Parbaz Ahmed Anik

হিমু আমি বোকা নই, আমি শুধু তোমাকে বিশ্বাস করেছিলাম।""ভালোবাসা ভুল ছিল না, ভুল ছিল তোমাকে বিশ্বাস করা।""ঠকেছি বলে আমাকে ব...
27/10/2025

হিমু আমি বোকা নই, আমি শুধু তোমাকে বিশ্বাস করেছিলাম।""ভালোবাসা ভুল ছিল না, ভুল ছিল তোমাকে বিশ্বাস করা।""ঠকেছি বলে আমাকে বোকা ভেবো না, বরং ভাবো- তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম!""আমার বিশ্বাসের অপমান করেছো, কিন্তু আমার ভালোবাসার নয়।""আমি বোকা ছিলাম না, আমি শুধু তোমার জন্য অন্ধ বিশ্বাসী ছিলাম।""তুমি আমাকে ঠকাওনি, তুমি শুধু আমার অমূল্য বিশ্বাস হারিয়েছো।""বিশ্বাস যতটা গভীর ছিল, আঘাতটাও ঠিক ততটাই গভীর হয়েছে।""তুমি আমাকে ঠকাতে পেরেছো, কিন্তু আমার বিশ্বাসের শক্তি কখনো হারাতে পারবে না।""তুমি যতটা চালাক ছিলে, আমি তার চেয়ে অনেক গুণ বেশি বিশ্বাসীআমি তার চেয়ে অনেক গুণ বেশি বিশ্বাসী ছিলাম।""তুমি ঠকিয়েছো বলে আমি হেরে যাইনি, বরং তুমি আমার বিশ্বাস হারিয়ে আজীবনের জন্য হেরে গেলে।"আমি বোকা ছিলাম না, আমি শুধু তোমার কথায় নিজের সব স্বপ্ন গেঁথেছিলাম।""তুমি ঠকিয়েছো, সেটা তোমার স্বভাব। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম, সেটা আমার ভালোবাসা।"আমার বিশ্বাসকে দুর্বল ভেবো না, এটাই ছিল আমার সবচেয়ে বড় ভালোবাসা।""ঠকেছি বলে কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি তোমাকে এতটা বিশ্বাস করে।"বিশ্বাসের মানুষই যখন প্রতারণা করে, তখন আঘাতটা মৃত্যুর চেয়েও ভয়ংকর লাগে।""আমি বোকা নই, তুমি শুধু আমার বিশ্বাসের সুযোগ নিয়েছো।"ঠকেছি বলে আফসোস নেই, আফসোস শুধুতোমার মতো কাউকে বিশ্বাস করেছিলাম।""ভালোবাসা দিয়ে নয়, আমি তোমাকে বিশ্বাস দিয়েই হেরেছি।""যে বিশ্বাস ভাঙে, সে কোনোদিনই সত্যিকারের ভালোবাসতে জানে না।"
"আমি হারিনি, হারিয়েছে আমার অন্ধ বিশ্বাস তোমার মিথ্যা ভালোবাসার কাছে।""তুমি ঠকিয়েছো, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম সেটাই আমার সবচেয়ে বড় ভুল।""আমি বোকা ছিলাম না, আমি শুধু তোমার মিথ্যা হাসির আড়ালে সত্যি খুঁজেছিলাম।""যাকে নিজের পৃথিবী ভেবেছিলাম, সে-ই আমাকে সবচেয়ে বেশি ভেঙে দিলো।""বিশ্বাস ভাঙা কষ্টের নয়, কষ্টের হলো- তোমার মতো মানুষকে এতটা বিশ্বাস করা।"তুমি শুধু আমাকে ঠকাওনি, তুমি আমার স্বপ্ন, আশা আর বিশ্বাস সব ভেঙেছো।""আমার কষ্টের দায় আমি দিই না,, ভাগ্যকে আমি দায়ী করি,,, শুধু তোমার মতো বিশ্বাসঘাতক মানুষের জন্য।"ভালোবাসা আমার অপরাধ নয়, অপরাধ ছিল তোমার প্রতিশ্রুতিকে সত্যি ভেবে নেওয়া।""ভালোবাসা আমার দোষ ছিল না, দোষ ছিল তোমার মতো মানুষকে ভালোবেসে বিশ্বাস করা।"
" আমার ভালোবাসা যতটা সত্যি ছিল, তুমি ততটাই মিথ্যে ছিলে।""ভালোবাসা ছিল আমার বিশ্বাস💔🥺

তোমার_অনিক💔😭

আপনাকে পাওয়ার আশা আমার সারাজীবন থাকবে!আহা! কত সখেরই না ছিলেন আপনি আমার, আপনারে পাওয়ার জন্য কত কি না করলাম, অবশেষে আপনারে...
26/10/2025

আপনাকে পাওয়ার আশা আমার সারাজীবন থাকবে!

