Govt. Shah Sultan College Rover Scout Group, Bogura

Govt. Shah Sultan College Rover Scout Group, Bogura মটো:সেবা

24/09/2025
23/09/2025

রোভার ডেন 🥰 ভালোবাসা
সরকারি শাহ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ বগুড়া

🌟 রোভার স্কাউটে ভর্তির শেষ সুযোগ! 🌟📣 রোভার স্কাউটে ভর্তি চলছে...👉 ভর্তি ফর্ম বিতরণ ও জমা দেওয়ার শেষ দুই দিন –📅 ২৪ ও ২৫ স...
23/09/2025

🌟 রোভার স্কাউটে ভর্তির শেষ সুযোগ! 🌟

📣 রোভার স্কাউটে ভর্তি চলছে...
👉 ভর্তি ফর্ম বিতরণ ও জমা দেওয়ার শেষ দুই দিন –
📅 ২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৫
⏰ সময়: সকাল ৯:০০ – দুপুর ১:০০
📍 স্থান: রোভার ডেন

🔹 একাদশ শ্রেণি, অনার্স ও ডিগ্রি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

👉 নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দিন।
যোগাযোগ: রাকিবুল ইসলাম (01571192965)
শিক্ত কুমার (01575375779)

🌟 রোভার স্কাউট ভর্তি নোটিশ 🌟প্রিয় অনার্স ১ম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ,আগামীকাল ১৮/০৯/২০২৫ রোজ: বৃহস্পতিবার,  ...
17/09/2025

🌟 রোভার স্কাউট ভর্তি নোটিশ 🌟

প্রিয় অনার্স ১ম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ,
আগামীকাল ১৮/০৯/২০২৫ রোজ: বৃহস্পতিবার, ক্লাস শেষ করে রোভার ডেনে চলে আসুন।
👉 এখান থেকে আপনারা ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন।

📌 যোগাযোগ:
এস আর এম মো: রাকিবুল ইসলাম
📱 ০১৫৭১১৯২৯৬৫ (WhatsApp)

✨ “রোভার স্কাউটিং – সেবার মাধ্যমে নিজেকে গড়ে তোলার সুযোগ” ✨

🌟 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 🌟📣 রোভার সহচর ভর্তি চলছে 🔹 শুধুমাত্র একাদশ শ্রেণি, অনার্স ও ডিগ্রি ১ম ও ২য় বর্ষের ...
16/09/2025

🌟 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 🌟
📣 রোভার সহচর ভর্তি চলছে

🔹 শুধুমাত্র একাদশ শ্রেণি, অনার্স ও ডিগ্রি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
📅 ফর্ম বিতরণ ও জমা দেওয়ার সময়:
১৮-০৯-২০২৫ থেকে ২৫-০৯-২০২৫
⏰ সকাল ৮:৩০ – ৯:১৫ এবং দুপুর ১২:০০ – ১:০০ পর্যন্ত।

---

🎯 ভর্তি প্রক্রিয়া

1️⃣ গুগল ফর্ম পূরণ করে রোভার ডেন থেকে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
2️⃣ মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত করা হবে।
3️⃣ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে।
গুগল ফর্ম লিংক: https://forms.gle/4FoXv9v4SC2s5LCe8

📌 সেশন:
আগামী ১৮/০৯/২০২৫, বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিটে
নতুন শিক্ষার্থীদের রোভার স্কাউট সম্পর্কে জানাতে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।
সকল শিক্ষার্থী অংশ গ্রহণ করতে পারবেন।

---

💡 কেন রোভারিং করবেন?
নিজের পড়াশোনার পাশাপাশি নিজের ব্যক্তিত্বকে সুন্দর এবং বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ করার জন্য।
আমাদের সবার ফলাফল হয়তো GPA-5 হতে পারে, কিন্তু চাকরির বাজারে যখন সবাই সমান ফল নিয়ে উপস্থিত হবে, তখন বেছে নেওয়া হবে সেই ব্যক্তিকে – যার রয়েছে ভিন্নধর্মী স্কিল ও অভিজ্ঞতা। তাই নিজেদের আলাদা করে গড়ে তুলতে এখনই পদক্ষেপ নাও।

👉 রোভার স্কাউটিং-এর সুযোগ ও সুবিধাসমূহ:

🔸 প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন:

