Mottalib

Mottalib .. আপনাদের মনের কথাগুলো শেয়ারেরর জন্যই এই পেজ

16/12/2025

4 popular Spot in one shoot
Rooppur Nuclear Plant, Lalon Shah bridge, Hardige Bridge, Padma River #
Pabna ❤️

28/11/2025

ছুটির দিনে একটু আড্ডা আমার সুহাসিনীর সাথে 👍
Abdul Khaleq Pabna

01/11/2025

বাংলার একমাত্র মসলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ, বগুড়া🌿💚

27/08/2025

কোনো জ্যান্ত মানুষকে ধরে বেঁধে চোখ তুলে নেয়া কী ভয়ংকর তা ভিডিওটা না দেখলে জানা হত না।পারিবারিক সম্পদের ঝগড়াঝাটিতে চোখ তুলে ফেলা!

কেউ দেইখেন না ভিডিওটা।
মানসিক বিকৃতি না থাকলে অইভাবে চোখ তোলা সম্ভবও না। মানসিকভাবে শক্ত না হলে দেখেও অসুস্থ হয়ে যাবেন।
এই সাত আটজন মানুষকে মানুষ বলতে ঘৃণা লাগে।

15/08/2025

বড়শিতে মাছ ধরার মুহুর্তে 🐟

Fishing at Pabna Medical College pond 🐟🐳❤️
15/08/2025

Fishing at Pabna Medical College pond 🐟🐳❤️

টেবুনিয়া কৃষি ফার্ম পাবনা❤️🌿
08/08/2025

টেবুনিয়া কৃষি ফার্ম পাবনা
❤️🌿

Pabna to Sirajganj RoadC-Line the Best ❤️🤍
01/08/2025

Pabna to Sirajganj Road
C-Line the Best ❤️🤍

19/07/2025

"সুই,সা,ইড করে জীবন শেষ করতে চাওয়া"
তার আগে শুধু একবার পড়ো-

📍 মেডিকেলের তৃতীয় বর্ষ থেকে ফরেনসিক ক্লাস শুরু হয়।
এই ক্লাসে আমরা শিখি—মৃ,ত,দেহ কীভাবে পরীক্ষা করা হয়।
সেই ‘শিক্ষা’ শুরু হয়েছিল একটি মেয়ের কেস দিয়ে।

মেয়েটি ছিল অল্প বয়সী মেয়ে।
নিজের হাতে নিজের জীবন কে,ড়ে নিয়েছিল।
গলায় ফাঁ,স দিয়ে; স্বামীর সাথে ঝগড়া করে….

যারা আজ এই পথ বেছে নিতে চাইছেন—
অনুগ্রহ করে, শুধু একবার এই লেখা পড়ুন। তারপর সিদ্ধান্ত নিন।

ম,র্গে প্রথমেই শরীর থেকে সব কাপড় কেটে খুলে ফেলা হয়।
পাশে দাঁড়িয়ে থাকেন: ডাক্তার, ছাত্র, এবং ডোম (যারা কাটাছেঁড়া করেন)।
আমাদের সবার সামনে একটা মেয়ে অসহায়ের মতো পড়ে আছে।
এরপর ছুরি দিয়ে গলা থেকে পেট পর্যন্ত কাটা হয়।
চামড়া ধীরে ধীরে ছাড়ানো হয়—একদম গরু জবাইয়ের মতো।
বুকের পাঁজর কাটা নয়, ভেঙে ফেলা হয়।
গলার ভিতর থেকে জিহ্বা ও কণ্ঠনালী টেনে হিঁচড়ে বের করা হয়।
হার্ট, লিভার, পাকস্থলি—সব আলাদা করে রাখা হয় পরীক্ষার জন্য।

সবচেয়ে ভয়ংকর অংশ?
মাথার খুলির বেলায়
হাতুড়ি দিয়ে খু,লির হাড় ভে,ঙে খুলে ফেলা হয়।
চুলসহ মাথার চামড়া টেনে ছেঁ,ড়া হয়।
ব্রে,ইন বের করে ফেলে,
মানুষ আর মানুষ থাকে না।

কু,রবানির সময় পশুকেও যত্ন করা হয় কিন্তু
পো,স্টম,র্টেম রুমে মানুষকে আর মানুষ মনে হয় না।

এটা এক অন্য জগৎ,
এক ভয়ঙ্কর বিভৎস জগৎ,
তোমরা কেউ এই জগৎ নিজ ইচ্ছায় বেছে নিয়ো না।

