Voice of faith

Voice of faith জীবন কাটুক আল্লাহ্ ও তাঁর রাসূলের আনুগত্যে (ইনশাআল্লাহ)

বিপ্লবী ছাত্রসমাজের পাশে দাঁড়ান! আল্লাহ ভরসা।Harun Izhar হাফিজাহুল্লাহ
09/05/2025

বিপ্লবী ছাত্রসমাজের পাশে দাঁড়ান!
আল্লাহ ভরসা।
Harun Izhar হাফিজাহুল্লাহ

ধূর্ত শত্রু পাকিস্তানের পাঁচটি স্থানে কীপুরুষোচিত আক্রমণ চালিয়েছে।ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে পাল্টা জবাব সম্পূর্ণ অধিকার...
07/05/2025

ধূর্ত শত্রু পাকিস্তানের পাঁচটি স্থানে কীপুরুষোচিত আক্রমণ চালিয়েছে।

ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে পাল্টা জবাব সম্পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে এবং পাল্টা জবাব দেওয়াও হচ্ছে।

পাকিস্তানি জাতি এবং সেনবাহিনী জানে কিভাবে শত্রুকে শায়েস্তা করতে হয়। আমরা কখনই শত্রুকে তাদের ঘৃণ্য লক্ষ্যে সফল হতে দেব না।

পয়লা বৈশাখ উপলক্ষে কষ্টের টাকায় শখ কইরা ১ কেজি ইলিশ কিনছিলাম। ১ কেজি মাছ কাটার পর পিস হইসে ১৪ টা।বুয়ার হাতে ১৪ পিস মাছ ব...
17/04/2025

পয়লা বৈশাখ উপলক্ষে কষ্টের টাকায় শখ কইরা ১ কেজি ইলিশ কিনছিলাম। ১ কেজি মাছ কাটার পর পিস হইসে ১৪ টা।

বুয়ার হাতে ১৪ পিস মাছ বুঝায় দিয়া খাওয়ার অপেক্ষায় ছিলাম। রান্না করে হাতে ময়লার ব্যাগ নিয়ে যাওয়ার সময় বুয়া কইল, মামা রান্না শেষ। আমি যাই। ঠিকাসে বইলা বিদায় দিলাম।

বিপত্তি বাধল খাইতে বসার সময়। মাছ গুইনা পাইলাম মোট ৬ পিস। স্বাভাবিকভাবে মাথা খারাপ হইয়া গেল।

আজকে খালা যখন রান্না করতে আসল তারে ধরলাম। কইলাম খালা মাছ দিসিলাম ১৪ পিস, খাওয়ার সময় ৬ পিস হয়ে গেল কেন?

খালার চোখেমুখে আগুন ঝরল। খালার যে নাতনীটা সাথে আসে সে আগ বাড়ায় কইল,

'আপনেরা হইলেন বেঈমানের জাত, আমার নানী যদি আপনাগোরে ৬ পিস রান্না কইরা না দিত খাইতেন কি?'

লেখাটা রেফায়া ইবনে রহমান ভাইয়ের

14/04/2025
হয়তো আর ফেরা হবেনা চিরচেনা সেই নদীতে। কি অদ্ভুত পৃথিবী, বৈশাখ এসেছে বলে মানুষের মুখে কত হাসি কত আনন্দ!অথচ তাদের চোখ দিয...
13/04/2025

হয়তো আর ফেরা হবেনা চিরচেনা সেই নদীতে। কি অদ্ভুত পৃথিবী, বৈশাখ এসেছে বলে মানুষের মুখে কত হাসি কত আনন্দ!

অথচ তাদের চোখ দিয়ে পড়ছে অজস্র অশ্রু! এ কেমন বর্বর তথাকথিত উৎসব। যেখানে তরতাজা ইলিশদের প্রাণের বিনিময়ে পালিত হয়। পহেলা বৈশাখের নামে নিরিহ ইলিশ হ-[ত্যা] বন্ধ হোক।

07/04/2025

লিল্লাহি তাকবির
আল্লাহু আকবার

07/04/2025

ইসরায়েল ধ্বং'সে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামা'স

সালটি ২১২৫ নতুন সূর্য উদিত হলো নতুন একদিন নতুন এক প্রজন্ম, নিয়ম করে তারা ব্যাস্ততার কারণে ক্লান্তি কাটাতে অফিসে ফাঁকে ক...
06/04/2025

সালটি ২১২৫ নতুন সূর্য উদিত হলো নতুন একদিন নতুন এক প্রজন্ম, নিয়ম করে তারা ব্যাস্ততার কারণে ক্লান্তি কাটাতে অফিসে ফাঁকে কিংবা পড়াশোনার ফাঁকে বই নিয়ে সময় উপভোগের আসায় খুব আগ্রহ নিয়ে ইতিহাসের বই "ফিলিস্তিন বর্তমান এবং অতীত ইতিহাস" নিয়ে পাতা খুলে পড়বে পড়তে পড়তে বইটির এক কলঙ্কময় অধ্যায় গিয়ে লেখা পাবে তাদের পূর্বপুরুষদের নির্লজ্জ উপস্থিতি,
২০২৩/২৫ ফিলিস্তিনির উপর ইজরায়েল নামক জানোয়ার ফিলিস্তিনিদের ওপর কি রকম হত্যাযজ্ঞ চালিয়েছে, ছোট ছোট শিশুদের কে হত্যা করেছে, দিনের পর দিন প্রজন্মের পর প্রজন্ম জানতে পাবে তারা যে বিশ্ব নিয়ে গর্ব করে সেই বিশ্বের কালো বিষাক্ত অতীত, কিভাবে পুরো বিশ্ব নিরব ছিল পুরো বিশ্ব জুড়ে আয়োজন ছিল রক্তের হোলি খেলা,
রক্তের ঘ্রাণ নাকে মেখে দিনের পর দিন তারা সুস্বাদু খাবার গিলে গেছে যেখানে এক ফোঁটা পানির জন্য মানুষ মারা গেছে মুসলিমরা নামাজে হাত কোথায় বাঁধা সহীহ এই নিয়ে মারামারি লিপ্ত ছিল কিন্তু তাঁরা তাঁদের মুসলিম ভাইদের জন্য কিছুই করেনি আর ঐ দিকে ইসরাইল নামক এক মানুষত্বহীন রক্ত পিপাসু এক জানোয়ার জাতি যারা রক্ত দিয়ে সকালের ডিনার করতো তো দুপুরে মানুষের গোশত দিয়ে লাঞ্চ করেছে রাতে সেই রক্ত দিয়ে গোসল দিয়েছে তাদের প্রদান খাবার ছিল ফিলিস্তিনি মানুষের মৃত দেহ। 💔😢

সেই প্রজন্ম তাদের পূর্বপুরুষদের উপর থুথু দিবে আর এভাবেই দিনের পর দিন প্রজন্মের পর প্রজন্মের কাছে লজ্জিত এবং অপরাধী হয়ে থাকবো আমরা 😢💔

#ফিলিস্তিন

06/04/2025

No work
No school
Tomorrow

06/04/2025

গাজায় দের বছর এতিম হয়েছে ৪০ হাজার শিশু

দেশ ও দেশের বাইরে যারা আছে সবাইকে জানাই ঈদ মোবারক #ঈদ  #ঈদুল_ফিতর
30/03/2025

দেশ ও দেশের বাইরে যারা আছে সবাইকে জানাই ঈদ মোবারক

#ঈদ #ঈদুল_ফিতর

Address

Brahmanbaria
Brahmanbari
3400

Alerts

Be the first to know and let us send you an email when Voice of faith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of faith:

Share