Life Skills Based Education (UNFPA)

শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা

ফটোগ্রাফি ও ভিডিও এডিটিং

ট্রাফিক সিগনালিং

সংবাদ উপস্থাপন, রিপোর্টিং ও সংগ্রহ

ফায়ার সার্ভিস ও প্রাথমিক চিকিৎসা

আত্মরক্ষার কৌশল (কারাতে)

নেতৃত্ব বিকাশে রোভার, কাব স্কাউট ও অ্যাডভান্স কোর্স

🔸 শিক্ষা সফর ও বিশেষ কার্যক্রম:

ক্যাম্প, শিক্ষা সফর ও প্রকৃতি পর্যবেক্ষণ

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্যাম্প ও মুটে অংশগ্রহণ

🔸 জাতীয় ও সামাজিক সেবা:

স্বাধীনতা ও বিজয় দিবসের কুচকাওয়াজ

ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

স্বাস্থ্য ক্যাম্প, টিকা দিবস

মাদক ও এইডস সচেতনতা

হজ্ব ক্যাম্পে সেবা প্রদান

বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা, রক্তদান

🔸 ব্যক্তিত্ব ও চরিত্র গঠন:

জাতীয় প্রতিভা প্রতিযোগিতা

শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা

বিশ্ব ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুযোগ

🔸 সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম:
বক্তৃতা, বিতর্ক, চিত্রাংকন, নাটক, গান, নাচ, খেলাধুলা ইত্যাদি।

---

📷 রোভার স্কাউটের কিছু অর্জনের ছবি নিচে দেওয়া হলো।
আরো জানতে রোভার ডেনে আসুন ও আমাদের সাথে কথা বলুন।

✨ রোভারিং – শিখি, সেবা করি, বেড়ে উঠি! ✨

যোগাযোগ:
১.গ্রুপ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক
ফোনঃ ০১৭১২১২৩১১৬
২. আরএসএল মোঃ শাহিনুর ইসলাম
ফোনঃ ০১৭৮২৫১৪২২০
৩.এসআরএম মোঃ রাকিবুল ইসলাম
ফোনঃ ০১৫৭১১৯২৯৬৫ (whatsapp)
৪. এআরএম শিক্ত কুমার
ফোনঃ ০১৭১৮৭২৭৯৭২

আমি কেনো রোভারিং করব?রোভার স্কাউটিং-এর সুযোগ ও সুবিধাসমূহ ১) প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন★ UNFPA-এর আওতায় Life Skills Based...
15/09/2025

আমি কেনো রোভারিং করব?
রোভার স্কাউটিং-এর সুযোগ ও সুবিধাসমূহ

১) প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন

★ UNFPA-এর আওতায় Life Skills Based Education কোর্সে অংশগ্রহণ

★ শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনার প্রশিক্ষণ

★ ফটোগ্রাফি ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ

★ ট্রাফিক সিগনালিং প্রশিক্ষণ

★ সংবাদ উপস্থাপন, রিপোর্টিং ও সংবাদ সংগ্রহে দক্ষতা অর্জন

★ ফায়ার সার্ভিস ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ

★ আত্মরক্ষার প্রাথমিক কৌশল (কারাতে) প্রশিক্ষণ

★ নেতৃত্ব বিকাশে রোভার, কাব স্কাউট ও অ্যাডভান্স কোর্সে অংশগ্রহণ

২) শিক্ষা সফর ও বিশেষ কার্যক্রমঃ

★ ক্যাম্প, বাৎসরিক শিক্ষা সফর ও প্রকৃতি পর্যবেক্ষণ

★ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ

★ আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক রোভার ও জেলা পর্যায়ের মুটে অংশগ্রহণ

★ আন্তর্জাতিক ক্যাম্প ও ওয়ার্কশপে অংশ নেওয়ার সুযোগ

৩) জাতীয় ও সামাজিক সেবাঃ

★ স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ

★ বন্যার্তদের ত্রাণ বিতরণ ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

★ স্বাস্থ্য ক্যাম্প ও জাতীয় টিকা দিবসে অংশগ্রহণ

★ মাদক ও এইডস বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি

★ হজ্ব ক্যাম্পে হজযাত্রীদের সেবা প্রদান

★ বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

★ কলেজের বার্ষিক মিলাদ, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পহেলা বৈশাখ ইত্যাদিতে সেবামূলক অংশগ্রহণ

★ রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি

★ দেশের প্রতিকূল অবস্থায় জনসচেতনতা সৃষ্টি

৪) ব্যক্তিত্ব ও চরিত্র গঠন

★ জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ

★ শৃঙ্খলাবোধ ও চরিত্র গঠনে সহায়ক

★ দক্ষতা, আত্মনির্ভরশীলতা ও উদারতার শিক্ষা

★ বিশ্ব ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুযোগ সৃষ্টি

বিনয়ী হওয়ার মানসিকতা গড়ে তোলে

৫) সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম

উপস্থিত বক্তৃতা, নাটক, নাচ, গান, খেলাধুলা

আজকে একাদশ শ্রেণির(২০২৫-২৬) বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা সরকারি শাহ সুলতান  কলেজ রোভার স্কাউট গ্রুপের সকল সদস্য  নতুন...
15/09/2025

আজকে একাদশ শ্রেণির(২০২৫-২৬) বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা সরকারি শাহ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের সকল সদস্য নতুন শিক্ষার্থীদের মাঝে আমাদের রোভার স্কাউটস সম্পর্কে আলোচনা করেছি। রোভারিংয়ের চেতনা ও কার্যক্রম তুলে ধরেছি এবং আমাদের এই মহান সংগঠনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছি।

চলুন আমরা সবাই রোভারিংয়ে যোগ দেয়,,,
সেচ্ছাসেবায় অংশ নেয়।

"রোভারিং মানেই দায়িত্ব, শৃঙ্খলা আর সেবার পথচলা"

সরকারি শাহ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, সরকারি শাহ সুলতান কলেজ প্রাঙ্গণ একটি “রোভা...
05/09/2025

সরকারি শাহ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, সরকারি শাহ সুলতান কলেজ প্রাঙ্গণ একটি “রোভার প্রোগ্রাম বিষয়ক ওয়ার্কশপ ও রোভার সহচর ওরিয়েন্টেশন” সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ওয়ার্কশপ পরিচাল হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ সম্পাদক জনাব মোহাম্মদ এমদাদুল হক, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরএসএল জনাব মোঃ শাহিনুর ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এছাড়া মোট ৩০ জন রোভার ও গার্ল-ইন-রোভার অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

সকাল ৯টা ৩০ মিনিটে পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন সেশন পরিচালনা করেন গ্রুপ সম্পাদক জনাব মোঃ এমদাদুল হক, সাবেক সিনিয়র রোভারমেট মোঃ ইনজামাম উল আলম এবং সিনিয়র রোভারমেট মোহাম্মদ রাকিবুল ইসলাম।

সেশনসমূহে রোভার ও রোভার সহচরদেরকে রোভার প্রোগ্রাম,স্কাউট এর মূলনীতি, ব্যাজ ও অ্যাওয়ার্ড অর্জনের পদ্ধতি, দলগতভাবে কাজ করার কৌশল এবং ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার উপায় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

প্রোগ্রামটি সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে। সমাপনী বক্তব্য প্রদান করেন গ্রুপ সম্পাদক জনাব মোহাম্মদ এমদাদুল হক এবং প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন

---

প্রতিবেদন প্রস্তুতকারী
মো: রাকিবুল ইসলাম
সিনিয়র রোভারমেট
সরকারি শাহ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
02/09/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

31/08/2025

🎓 ক্যারিয়ার প্ল্যানিং সেশন
সরকারি শাহ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক ক্লাস।

📌 তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
📌 সময়: দুপুর ১২.০০টা
📌 স্থান: রোভার ডেন

✨ অনার্স পড়ুয়া যে কোনো শিক্ষার্থী এ সেশনে অংশগ্রহণ করতে পারবে।

👉 ক্যারিয়ার গঠনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সেশন। তাই সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

— রোভার স্কাউট গ্রুপ
সরকারি শাহ সুলতান কলেজ

দিনব্যাপী “পি.আর.এম ও মেসেঞ্জার অফ পিস” কর্মশালা‎📍 স্থান: আদর্শ মহাবিদ্যালয়, তিনমাথা, বগুড়া‎📆 তারিখ: ২২ আগস্ট ২০২৫‎🎯 আ...
23/08/2025