আহা! কত সখেরই না ছিলেন আপনি আমার, আপনারে পাওয়ার জন্য কত কি না করলাম, অবশেষে আপনারে হারিয়ে পরে রইলাম নিঃস্ব এক আমি!

দেখেন না আজ আমার কিছু নাই, আপনিও নাই, অথচ এই আপনি সারাজীবন থাকার ওয়াদা করেছিলেন!

আপনি না আমার কান্না সহ্য করতে পারতেন না, দেখেন আজ এই কান্নাই আমার নিত্য সঙ্গী, ওহে আমার সখের নারী, আজ আপনি অন্য কারো আর আমি অসহায় পথের পথিক!

কত বেহায়া না আমি, নাইলে আপনার এত অবহেলার পরেও শুধু আপনারেই চাই, আল্লাহ মাফ করুক আমারে যেই পাপের কারনে আমি আপনারে পাই নাই, আপনার সখের পুরুষ কে বলে দিবেন তার ভাগ্য সোনায় বাধানো যেই আপনারে আমি জীবন দিয়াও পাইলাম না তারে সে এমনি পাইয়া গেল!

সুখে থাইকেন আপনি, কোনো এক অজানা বিকেলে বাতাসের দোলা হয়ে ফিরে আসব আমি!

আর কিছু না হোক আফসোস তো একদিন আপনিও করবেন, সেই দিনের অপেক্ষায় থাকব এই আমি💔😭

তোমার_অনিক 🥺

হিমু সামান্য ভালোবাসা আর আদর-যত্ন ভরসা আর একটু মাথা গুজার ঠাঁই পেলেই বদলে যেত আমার জীবন। মাথা ভর্তি রাগ,জেদ আর খিটখিটে ম...
26/10/2025

হিমু সামান্য ভালোবাসা আর আদর-যত্ন ভরসা আর একটু মাথা গুজার ঠাঁই পেলেই বদলে যেত আমার জীবন। মাথা ভর্তি রাগ,জেদ আর খিটখিটে মেজাজ থাকতো না। অনিয়ম, অনিদ্রা,অবসাদ,আমাকে ছুঁতেও পারতো না🥺

সন্ধ্যে হলেই তোমার বুকে শিশুদের মত নির্বিঘ্নে-নিশ্চিন্তে ঘুমিয়ে যেতাম! বিশ্বাস করো জীবন নিয়ে আমার কোন আক্ষেপ কিংবা আফসোস থাকতো না🥺

এই যে এত দুঃখ য*ন্ত্র*না আক্ষেপ,এগুলো কিসের জানো? তোমার ভালোবাসা না পাওয়ার তোমার ভালোবাসা পেলে আমি আর কিচ্ছু চাইতাম না,বিশ্বাস করো কিচ্ছু না। তোমার ভালোবাসা পাইনি বলেই আমার জীবন নিয়ে এত অনিশ্চয়তায় ভুগি💔

"জানো তো একা থাকতে থাকতে অতিরিক্ত হতাশার কারণে আজকাল নিজেকে মনে হয় কারাগার থেকে পালিয়ে আসা কোন মানসিক রোগী💔🥺

✍️অনিক💔

হিমু তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ...
22/10/2025

হিমু তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলে দিতে পারে। আমি সবসময় ভেবেছিলাম তুমি আমার হবে, আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখব। কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধু আমার স্বপ্নের মানুষ, আমার হাসির আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার, অথচ সেই উপহারটাকে আমি কোনোদিন আমার হাতে পাইনি। ভালোবাসার মতো অমূল্য একটা অনুভূতি আমি পেয়েছি, কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আর পাইনি। হয়তো আল্লাহর ইচ্ছাই এমন ছিলো তুমি আমার হবে না, কিন্তু তোমাকে ভালোবাসার সৌভাগ্যটা যেন কেবল আমার ভাগ্যেই লিখে দিলেন। তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো, আমার জীবনে তুমি সবসময়ই থেকে যাবে। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম না, ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা। হয়তো আমি তোমার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারব না, কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল নিজের জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবাসার এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আর সেই সৌভাগ্য নিয়েই আমি বাঁচব আজীবন...! 🥹❤️🩹

