Parbaz Ahmed Anik

05/08/2025

একদিন আমারে নিয়া কারো কাছে গল্প করবা,
বলবা একটা মানুষ ছিল যেই মানুষটারে কতো দুঃখ দিলাম,ক্ষত বিক্ষত করলাম, শেষ মেষ ছাইড়া দিলাম!
তারপরও আমার প্রতি একফোঁটা ভালোবাসা,
মায়া কমলো না তার!
একদিন তুমি কারো কাছে আমার গল্প করবা,
বলবা এই মানুষটার ছাইড়া আসার সময় মানুষটা আমারে কাইন্দা কাইন্দা কইছিলো তুমি আমারে ছাইড়া যাইওনা, তোমারে ছাড়া আমি বাঁচবো না! তোমারে ছাড়া আমি মইরা যামু, দোয়া কইরা আমারে ছাইড়া যাইওনা!
মানুষটারে ছাইড়া আসার সময় মানুষটা আমার কাছে থাকার লাইগা কত আকুতি মিনতি করলো,কত কান্না কাটি করল, কতো আহাজারি করালো, হাত জোড় করলো, তারপরেও আমি মানুষটারে ছাইড়া চইলা আইছিলাম!
একদিন তুমি কারো কাছে আমার গল্প করবা বলবা এই মানুষটার মতো কেউ কোনোদিন আমারে ভালোবাসে নাই! তার মতো কইরা কেউ আমারে আগলাইয়া রাখে নাই!
বলবা এই মানুষটারে এখন আমি অনেক মিস্ করি, বড্ড মিস্ করি! যেই মানুষটারে আমি দূর দূর কইরা তারিয়ে দিয়েছিলাম আমার জীবন থেকে!

✍️তোমার_অনিক💔🥀

তোমার অপেক্ষায় নিজেকে পুরিয়ে ফেলছি সিগারেটের দোয়ায় কেন এত ভালোবেসেছিলাম তোমাকে যে আমাকে না আমার মনের ভিতরে থাকা কষ্ট...
02/08/2025

তোমার অপেক্ষায় নিজেকে পুরিয়ে ফেলছি সিগারেটের দোয়ায়
কেন এত ভালোবেসেছিলাম তোমাকে যে আমাকে না আমার মনের ভিতরে থাকা কষ্টগুলোকে দেখতে চায় তোমাকে মনের ভিতর রাখতে চেয়েছিলাম কিন্তু তুমি থাকতে চাও নি এত ভালোবেসেছিলাম তোমাকে কিন্তু তুমি কেন সেই ভালোবাসা বোঝোনি নিজেকে কেন অভিশাপ দিচ্ছি এখন কি হবে আমার একটা অসুখ হোক আমার তোমাকে ভুলে যাওয়ার তোমাকে হারানোর পর তোমার মত আর কাউকে ভালো লাগে না তোমার মত করে কেউ এখন আমাকে আর ভালোবাসে না🥺

একজন পুরুষকে চেনা যায়, তার স্ত্রীর প্রেগন্যান্সির সময়। স্ত্রীর গর্ভাবস্থায় যে পুরুষ নিজেকে সংযত রাখতে পারে, সেই পুরুষই ধ...
02/08/2025

একজন পুরুষকে চেনা যায়, তার স্ত্রীর প্রেগন্যান্সির সময়। স্ত্রীর গর্ভাবস্থায় যে পুরুষ নিজেকে সংযত রাখতে পারে, সেই পুরুষই ধৈর্যশীল সেই সাথে উত্তম পুরুষ।

সাধারণত দাম্পত্য জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন সময় হচ্ছে স্ত্রীর গর্ভাবস্থার সময়টুকু। এই সময়ে স্বামী-স্ত্রীর মাঝে শারিরীক দিক থেকে কিছুটা দূরত্বের সৃষ্টি হয়! যদি পরস্পরের মনের দিকটা স্বয়ংসম্পূর্ণ থাকে, তবে এই কঠিন সময়টা খুব সহজে পার করা যায়।

স্ত্রীর প্রেগন্যান্সি কিংবা গর্ভাবস্থার সময় পুরুষদের হতে হয় অত্যন্ত ধৈর্যশীল। যে পুরুষ স্ত্রীর কথা চিন্তা করে এই সময়টাতে ধৈর্য ধরে স্ত্রীর পাশে থাকতে পারে, সে পুরুষ নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য।

বিগত দিনে যে স্ত্রী আপনার শারীরিক আর মানসিক চাহিদা পূরণ করে আসছে, একমাত্র আপনাকে খুশি করতেই সে আপনারই সন্তান গর্ভে ধারণ করে। আর যদি এই অল্প কটা দিন ধৈর্য না ধরতে পারেন, তবে আর তাকে কিংবা আপনার অনাগত সন্তানকে ভালোবাসলেন কই?