দিনব্যাপী “পি.আর.এম ও মেসেঞ্জার অফ পিস” কর্মশালা
‎📍 স্থান: আদর্শ মহাবিদ্যালয়, তিনমাথা, বগুড়া
‎📆 তারিখ: ২২ আগস্ট ২০২৫
‎🎯 আয়োজক: বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভার

‎বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভার-এর আয়োজনে আদর্শ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় “Public Relationship Marketing (PRM) ও Messenger of Peace (MoP)” বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা।

‎কর্মশালাটি সকাল ৮:৩০ মিনিটে রেজিস্ট্রেশন এর মাধ্যমে শুরু হয়। জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক রোভার ও গার্লইন রোভার সদস্যরা এতে অংশগ্রহণ করেন। সেশনগুলোতে PRM ও MoP সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, যা ছিল প্রাঞ্জল, অংশগ্রহণমূলক ও শিক্ষণীয়।

‎🔹 অংশগ্রহণকারীরা স্কাউটিংয়ের প্রচার কৌশল, সামাজিক দায়বদ্ধতা, এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার কার্যকর উপায় সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পান।

‎কর্মশালার শেষে পতাকা নামানোর মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫সরকারি শাহ্‌ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ, বগুড়া📢 রোভার ও গার্ল-ইন-রোভার ইউনিটে নতুন সদস্য ভর্তি ...
04/08/2025

ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

সরকারি শাহ্‌ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ, বগুড়া

📢 রোভার ও গার্ল-ইন-রোভার ইউনিটে নতুন সদস্য ভর্তি চলছে!

আপনি যদি সেবামূলক কার্যক্রমে আগ্রহী হন, নেতৃত্বের গুণাবলি অর্জন করতে চান এবং নিজেকে একজন আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চান – তাহলে রোভার স্কাউটিং-এ যুক্ত হন!

---

🔸 ভর্তির যোগ্যতা:
✅ বয়স: ১৭-২৩ বছর
✅ অনার্স ১ম বা ২য় বর্ষ
✅ স্কাউট আইন ও প্রতিজ্ঞার প্রতি শ্রদ্ধাশীল
✅ আগের স্কাউট সদস্য বা অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে

---

📅 ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন
আগামী ১২-০৮-২০২৫ তারিখ পর্যন্ত
স্থান : ভর্তি বুথ (কলেজ ক্যাম্পাস)/ রোভার ডেন থেকে
সকাল ৯ টা ৩০ থেকে ১২ টা ৩০ পর্যন্ত।

📄 প্রাথমিক আবেদন এর জন্য নিচে দেওয়া লিংক থেকে ফর্ম পূরণ করুন
আবেদন লিংক:
👉 https://forms.gle/BkKi1vnmD5bmyQv68

---

📞 যোগাযোগ:
মোহাম্মদ এমদাদুল হক
সহযোগী অধ্যাপক, বাংলা
গ্রুপ সম্পাদক
📱 ০১৭১২১২৩১১৬

📞 যোগাযোগ:
মো: শাহিনুর রহমান
সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান
📱০১৭৮২৫১৪২২০

🎗️ সহযোগিতায়:
✪ মোঃ রাকিবুল ইসলাম
(সিনিয়র রোভার মেট – ক ইউনিট)
📱 ০১৫৭১-১৯২৯৬৫
✪ প্রকাশ চন্দ্র বর্মন (সিনিয়র রোভারমেট – খ ইউনিট)
📱 ০১৭২২-১২৯৬৯৫

---

🔰 স্কাউটিং করে কী পাবেন?
✔ সম্মান ও আত্মমর্যাদা
✔ নেতৃত্বের গুণাবলি
✔ বন্ধুতা, ভালোবাসা, ও নির্ভরতা
✔ চ্যালেঞ্জ মোকাবেলার সাহস
✔ দেশসেবার সুযোগ

---

📣 "স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয়, এটি একটি জীবনধারা।"
আজই যুক্ত হোন সরকারি শাহ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপে!

🟩

Address

বগুড়া, রাজশাহী, বাংলাদেশ। Bogra, Rajshahi
Bogura
5800

Telephone

+8801712123116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Shah Sultan College Rover Scout Group, Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Govt. Shah Sultan College Rover Scout Group, Bogura:

Share