কেমন আছো তুমি… অবশ্যই ভালো আছো, তাই না?অনেকদিন হয়ে গেলো… না, অনেক বছর হয়ে গেছে তোমার সাথে কোনো কথা হয়নি।তোমার খবর নেওয়া ...
21/10/2025

কেমন আছো তুমি… অবশ্যই ভালো আছো, তাই না?
অনেকদিন হয়ে গেলো… না, অনেক বছর হয়ে গেছে তোমার সাথে কোনো কথা হয়নি।
তোমার খবর নেওয়া হয়নি। তোমার কণ্ঠ শোনা হয়নি।
তবু বিশ্বাস করো, আমি একটুও ভুলে যাইনি।
সবকিছু বদলে গেছে, কিন্তু তোমাকে নিয়ে যে স্মৃতিগুলো ছিল, সেগুলো এখনো আগের মতোই রয়ে গেছে।
জানো, এই একটা প্রশ্ন করার পেছনে কত না লুকানো আক্ষেপ আছে।
হাজারবার মনে হয়েছে লিখি— কেমন আছো তুমি?
কিন্তু লিখতে পারিনি।
হাত কাঁপতে শুরু করেছে প্রতিবার।
কারণ ভয় ছিল… যদি তুমি উত্তর না দাও?
আর যদি দাও… তখন আবার সবকিছু মনে পড়বে।
যে আমি তোমাকে ধরে রাখতে পারিনি।
যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি।
তোমার পৃথিবী হয়তো অনেক সুন্দর হয়ে গেছে, আর সেই পৃথিবীতে আমার নামটাই নেই।
তবু মন চায় তোমার খবর নিতে।
আসলে এই একটা লাইন শুধু খবর নেওয়ার জন্য না।
এর ভেতরে লুকানো—
একটা না বলা কষ্ট, অনেক না পাওয়া মুহূর্তের হিসাব,
আর সেই মানুষটার জন্য অপূর্ণ যত্নের দাবি।
কতবার চেয়েছি লিখতে— তুমি ভালো থাক, এটাই চাই,
কিন্তু মনে মনে বলেছি— তুমি তো আমার জন্য ভালো থাকার কথা ছিলে...
তুমি জানো না হয়তো, এই নীরবতা আমাকে কতটা ভেঙে দিয়েছে।
আমি চাইলে ভুলে যেতে পারতাম, কিন্তু পারিনি।
কখনো হঠাৎ রাতের নীরবতায় মনে হয়— তুমি কি একটুও আমাকে মনে করো?
তুমি কি কখনো আমার নামটা বলো নিজের মনে?
না কি আমি কেবল অতীতের কোনো পাতায় আটকে থাকা একটা স্মৃতি মাত্র😭💔

তোমার অনিক 💔😭

18/10/2025

আমার না হওয়া মাহারানী..★
তুমি তো নিজেই বলছিলা ভালবাসি তোমায় তাহলে কই গেল সেই ভালোবাসা
ভালবাসতে গিয়ে কি বলছিলাম তোমায় এখন কেন আমার এই ছাইড়া গেলা ছাইড়া গেছো দুঃখ নেই আমার থেকে তো বেটার একজনকে পাইছো তাই না,, দোষটা আমারই ! আমায় আগে আগে টাকা ইনকাম করতে হতো আমি ইনকাম করিনা বলে অন্যের সাথে বিয়ে বসলে তুমি না বলেছিলে ভালো থেকো তুমি.. তুমি জানো না তোমায় ছাড়া কেমনে ভালো থাকতে পারি আমি ভালোবাসার সময় মনে ছিল না পরিবারের কথা এখন কেন তোমার মনে হল যে তোমার পরিবার আছে আমি তো আগেই বলছিলাম যে যদি বাসা থেকে তোমার বিয়ের চাপ দেয় তাহলে তুমি কি করবা তুমি তো বলছিলা যে বেশি চাপ দিলে পালাই যাবো কই গেলো তোমার সেই কথা তুমি তো এখন অন্যের সংসার করতে ব্যস্ত এই পাগলটারে একটাবার খোঁজ নিলা না.. জানি তুমি অনেক সুখে আছো সবাই সবার ভালোবাসার জন্য দোয়া করে কিন্তু আমি তোমার জন্য দোয়া করতে পারবো না আমি থাকবো কষ্টে আর তুমি থাকবে সুখে এইটা হয় দেখো তুমিও একদিন অনেক কষ্ট পাবে আর মনে মনে ভাববে আমার এক পাগল ছিল সে আমারে পাগলের মত ভালবাসছিল কেন তারে ছাইড়া দিলাম তখন আফসোস নিয়ে বলবা হয়তো পাগল টাকে ছেড়ে দিয়ে ভুল করছি 💔😅🥺🥀

