Parbaz Ahmed Anik

  • Home
  • Parbaz Ahmed Anik
11/07/2025
এদের চিহ্নিত করে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি
11/07/2025

এদের চিহ্নিত করে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি

10/07/2025

এই যে শহরে এতো এতো মানুষ বাস করে, তবুও মানুষ কেন মানুষের অভাবে ম'রে? মানুষ কেন মানুষের অভাবে ছটফট করে?
শহরে এতো এতো মানুষ থাকা সত্ত্বেও মানুষ কেন নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয়? কেনইবা তাহার জন্য কেঁদে কেঁদে চোখ ভাসায় আ'মৃ'ত্যু পর্যন্ত।
আসলে মানুষের যখন কোন নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে যায়, তখন ওই মানুষ ছাড়া আস্ত একটা পৃথিবীও জনশুন্য মনে হয়, ওই নির্দিষ্ট মানুষটি ছাড়া একটি দিনও, এক বছরের মনে
হয়।🥀💔

10/07/2025

আমার যে কষ্ট হয় না, তা তো নয়!
আমারও কষ্ট হয়, বুকের ভেতর চাপা কষ্টে আমি শেষ হতে থাকি!
কাকে বলবো, কাকে বোঝাবো আমি?
আমার নিরব কান্না তুমি বুঝবে না,বুঝতে চেষ্টাও_করোনি কখনো🥀💔

10/07/2025

তুমি ভালো আছো শুনলে
আমার আর তোমাকে বলতে ইচ্ছে করে না,
আমি আসলে তোমাকে ছাড়া ভালো নেই 💔

ইসসস যে যারে ভালোবাসে দাঁড়ি-চুল পাকা অব্দি যদি সে তার হয়েই থেকে যেতো💔🥀
09/07/2025

ইসসস যে যারে ভালোবাসে দাঁড়ি-চুল পাকা অব্দি যদি সে তার হয়েই থেকে যেতো💔🥀

09/07/2025

পরজনমেরও একসাথে থাকার স্বপ্ন দেখতাম আমরা, অথচ এই জনমে-ই এক হতে পারলাম না! 💔😅
#হিমু 💔🥀

হিমু তুমিহীনা সবই চলছে, শুধুমাত্র মনের গহীনে একটু চিনচিন ব্যা'থা ছাড়া.💔🥀
09/07/2025

হিমু তুমিহীনা সবই চলছে,
শুধুমাত্র মনের গহীনে একটু চিনচিন ব্যা'থা ছাড়া.💔🥀

হিমু পুরোনো কিছু স্মৃতির মতো, তুমিও রয়ে যাবে আজীবন, হয়তো শেষ বয়সেও তোমার হারিয়ে যাওয়ার গল্প শুনাবো কাছের কাউকে! 💔😅
09/07/2025

হিমু পুরোনো কিছু স্মৃতির মতো, তুমিও রয়ে যাবে আজীবন, হয়তো শেষ বয়সেও তোমার হারিয়ে যাওয়ার গল্প শুনাবো কাছের কাউকে! 💔😅

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।যে কষ্টগুলো ...
09/07/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!
সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!
কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?
সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!
এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার!

05/07/2025

কি ভাবছো,- আমাকে তোমার মনে পড়বে'না
-পড়বে পড়বে-
আমাকে তুমার ঠিকই মনে পড়বে, মিথ্যা করে হলেও একদিনের জন্য ভালোবাসা দেখিয়েছিলে- দেখিয়েছিলে" তো
মিথ্যে করে হলেও- কাছে তো এসেছিলে- কী এসেছিলে না,
তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে- তোমার কাছে আসা🫂
অবুঝ দিনের বেড়ানোর সুখ হতে পারে🙃, অপ্রাপ্ত বয়স্ক আবেগ হতে পারে👍 কিন্তু এই যে তুমি মিথ্যা করে ভালোবাসা নিয়ে গেছো 💝🥲

প্রথম ভালোবাসার ছোঁয়া নিয়ে গেছো- সব তো সত্য✔️

, এসব সত্যের পাঁচিলে.. একদিন ঠেকে যাবে তুমি🤔 তখন দেখো ঠিকই মনে পড়বে আমাকে🥰

যার কাছে তুমি প্রথম মানুষ হতে যাবে 🧍সে যদি প্রশ্ন করে 🤔 আমার আগে তুমার জীবনে কোনো মানুষ এসেছিলো কি-না😟 কেউ তুমাকে ছুঁয়ে দেখেছিলো কি-না 😊 তখন হয়তো মিথ্যে গুলো সাজিয়ে গুছিয়ে বলবে😊

কিন্তু আমি নামক ছোঁয়া তুমি ঠিকই ভিতরে ভিতরে টের পাবে🥹, কী ভাবছো আমাকে তোমার মনে পড়বে"না🙃
পড়বে.. আমাকে তোমার ঠিকই মনে পড়বে 🤩

আমার না হওয়া মহারানী💔🥀

04/07/2025

hmm💔🥀

Address


Alerts

Be the first to know and let us send you an email when Parbaz Ahmed Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share