Shofiq Bogura News

Shofiq Bogura News এস আই শফিক, বগুড়া।
আমি নিরপেক্ষ নই, সত্যের পক্ষে। update news pete amader aei page a like and share korun ....(Bogura News)

21/06/2025

বগুড়া সদর বিএনপি

31/05/2025

Bogra BNP

20/05/2025

writers always play with heart
You are not doing well with me !
well play writer ! well play !!

I didn't play with you -
You have created the sequence in which I was compelled to say-
Don't try to play with me because I know play better than you !!
You did not know Bangla but you learned Bangla in a short time only to read my all post and understand my thought. I am really grateful to you. You requested me that you want to see and talk to me only one time . I am not agree because I can't tolerate your shedding tears .Go to abroad . when your plane will take off please inform me . I will stay silent sometimes only for you . And pray to Allah for your save journey . Read - সন্ধ্যা হলে পাখি তার আপন নীড়েই ফিরে । হা হা হা খুব কঠিন হল কি ?পারবে , আশা করি পারবে ।Good Bye .

18/05/2025

বিনোদন ডেস্ক

12/05/2025

বিনোদন ডেস্কঃ

জাপানি টয়লেট শুধুই বিলাসিতা নয়....যেখানে টয়লেট আপনার ল্যাপটপের চেয়েও স্মার্ট !আপনি যদি কখনও জাপানে ভ্রমণ করে থাকেন, ...
12/05/2025

জাপানি টয়লেট শুধুই বিলাসিতা নয়....
যেখানে টয়লেট আপনার ল্যাপটপের চেয়েও স্মার্ট !আপনি যদি কখনও জাপানে ভ্রমণ করে থাকেন, তাহলে হয়তো একটি সাধারণ অভিজ্ঞতা আপনাকে চমকে দিয়েছে—টয়লেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। জাপানে টয়লেট শুধু প্রয়োজন মেটানোর জায়গা নয়, বরং একটি প্রযুক্তিনির্ভর আরামদায়ক অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু। অনেকেই মজা করে বলেন, “Japan, where the toilets are more high-tech than my laptop!”—মানে, জাপানের টয়লেট এমন প্রযুক্তিতে ভরপুর, যা অনেকের ল্যাপটপেও নেই

টেকনোলোজি আর কমফোর্টের অদ্ভুত মিশেল:

জাপানের আধুনিক টয়লেটগুলোকে সাধারণত বলা হয় “ওয়াশলেট” (Washlet) বা “বিডেট ফাংশন টয়লেট”। এগুলো তৈরি করে টোটো (TOTO), ইনাক্স (INAX) সহ আরও কিছু নামী কোম্পানি। নিচে জাপানি টয়লেটের কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য তুলে ধরা হলো:

১. অটো ফ্লাশ ও সেন্সর সিস্টেম:

অনেক টয়লেটে সেন্সর থাকে যা আপনার ওঠা-নামার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ফ্লাশ করে দেয়। কোনো বাটন চাপার দরকার নেই।

২. বিডেট ও ওয়াটার স্প্রে ফিচার:

পুরুষ ও নারীর জন্য আলাদা আলাদা স্প্রে অপশন থাকে। পানি গরম-ঠাণ্ডা করার ব্যবস্থা থাকে, এবং স্প্রের গতি বা দিকও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন।

৩. গরম আসন (Heated seat):

শীতে ঠান্ডা টয়লেট সিটে বসা এক ভোগান্তি। কিন্তু জাপানি টয়লেটে সিট হিটিং ব্যবস্থা থাকে যা আরামদায়ক ও আরামদায়ক।

৪. সাউন্ড মিউট ও ‘ফ্লাশ সাউন্ড’ বাটন:

অনেক টয়লেটে “sound princess” নামে একটি ফিচার থাকে, যা ফ্লাশের মতো শব্দ তৈরি করে, যাতে ব্যবহারকারী লজ্জা না পান।

৫. ডিওডোরাইজার ও বায়ু বিশুদ্ধিকরণ:

অটোমেটিক ফ্যান ও ফিল্টার দিয়ে দুর্গন্ধ দূর করার ব্যবস্থা থাকে, যা পরিবেশ রাখে পরিচ্ছন্ন ও সতেজ।

৬. অটোমেটিক ঢাকনা (Lid) খোলা-বন্ধ:

কিছু প্রিমিয়াম মডেলে আপনি কাছে এলেই ঢাকনা খুলে যায় এবং চলে গেলে বন্ধ হয়ে যায়।

৭. রিমোট কন্ট্রোল প্যানেল:

সব ফিচার নিয়ন্ত্রণের জন্য একটি রিমোট বা বাটন প্যানেল থাকে, যেখানে জাপানি ও ইংরেজি ভাষার অপশনও থাকে।

কেন এই টয়লেট এত জনপ্রিয় ?

জাপানি সংস্কৃতিতে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টয়লেটের মতো একটি ব্যক্তিগত ও গোপন স্থানেও তারা প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ পরিষ্কার ও আরাম নিশ্চিত করে। এছাড়া, অনেক জাপানি বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের জন্য এসব টয়লেট জীবনকে সহজ করে তোলে।

জাপানি টয়লেট শুধুই বিলাসিতা নয়—এটি পরিচ্ছন্নতা, সম্মান ও প্রযুক্তির মানবিক ব্যবহারের এক অনন্য উদাহরণ।
সংগৃহীত এবং পরিমার্জিত অন্তর্জাল

06/05/2025

বিনোদন ডেস্ক রিপোর্ট

আপডেট —বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে ন...
04/05/2025

আপডেট —

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে
মঙ্গলবার, মে ৬, ২০২৫, সকাল সাড়ে ১০টায়
ঢাকায় পৌঁছাবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের বার্তা—
“অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কোনো যানজট সৃষ্টি না করে একহাতে জাতীয় পতাকা এবং আরেক হাতে দলীয় পতাকা নিয়ে দেশনেত্রীকে অভ্যর্থনা জানাবেন।”

আমি হারিয়ে গেলেও ভয় নেই,খোঁজার মত কেউনেই, আমি কষ্ট পেলেও ভয় নেই, কষ্ট বুঝবার কেউনেই, আসছি একা থাকব একা, চলে যাব একদিন ঠি...
04/05/2025

আমি হারিয়ে গেলেও ভয় নেই,খোঁজার মত কেউ
নেই, আমি কষ্ট পেলেও ভয় নেই, কষ্ট বুঝবার কেউ
নেই, আসছি একা থাকব একা, চলে যাব একদিন ঠিকই
একা, হয়তো মনে পরবে তোমার। Dont Miss
me...!!! Si shofiq !!!

Address

Baghopara, Gokul, Bogra
Bogura
5800

Telephone

+8801730982211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shofiq Bogura News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shofiq Bogura News:

Share