29/03/2025
Pulsar abs single disc 150cc
একদম ফ্রেশ নিউ শোরুম কন্ডিশন গাড়ি।
ক্রয় তারিখ ২২/১২/২৪,
চলছে বর্তমানে মাত্র ১১ শত কিলো।
বগুড়া রানা মোটরস শোরুম থেকে ক্রয় করা হয়েছিল।
এ পর্যন্ত কোন সার্ভিসিং হয়নি,
সব কয়টি সার্ভিসিং পাওনা রয়েছে।
ফাইল শোরুমে আছে ফাইল উঠানো হয়নি। রেজিস্ট্রেশন বাবদ কোন টাকা বিআরটি তে জমা দেওয়া হয়নি।
যে নিবেন সে শোরুম থেকে নাম পরিবর্তন করে বিআরটি থেকে নাম্বার করার সুযোগ রয়েছে।অনুগ্রহ করে কেহ দরদাম করবেন না।
দরদাম করার মোটেও সুযোগ নেই
একদাম ১৯৫০০০ টাকা মাত্র।
যারা শোরুম থেকে নতুন বাইক কিনবেন ইচ্ছা করেছেন তারা এই গাড়িটি নিতে পারেন।
গাড়ি দেখতে হলে আসতে হবে বগুড়া সদর কলোনি। ধন্যবাদ।
মোবাইল নাম্বার ০১৭১৩-৭২৭৮৫১