Onorgho ツ

Onorgho ツ لَا إِلٰهَ إِلَّا اللَّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّٰهِ
(1)

24/11/2023

জিন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী শুক্রবার
দিন ভোর হতে সূর্যোদয় পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে।
[ আবু দাউদ : ১০৪৬ ]

14/11/2023

বেশি বেশি আলহামদুলিল্লাহ্ পাঠ করুন
কেননা, আলহামদুলিল্লাহ্ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দো'য়া
(তিরমিযী-৫/৪৬২)

14/11/2023

হে প্রশান্ত আত্মা!
তুমি ফিরে এসো তোমার রবের কাছে সন্তুষ্টচিত্তে ও সন্তুোষভাজন হয়ে।

অতঃপর শামিল হয়ে যাও আমার প্রিয় বান্দাদের দলে।
আর প্রবেশ করো আমার জান্নাতে।

( সুরা আল ফাজর আয়াত : ২৭ - ৩০)

12/11/2023

যখন আযান শেষ হয়ে যাবে তখন আল্লাহর কাছে চাও!তুমি যা চাইবে তাই পাবে"!!

[আবু দাউদ :- ৫২৪]💙

12/11/2023

রসুলﷺ বলেছেনঃ-অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে যাতে করে জীবন্ত অবস্হায় তার সমস্ত গোনাহ মাফ হয়ে যায়।

[তিরমিযি- ২৩৯৮]

12/11/2023

চোখসমূহের খিয়ানত এবং অন্তরসমূহের গোপন কথা,সবই তিনি জানেন।

সূরা গাফির ( আল-মুমিন) আয়াত:১৯

20/10/2023

রাসূল (সা.) বলেছেন,
❝কেউ তোমাদের ফুল দিলে
তা যেনো প্রত্যাখ্যান না করে।
কেননা, তা হালকা এবং ঘ্রাণে উত্তম৷❞

সহিহ মুসলিম - ৫৬৮৭

15/10/2023

রাসূল(ﷺ) বলেছেন,
মুসলমান এর যে কোনো ক্লান্তি,অসুখ,চিন্তা,এমনকি তার 'পায়ে কাঁটাও' লাগে আল্লাহ তা'আলা এর মাধ্যমে তার গোনাহ্ ক্ষমা করে দেন।♥
সুবহানআল্লাহ

~(সহীহ বুখারী :৫৬৪২)

26/09/2023

যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়াত দেন, তবে তা হবে তোমার জন্য একপাল লাল উটের চেয়ে উত্তম!

[ আবু দাউদঃ ৩৬৬১ ]

25/09/2023

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, দু'আ ব্যতীত অন্য কোন কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোন কিছুই হায়াত বাড়াতে পারে না।

~জামে' আত-তিরমিজি: ২১৩৯

21/09/2023

"আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা অতিবাহিত করা, দুনিয়া ও তার মাঝে যা কিছু রয়েছে তা হতে উত্তম!" ❤️

~(বুখারী:২৭৯২)।

20/09/2023

"এতিম লালন পালনকারী জান্নাতে যাবে এবং জান্নাতে রাসুল (সাঃ) এর সাথে থাকবে"

বুখারী : ৫৩০৪

Address

Brahmanbari

Telephone

+8801904002083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Onorgho ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Onorgho ツ:

Share

Category