05/08/2025
একদিন আমারে নিয়া কারো কাছে গল্প করবা,
বলবা একটা মানুষ ছিল যেই মানুষটারে কতো দুঃখ দিলাম,ক্ষত বিক্ষত করলাম, শেষ মেষ ছাইড়া দিলাম!
তারপরও আমার প্রতি একফোঁটা ভালোবাসা,
মায়া কমলো না তার!
একদিন তুমি কারো কাছে আমার গল্প করবা,
বলবা এই মানুষটার ছাইড়া আসার সময় মানুষটা আমারে কাইন্দা কাইন্দা কইছিলো তুমি আমারে ছাইড়া যাইওনা, তোমারে ছাড়া আমি বাঁচবো না! তোমারে ছাড়া আমি মইরা যামু, দোয়া কইরা আমারে ছাইড়া যাইওনা!
মানুষটারে ছাইড়া আসার সময় মানুষটা আমার কাছে থাকার লাইগা কত আকুতি মিনতি করলো,কত কান্না কাটি করল, কতো আহাজারি করালো, হাত জোড় করলো, তারপরেও আমি মানুষটারে ছাইড়া চইলা আইছিলাম!
একদিন তুমি কারো কাছে আমার গল্প করবা বলবা এই মানুষটার মতো কেউ কোনোদিন আমারে ভালোবাসে নাই! তার মতো কইরা কেউ আমারে আগলাইয়া রাখে নাই!
বলবা এই মানুষটারে এখন আমি অনেক মিস্ করি, বড্ড মিস্ করি! যেই মানুষটারে আমি দূর দূর কইরা তারিয়ে দিয়েছিলাম আমার জীবন থেকে!
✍️তোমার_অনিক💔🥀