18/10/2025

যতদিন না নিজের কবর খুড়ার সময় হয়, ততদিন এইভাবেই তাকে পাওয়ার ইচ্ছে গুলাকে প্রতিনিয়ত নিজের ভেতরে কবর দিতে হবে, আহা ভালোবাসা কি নিদারুণ সুন্দর😅😅🥀

18/10/2025

তোমারে পাওয়া বড় শখ ছিল। কিন্তু তোমারে পাওয়া হলো না;অথচ তুমি চাইলেই তোমাকে আমি পেয়ে যেতাম। সময়ের চক্রবাকে আমরা হয়তো হারী কিংবা জিতী। কিন্তু ওই ছোঁয়া অতীত আর অদেখা ভবিষ্যতের কথা আমরা ভুলি না।

যেমন করে ভুলতে পারছি না তোমারে। তোমারে ভুলার জন্য কতো - শত বার নিজেকে ভান করে ভালো রেখেছি। তবুও রাত্রির অন্ধকার জেগে উঠলে, মনে হয় নিঃসঙ্গ নক্ষত্রের মতো আমি আসলেই একা, চিরতরে একা। এই নিঃসঙ্গ যেন কাটিয়ে উঠতে পারি না।

তোমার ভুলে গেছি, এই মিথ্যা আশ্বাসে আমি পুড়িয়ে ফেলি জীবনে অজস্র পথ। তবুও যেন থামতে পারছি না, মনে হয় পাখির নীড়ে ফিরে দেখে তুমিও ফিরে আসো। তারপর বুকে হাত রেখে বলো, কোথাও যায়'নি আমি😭💔

অনিক 💔😭

হিমু তোমায় ছাড়া বেশ ভালোই আছি ”, কথাটা শুনতে কেমন বীভৎস লাগছে, তাই না? ভালো না থেকে উপায় কী? বলো....সারাদিনের কর্মব্যস্ত...
17/10/2025

হিমু তোমায় ছাড়া বেশ ভালোই আছি ”, কথাটা শুনতে কেমন বীভৎস লাগছে, তাই না? ভালো না থেকে উপায় কী? বলো....

সারাদিনের কর্মব্যস্ততায় তোমার মতো করে ভুলে থাকতে পারি না। শত হতাশা, দুঃখ-কষ্ট আমায় ভেঙ্গে চুরমার করে দিলেও আমি মাথা নত করি না। যতটা তোমার স্মৃতির কাছে মাথা নত করি।

এই যে অভাব, আমার স্বভাবে, র ক্তে মিশে থাকে! তোমার অভাবে আমি অভুক্ত কাঙ্গাল হয়ে থাকি। জানো তো? কাউকে মন থেকে ভালোবাসলে, তার থেকে ভালোবাসা না পেলে যে ভালোবাসার সখটাই মাটি হয়ে যায়। দ্বিতীয়বার কাউকে ভালোবাসার ইচ্ছে জাগে না– ভালোবাসা যায়ও না অন্তত।

অথচ তুমি? দিব্যি ভুলে থাকো। আমার বেলায় কত দ্বিধা তোমার! আমার জন্য তোমার সময় হয় না। ভালোবাসার স্বাদ জাগে না আগের মতো। তোমার জীবন তো থেমে নেই। পৃথিবী জুড়ে শুধু তোমার সফলতা আর সুখ।

দাম্পত্য জীবনে তুমি চরম ভাবে সুখী হলেও, বিধাতা আমায় সুখী হওয়ার সুযোগ দেয়নি। সারাজীবন শুধু তোমার মঙ্গল চেয়ে এসেছি, এখন নিজের জন্য মঙ্গল চাই কী করে? বলো...

