বেদনা শেয়ার করতে এসেছি।
এই যে আমি একজন কর্মী, আমি এক নাগাড়ে ৩৯ দিন একই সময় আপনাকে ফোন দিলাম, কই আপনি তো আমার অনুপস্থিতিতে একবারও ফোন দিলেন না ভাই..?...
একটা খবরও নিলেন না !...

ভাই আমি পদ নিবো না।
আমি শিক্ষা পেয়েছি- যে নেতা তার কর্মীদের ভালো মন্দের খবর নেয় না, তার সাথে রাজনীতি তো দূরের কথা
জান্নাতে ও যাবোনা।

রুস্তম বের হয়ে গেলো ঠিকই, কিন্তু- নেতার পাষাণ হৃদয় কে নাড়িয়ে গেলো কিছুটা.!...

বর্তমান রাজনীতিতে শতকরা ৯৫% নেতারা তার নিজ কর্মীদের খবরই রাখে না, জনগন তো অনেক দুরের কথা!..

নেতার কিছু হলে কর্মী জীবনের সব প্রিয় জিনিসও ত্যাগ করতে পারে, আর -...
কর্মীর কিছু হলে নেতা অন্যকিছু নিয়ে ..

28/12/2024

বাঘোপাড়া রেজাউল এর চা--------

🇧🇩🇵🇰 দুই ভাই ছিল, যাদের আলাদা করে সম্পদ লুন্ঠনের উদ্দেশ্যে একই বাবার অবৈধ সন্তান, আলাদা করার জন্য, তাদেরই আরেক অবৈধ ভাইক...
09/12/2024

🇧🇩🇵🇰 দুই ভাই ছিল, যাদের আলাদা করে সম্পদ লুন্ঠনের উদ্দেশ্যে
একই বাবার অবৈধ সন্তান, আলাদা করার জন্য, তাদেরই আরেক অবৈধ ভাইকে, একভাইয়ের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে। ও অনেক ক্ষয়ক্ষতির পর দুই ভাইয়ের লক্ষ লক্ষ সন্তানের রক্তের ওপর দিয়ে, নিজের স্বার্থের জন্য, দুই ভাইকে আলাদা করে ফেলে, এতে করে দুই ভাইয়েরই কোটি মানুষের রক্ত ঝরে। আর সেই একই বাবার অবৈধ সন্তানরা যুগে যুগে বিপদে পরলেই, নিজের সহজাত ভাইদের বাড়িতে আশ্রয় নিতে চলে যায়। বিপদ কেটে গেলেই, আবার আসে সৎ এক ভাইয়ের জমি দখল করে নেয় ষড়যন্ত্রের মাধ্যমে।সেই অবৈধ সহজাত ভাইকে সামনে রেখে তাদের জমি ব্যাবহার করতে থাকে। কিন্তু ভাই এ ভাই এ যত লড়াই হোক পৃথিবীর কোন শক্তিই, তাদের সম্পর্ক নষ্ট করতে পারে না।
এক না এক সময় সত্য সামনে আসেই, ইতিহাস সাক্ষী, ফেরাউনের দল, কাফের, মুশরিকরা সব সময়ই এই ষড়যন্ত্র করে এসেছে, ভাই ভাই এর মাঝে যুদ্ধ লাগিয়ে আলাদা করার, কিন্তু মুসলিম উম্মাহ হল বীজের মত, যতই মাটি চাপা দাও, একটু পানি পেলেই চাপা দেওয়া মাটি ভেদ করে ওপরে ওঠে যায়, ও ভাই ভাইয়ের পাশে ঠিকই দাঁড়ায়। 🇧🇩🇵🇰

বগুড়া সদর উপজেলার তিনটি ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা।
25/11/2024

বগুড়া সদর উপজেলার তিনটি ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা।

24/11/2024

ফুট ওভার ব্রীজের দাবিতে নওদাপাড়া নবীগঞ্জন দাখিল মাদ্রাসার ছাত্র/ছাত্রীর উদ্যোগে মহাসড়ক অবরোধ।

21/11/2024

Akmol Hossain Sazal Molla

21/11/2024

জোর করে কারো সন্মান কেড়ে নেয়া যায় না।ধন,দৌলত হায়াত,মৌয়ত,রিজিক সব আল্লাহ পাকের হাতে।২১-১১-২৪

20/11/2024

এমন ও হতে পারে

Address

Baghopara, Gokul, Bogra
Bogura
5800

Telephone

+8801730982211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shofiq Bogura News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shofiq Bogura News:

Share