যারা মূলত শুধু শরীর বোঝে, তারা কস্মিনকালেও স্ত্রীর গর্ভাবস্থায় ধৈর্য ধরতে পারে না। আর যারা স্ত্রী'র মনেরও যত্ন নেয়, তারা যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করে তার ধৈর্য এবং ভালোবাসার প্রমাণ দিতে পারে।

স্ত্রী কোনো পন্য নয় যে, শুধুমাত্র প্রয়োজনে তাকে কাছে ডাকতে হবে কিংবা তার কাছে থাকতে হবে। বরং তার খারাপ সময়ে, বিশেষ দিনে(প্রেগন্যান্সি+পিরিয়ড), তার পাশে ছায়ার মতো লেগে থাকাটাই হচ্ছে প্রকৃত স্বামীর পরিচয়।

তোমার অনিক💔

31/07/2025

হিমু তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল
অনেক পথ পারি দেওয়ার ইচ্ছা ছিল,
কিন্তু আমার অবস্থান বদলানোর আগেই বদলে গেলে তুমি, বদলে গেলো তোমার দেওয়া কথা
তুমি অন্য কাউরে সঙ্গ দিলে আর আমার সঙ্গী হলো তোমার দেওয়া দুঃখ..!😅❤️‍🩹

হিমু তোমার সাথে রাতে কথা বলার পরে ঘুমিয়ে যাওয়া অভ্যাস ছিলো,,এখন কথা ও হয় না রাতে ঘুনানো ও হয়না💔😭✍️তোমার অনিক💔
31/07/2025

হিমু তোমার সাথে রাতে কথা বলার পরে ঘুমিয়ে যাওয়া অভ্যাস ছিলো,,এখন কথা ও হয় না রাতে ঘুনানো ও হয়না💔😭

✍️তোমার অনিক💔

মন ভালো নেই আজ বহুদিন ধরে, হাসি আর কষ্টের মাঝখানে একটা শূন্যতা জমে গেছে।সবকিছু ঠিক আছে বললেও, ভেতরের অশান্তিটা থামে না ক...
30/07/2025

মন ভালো নেই আজ বহুদিন ধরে, হাসি আর কষ্টের মাঝখানে একটা শূন্যতা জমে গেছে।
সবকিছু ঠিক আছে বললেও, ভেতরের অশান্তিটা থামে না কিছুতেই।

কারও সঙ্গে কিছু ভাগ করে নিতে ইচ্ছেও করে না, কারণ সবাই শুধু শুনে-কেউ বোঝে না।

রাতের পর রাত কেটে যায়, ঘুম আসে না চোখে, শুধু পুরোনো কিছু কথা চোখের পাতায় হালকা জলের মতো জমে থাকে।

আসলে, মন ভালো থাকার অভিনয়টাই এখন সবচেয়ে ক্লান্তিকর একটা কাজ।

মন ভালো নেই!💔

✍️তোমার অনিক💔

তোমার প্রতি আমার অদ্ভুত মায়া , অথচ তোমার সাথে আমার কিছুই নেই ,না সম্পর্ক না যোগাযোগ 💔✍️তোমার অনিক💔
28/07/2025

তোমার প্রতি আমার অদ্ভুত মায়া , অথচ তোমার সাথে আমার কিছুই নেই ,না সম্পর্ক না যোগাযোগ 💔

✍️তোমার অনিক💔

27/07/2025

দীর্ঘদিন অপেক্ষার পর বুঝলাম,
আসলে সে আর কোনকালেও ফিরবে না.!😅💔

বুঝবা একদিন তুমিও ভুল মানুষকে ভালোবেসে_আমি যে ধ্বংস হয়ে গেলাম,তুমিও হইবা!ভালোবাসার বড্ড অভাব হইবো তোমার_দেইখা নিও,মিলাইয়...
26/07/2025

বুঝবা একদিন তুমিও
ভুল মানুষকে ভালোবেসে_আমি যে ধ্বংস হয়ে গেলাম,তুমিও হইবা!
ভালোবাসার বড্ড অভাব হইবো তোমার_দেইখা নিও,
মিলাইয়া নিও..!❤️‍🩹😅

✍️তোমার অনিক💔

সত্যি বলতে আমি ভালো নেই, বাহির থেকে অনেক কিছু দেখবে কিন্তু ভিতরে খালি হয়ে আছি!না জানি কতোবার যে বসে নিজেই একা কেদেছি! না...
25/07/2025

সত্যি বলতে আমি ভালো নেই, বাহির থেকে অনেক কিছু দেখবে কিন্তু ভিতরে খালি হয়ে আছি!না জানি কতোবার যে বসে নিজেই একা কেদেছি! না জানি'কতোবার যে নিজের ওপর নিজেই বিরক্তে চিল্লাচিল্লি করেছি! হ্যাঁ আমি দুনিয়ার সামনে তা- প্রকাশ করিনি! কারন যখনি কারো সাথে মিশেছি, আমি সব সময় মুখে হাসি রেখেছি...

✍️তোমার_অনিক💔

congratulations"তুমি আমায় হারিয়ে ফেলেছো...😅💔
24/07/2025

congratulations"তুমি আমায় হারিয়ে ফেলেছো...😅💔

Address

Brahmanbari

Alerts

Be the first to know and let us send you an email when Parbaz Ahmed Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category