তুমি তোমার মতো করে নিজেকে সামলে রাখো। রাখতে পারো, রাখার অবলম্বন আছে তোমার। কিন্তু আমার? তুমি ছাড়া কেউ ছিল না কখনো।

না চাইতেই তুমি সবকিছু পাও আর আমি যে শত তপস্যায় পাইনা! জীবনভর শুধু না পেয়ে পেয়ে এখন চাওয়ার ইচ্ছেটাই ক্ষীণ হয়ে গেছে! মানুষ যা না চাইতেই পায়, বা পেয়ে আসে, তার অভাব সে কখনোই বোঝে না।

আমি বুঝি, না পাওয়ার যন্ত্রণা কত করুণ হয় 💔🥺
এসব শুনে ভাবছো, ভালো নেই?
হু, আমার কাছে ভালো থাকা মানে এটাই। সবাইকে খুশি করে নিজেকে জ্বালিয়ে, পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করা। ক'জন অন্যকে সুখী করে, ভালো রেখে– নিজেকে নরকের অনলে এভাবে জ্বালাতে পারে? বলো....💔🥺

✍️তোমার অনিক💔🥺

রাত যত গভীর হয়, আমি ঠিক তত একাকিত্বে ভুগতে থাকি! আমি জানি, নিদ্রাহীনতা এক ধরনের বদঅভ্যেস! দিনশেষে ক্লান্ত শরীরে বিছানায় ...
17/10/2025

রাত যত গভীর হয়, আমি ঠিক তত একাকিত্বে ভুগতে থাকি! আমি জানি, নিদ্রাহীনতা এক ধরনের বদঅভ্যেস! দিনশেষে ক্লান্ত শরীরে বিছানায় মাথা রেখে, শান্তির ঘুম কে না ঘুমাতে চায়?

জীবন আর ক্যারিয়ার নিয়ে একটা সময় ভাবতাম, এখন আর ভাবি না। তবুও দুশ্চিন্তা আমার পিছু ছাড়ে না! যখনই ভাবি নিজেকে একটু ভালো রাখবো, ঠিক তখনই আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে যাই!

বিশ্বাস করুন, আমার জীবনে আর অন্য কোনো দুঃখ নেই। শুধু এই যে নিজেকে এত একা লাগা, সব অচেনা মানুষের ভীড়ে নিজেকে অসহায় লাগা, সবসময় নিজেকে নিঃস্ব মনে হওয়ার অনুভূতি আমাকে শেষ করে দিচ্ছে! চরম একাকিত্বে আমি আমার জীবনের স্বাদ ভুলে যাচ্ছি!

অনিক 💔😭

17/10/2025

এক যুগ পরেও যদি কেউ আমায় জিজ্ঞেস করে আপনি কি কাওকে ভালোবেসেছিলেন?

আমার উত্তর হবে হ্যা, তবে আমি পাইনি সেই মানুষটাকে.. কিন্তু গর্ব করে বলতে পারবো তাকে আমি অসম্ভব ভালোবেসেছিলাম, তাকে আমার এখনো ভালো লাগে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পজন্ত আমি বলবো আমি এখনো তাকে অনেক ভালোবাসি"

কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় মন থেকে সৌন্দর্য দেখে ভালোবাসা

সৃষ্টি হয় না...

আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি তাকে কোনো দিনও বুঝাতে পারি নি...

তোমার মায়া ভরা মুখটা যদি একটিবার সামনাসামনি দেখতে পারতাম, হয়তো দেখার পর মনে মনে খুব কষ্ট পেতাম, তাতে কিন্তু খুব একটা ক্ষতি হতো না!

শুধু মনের গভীরে জমে থাকা সব কথাগুলো চোখ দিয়েই বলে দিতাম।

তুমি সেই মানুষ যে কখনো পুরোটা আমার ছিলে না, তবুও আমার সমস্তটা তুমি নিয়েই নিয়েছিলে রাস্তায় হেঁটে গেলে আজও খুঁজি তোমার মতো মুখ, ভিড়ের ভেতরেও চোখ খোঁজে একটুখানি চেনা হাসি-যেটা একসময় শুধু আমার ছিল ভাবতাম। তোমার ছায়াও যদি আজ সামনে থাকত, তবুও বুকের হাহাকারটা হয়তো একটু শান্ত হতো ভালোবাসা?

হয়তো এখনো খুব মিস করি, আমি তো ভুলিনি... হয়তো চিরকালই করবো-তুমি ভুলে গেলেও, তোমার নামটা এখনও আমার নিঃশ্বাসে জড়িয়ে আছে। তুমি ফিরবে না, আমি জানি...

তবুও প্রতিটা সন্ধ্যায় মনে হয়-হয়তো এইবার...!

তুমি ফিরবে.. 💔😭

Address

Brahmanbari

Alerts

Be the first to know and let us send you an email when Parbaz Ahmed Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category