প্রত্যেক ছাত্র, প্রত্যেক ডাক্তার মনে মনে তখন শুধু এই দোয়াটাই করে—
“হে আল্লাহ, এমন মৃ,ত্যু দিও না, যাতে আমার দেহের পো,স্টমর্টেম হয়।”

🕯️ যদি আজ মনে হয়, “এই জীবনের আর মানে নেই”
তাহলে, জেনে রাখো—
মৃ,ত্যু কেবল যন্ত্রণার শেষ নয়, বরং অনেক সময় নতুন আরেক ভয়াবহ অধ্যায়ের শুরু।

জীবন যতই কঠিন হোক, তার ভেতরেও আলো আছে।
আশা একদিন আবার পাঁজর ভেঙে বুক ভরবে—শুধু অপেক্ষা করো।
সাহায্য চাও। কথা বলো। কান্না করো। কিন্তু জীবনকে ছেড়ে যেও না।

জীবন তোমার - মৃত্যুকে দিও না জয়।🩷
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন🩷

যেখানে অধিক পরিমাণে মোহরানা ধার্য করে, যৌতুক দিয়ে, চৌদ্দ গুষ্টিকে নিমন্ত্রণ করে খাইয়ে, দুই পক্ষের অভিভাবকদের সাক্ষী রে...
16/07/2025

যেখানে অধিক পরিমাণে মোহরানা ধার্য করে, যৌতুক দিয়ে, চৌদ্দ গুষ্টিকে নিমন্ত্রণ করে খাইয়ে, দুই পক্ষের অভিভাবকদের সাক্ষী রেখে বিয়ে করার পরও সংসার টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে তুমি ২০ টাকার ফুচকা খেয়ে, আবেগী দুইটা কথা শুনে, ভবিষ্যতে বিয়ে করবে সেই প্রতিশ্রুতি পেয়েই নিজেকে বিলিয়ে দিচ্ছো? হায় আফসোস বোন আমার!

প্রিয় বোন আমার! তোমার সাথে আমার র'ক্তের কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে চিনিও না। কিন্তু, তোমার জন্য আমার খুব কষ্ট হয়, তোমার এই পরিনতি দেখে আমার হৃদয়ে রক্ত'ক্ষরণ হয়! বোন আমার! তোমাকে তোমার রব বিবেক বুদ্ধি দিয়েছেন কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা অন্ধকারের পথ, কোনটা আলোর পথ বুঝার জন্য।

বোন আমার! তোমার রব তোমাকে চোখ দিয়েছেন, তুমি চারপাশে দেখছো না কি হচ্ছে? তোমার সহপাঠীকে, তোমার প্রতিবেশীর মেয়েকে দেখছো না নিজের সতীত্ব হারিয়ে মরতে বসেছে?
দেখছো না রাত দিন চোখের জল ফেলছে? পরিবার, আত্মীয় স্বজন, সমাজের কটু কথা শুনছে?

যেই ছেলে বিয়ের আগেই তোমাকে ভোগ করার সুযোগ পাচ্ছে সেই ছেলে কেন মোহরানা দিয়ে তোমাকে বিয়ে করতে যাবে? আচ্ছা তুমি নিজেই আশেপাশে তাকিয়ে দেখো না; যারা বিয়ের আগেই নিজেদের বিলিয়ে দিচ্ছি বয়'ফ্রেন্ডের কাছে, তারা কয়জন পরবর্তীতে তাদের বিয়ে করতে পারছে?

তোমার সৌন্দর্য, তোমার সব কিছু তো তোমার স্বামীর জন্য তোমার কাছে আমানত স্বরূপ দেওয়া হয়েছে। তুমি যে তার খেয়ানত করছো কি জবাব দেবে তোমার স্বামীর কাছে? যদি সে প্রশ্ন করে! আর তোমার রবের কাছেই বা কি জবাব দেবে?

তোমাকে ইসলাম কত সম্মান দিয়েছে, তোমার মর্যাদা কত উঁচুতে, তোমার পায়ের নিচে তোমার সন্তানের জান্নাত রেখেছে। আর তুমি নিজেকে কতটা নিচে নামিয়ে নিলে? তোমার নিজের কাছে নিজের একটুও মূল্য নেই? একটুও ভালোবাসো না তুমি তোমার তুমিটাকে? একটুও মায়া হয় না তোমার নিজের জন্য? কি করে নিজেকে এভাবে ধ্বং'স করে দিচ্ছো? মানুষ তোমার মূল্য না দিক তুমি নিজে অন্তত নিজের মূল্য
টা বুঝে নিতে!

