
24/08/2025
-তুমি পর্দা করো?
-জ্বি করি!
-তাহলে আজ একজনের মোবাইলে তোমার ছবি দেখলাম যে?
-কই নাতো! আমি কাউকে ছবি দিইনি!
-না দিলে ওরা পাবে কোত্থেকে? ওরা যেভাবে গোল হয়ে দাঁড়িয়ে ছবিটা দেখছিল,যে কারোরই খারাপ লাগবে!
-ও আচ্ছা! আমার ফেসবুক আইডি থেকে নিয়েছে তাহলে।
-এ কেমন পর্দা! তুমি বোরখা গায়ে বাইরে যাবে কিন্তু ফেসবুক-ওয়াটসআপ-ইনস্ট্রাগ্রামে তোমার ছবি হাতে হাতে ঘুরবে! তোমাকে আম্মাজান আয়েশা (রাঃ) এর ঘটনা বলেছি না?
-কোনটা?
-ভুলে গেছো। ঠিক আছে আবার বলছি! আম্মাজান বলেছেন:- “আমি মাঝেমধ্যে আমার ঘরে প্রবেশ করতাম। যেখানে নবীজি (সা.) শুয়ে আছেন। আমার আব্বাজান শুয়ে আছেন। কোনো পর্দা ছাড়াই! কিন্তু যখন উমারকে সেখানে দাফন করা হলো,আমি নিজেকে পুরোপুরি কাপড়ে মুড়িয়ে সে ঘরে যেতাম। উমরকে লজ্জা লাগতো যে!”
দেখো মা! তিনি একজন কবরবাসী মৃত মানুষের সামনেও পর্দাহীন যেতে লজ্জাবোধ করেছেন! আর তোমরা অফলাইনে পর্দা করলেও অনলাইনে অন্যরকম! আফসোস!
বই: যাররাতিন খাইরান
লেখক: শাইখ আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ।