FARUK

FARUK আমরা হযরত মুহাম্মদ সাঃ এর উম্মত

আমার অবস্থান ১৭. আপনার?
12/06/2025

আমার অবস্থান ১৭.
আপনার?

একজন আইনজীবী একজন শিক্ষকের কাছে একটি কূয়ো বিক্রি করলেন। দুই দিন পর, আইনজীবী সেই শিক্ষকের কাছে এসে বললেন,“আমি তো আপনাকে ক...
03/05/2025

একজন আইনজীবী একজন শিক্ষকের কাছে একটি কূয়ো বিক্রি করলেন। দুই দিন পর, আইনজীবী সেই শিক্ষকের কাছে এসে বললেন,
“আমি তো আপনাকে কূয়ো বিক্রি করেছি, কিন্তু কূয়োর ভিতরের জল তো বিক্রি করিনি! আপনি যদি জল ব্যবহার করতে চান, তবে অতিরিক্ত টাকা দিতে হবে।”

শিক্ষক হেসে উত্তর দিলেন,
“হ্যাঁ, আমিও আপনাকে বলতে যাচ্ছিলাম—আপনার জল আমার কূয়ো থেকে নিয়ে যান, না হলে আগামীকাল থেকে আপনাকেই আমার কুয়োয় জল রাখার জন্য ভাড়া দিতে হবে।”

এটা শুনে আইনজীবী ঘাবড়ে গেলেন এবং বললেন,
“আরে না না, আমি তো মজা করছিলাম!”

শিক্ষক হেসে বললেন,“আমরাই আইনজীবী ও বিচারপতি তৈরি করি! শিক্ষকের সাথে একদম চালাকি নয়।

মুল গল্প আকবর এবং বিরবল থেকে সংগৃহীত এবং পরিমার্জিত।

#সংগৃহীত #বাংলাদেশ

কোন একদিন
24/11/2024

কোন একদিন

27/08/2024

ব্যাটারী চালিত রিকশাচালকরা সম্মিলিতভাবে রাস্তায় শোডাউন দিচ্ছে।
তুমি কে? আমি কে?
ব্যাটারী...ব্যাটারী...😬

শেয়ার করে রেখে দিন...
18/08/2024

শেয়ার করে রেখে দিন...

15/08/2024

পাকিস্তান ছাত্র আন্দোলন চলছে
দেশের কোথাও ইন্টারনেট নাই...
ব্যাপক সহিংসতা চলছে..

01/04/2024

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,

إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا ، وَرُبَّمَا قَالَ أَذْنَبَ ذَنْبًا - فَقَالَ رَبِّ أَذْنَبْتُ ، وَرُبَّمَا قَالَ أَصَبْتُ - فَاغْفِرْ لِي فَقَالَ رَبُّهُ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَصَابَ ذَنْبًا ، أَوْ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ ، أَوْ أَصَبْتُ - آخَرَ فَاغْفِرْهُ فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَذْنَبَ ذَنْبًا ، وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا- قَالَ : قَالَ رَبِّ أَصَبْتُ ، أَوْ أَذْنَبْتُ - آخَرَ فَاغْفِرْهُ لِي فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي - ثَلاَثًا - فَلْيَعْمَلْ مَا شَاءَ.

এক বান্দা গুনাহ্ করল। তারপর সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো গুনাহ্ করে ফেলেছি। তাই আমার গুনাহ্ ক্ষমা করে দাও। তার প্রতিপালক বললেনঃ আমার বান্দা কি একথা জেনেছে যে, তার রয়েছে একজন প্রতিপালক, যিনি গুনাহ্ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন? আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। তারপর সে আল্লাহর ইচ্ছে অনুযায়ী কিছুকাল কাটাল এবং সে আবার গুনাহে জড়িয়ে গেল। বান্দা আবার বলল, হে আমার প্রতিপালক! আমি তো আবার গুনাহ্ করে বসেছি। আমার এ গুনাহ্ তুমি মাফ করে দাও। তখন আল্লাহ্ বললেনঃ আমার বান্দা কি জেনেছে যে, তার আছে একজন প্রতিপালক, যিনি গুনাহ্ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন? আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। এরপর সে বান্দা আল্লাহর ইচ্ছানুযায়ী কিছুকাল সে অবস্থায় থাকল। পরে আবারও সে গুনাহে জড়িয়ে গেল। সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো আরো একটি গুনাহ্ করে ফেলেছি। আমার এ গুনাহ্ মাফ করে দাও। তখন আল্লাহ্ বললেনঃ আমার বান্দা কি জেনেছে যে, তার একজন প্রতিপালক আছেন, যিনি গুনাহ্ মাফ করেন এবং এর কারণে শাস্তিও দেন? আমি আমার এ বান্দাকে মাফ করে দিলাম। এরকম তিনবার বললেন।

সহীহ বুখারী, হাদীস ৭৫০৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৬৯৯৮(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

আলহামদুলিল্লাহ
22/12/2023

আলহামদুলিল্লাহ

13/07/2023

বাস্তবতা 👌
কে?

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when FARUK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share