তোমার নিরাপত্তার জন্য তোমাকে পর্দায় থাকতে
বলা হয়েছে। আর তুমি নিজেকে প্রদর্শন করে রাস্তার নর'পশু'দের চোখের ক্ষুধা মেটাচ্ছো? তোমার কি একটুও নিজের জন্য খারাপ লাগে না? রাস্তার হাজার হাজার নর'পশু দিনের পর দিন তোমাকে চোখ দ্বারা ভোগ করছে! তুমি নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেললে?

আচ্ছা বোন আমার! তুমি কি তোমার বাবাকে, তোমার ভাইকে ভালোবাসো না? তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার স্বামীকে ভালোবাসো না? তোমার সন্তান থাকলে তাকে তুমি ভালোবাসবে না? তোমার বাবা/ভাই/স্বামী/ছেলে কে যদি আ'গুনে ঝাঁপিয়ে পড়তে দেখো তুমি কি বাঁধা দেবে না? তাঁরা যদি কেউ আ'গুনে পড়ে যায় তুমি কি বাঁচানোর চেষ্টা করবে না? নিশ্চয়ই তাদেরকে আ'গুন থেকে বাঁচানোর চেষ্টা
করবে! তাহলে কেন তুমি বে-পর্দায় চলে তাদেরকে জাহা'ন্নামের দিকে ঠেলে দিচ্ছো?

প্রিয় বোন আমার! আমি তোমার শত্রু নই, আমি তোমায় হিংসা করি না, আমি তোমার খারাপ চাই না। আমি চাই তুমি নিরাপদে থাকো, তুমি নিজেকে সম্মান করো, তুমি তোমার নিজের মূল্য বুঝে নাও, তোমার স্বামীর আমানতের হেফাজত করো, তোমার বাবার জান্নাতে যাওয়ার উসিলা হও, তোমার সন্তানের জন্য আদর্শ মা হও। অতঃপর তোমার রবের প্রিয় বান্দী
হয়ে তোমার রবের সাথে সাক্ষাৎ করো।

প্রিয় বোন আমার! বিশ্বাস করো এই দুনিয়া মরিচিকা ছাড়া আর কিছুই না। দুনিয়ার পেছনে ছুটাছুটি করো না, জীবনে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে নিজেকে
সীমাবদ্ধ রাখো। নিজেকে নিয়ে একটু ভাবো, তোমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে? তোমার দায়িত্ব কি? তোমার কর্তব্য কি? সেগুলো নিয়ে একটু ভাবো, সেই মোতাবেক জীবনযাপন করো তাহলে তুমি দুনিয়াতে তো সফল হবেই সাথে আখিরাতেও সফলদের তালিকায় নিজের নাম দেখতে পাবে।

প্রিয় বোন আমার! তুমি যেখানে সুখের তালাশ
করছো সেখানে দুঃখ, কষ্ট, মানসিক অশান্তি, হতাশা, না পাওয়ার বেদনা ছাড়া আর কিছু নেই! কি দরকার এই সাময়িক একটু খানি সুখের জন্য অশান্তির সাগরে ডুব দেওয়ার?

প্রিয় বোন আমার! তুমি তোমার রবের জন্য নিজেকে পরিবর্তন করা শুরু করো। তুমি দ্বীনের পথে ফিরে আসো। বিশ্বাস করো সুখ কেবল রবের স্মরণে, রবের আনুগত্যে , রবের সন্তুষ্টিতে। মানসিক শান্তি কেবল রবের দিকেই রয়েছে।

- ফাতেমা শেখ

বিলশা বাজার মসজিদ & মাদ্রাসা, গুরুদশপুর, নাটোর🫣❤️😎
13/07/2025

বিলশা বাজার মসজিদ & মাদ্রাসা, গুরুদশপুর, নাটোর
🫣❤️😎

04/07/2025

মানুষের সম্পর্কে ভালো ধারনা রাখা ভালো ইবাদতের অন্তর্ভুক্ত।
~আবু দাউদ-৪৯৯৩~
মুফতি আরিফ বিন হাবিব

Address

Bogura
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mottalib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mottalib:

Share