Afzal Official Tv

Afzal Official Tv Assalamualaykum,
আসসালামু আলাইকুম
(আরবি: ٱلسَّلَامُ عَلَيْكُمْ) আরবি ভাষায় একটি অভিবাদনসূচক বাক্যাংশ, যার অর্থ "আপনার উপর শান্তি বর্ষিত হোক"।

08/07/2025

যারা অন্যের দোষ আপনার কাছে বলে তারা আপনার দোষও অন্যের কাছে করবে। তাই এসব মানুষ থেকে সতর্ক থাকুন,ইন্শাআল্লাহ।

হে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, নগণ্য আমার আয়ু থেকে নিয়ে হলেও গুরুত্বপূর্ণ এই মানুষটার আয়ু বাড়িয়ে দাও... 🤲
18/06/2025

হে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, নগণ্য আমার আয়ু থেকে নিয়ে হলেও গুরুত্বপূর্ণ এই মানুষটার আয়ু বাড়িয়ে দাও... 🤲

18/06/2025

ইসলামে শুভ স্বপ্ন!

১) নিজেকে দোয়া করতে দেখা।

২) স্বপ্নে জান্নাত দেখা।

৩) স্বপ্নে পানি দেখা।

৪) স্বপ্নে কোরআন দেখা।

৫) স্বপ্নে বিড়াল দেখা।

৬) স্বপ্নে ক্বাবা শরিফ দেখা।

৭) কোনো পুরুষকে হাসতে দেখা

29/05/2025

যেসব টাকায় কোরবানি
কবুল হবে না!❌❌❌

১. সুদের টাকা

২. ঘুষের টাকা

৩. চুরির টাকা

৪. ছিনতাই করা টাকা

৫. ঠকিয়ে নেওয়া টাকা

আল্লাহ সবাইকে সহীহ বুঝ দান করুন আমিন

30/03/2025

🌙ঈদের আগের দিনের করণীয়

১. রাত জেগে ইবাদত করা

২. গোসল করা

৩. নতুন বা পরিষ্কার পোশাক প্রস্তুত করা

৪. সুগন্ধি ব্যবহার করা

৫. নখ, চুল ও অবাঞ্ছিত লোম কাটা

৬. সদকাতুল ফিতর আদায় করা

৭. পরিবার ও আত্মীয়দের
খোঁজখবর নেওয়া

৮. হারাম ও অপ্রয়োজনীয় কাজ
থেকে বিরত থাকা

৯. ইদের তাকবির মুখস্থ করা

১০.ঈদের দিনের পরিকল্পনা

29/03/2025

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না এবং তিনি তা বিজোড় সংখ্যায় খেতেন।

সহীহ বুখারী ৯৬৩

29/03/2025

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না
এবং তিনি তা বিজোড় সংখ্যায় খেতেন।

সহীহ বুখারী ৯৬৩

27/03/2025

জান্নাত প্রাপ্তির দোয়া🤲
اللَّهُمَّ إِنِّي أَسْئَلُكَ الْجَنَّةَ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা
হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই

জাহান্নাম থেকে মুক্তি জন্য দোয়া🤲
وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
ওয়া আউযু বিকা মিনান্নার
এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই।

27/03/2025

যে রাতটি লাইলাতুল কদর হবে সেটি বুঝার কি কোন আলামত আছে?👇

হাঁ, সে রাতের কিছু আলামত হাদীসে বর্ণিত আছে।
সেগুলো হল :

(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।

(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের
তীব্রতা থাকবে না।

(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।

(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক
তৃপ্তিবোধ করবে।

(৫) কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।

(৬) ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।

(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে।
যা হবে পূর্ণিমার চাঁদের মত।

(সহীহ ইবনু খুযাইমাহ: ২১৯০;
বুখারী: ২০২১; মুসলিম: ৭৬২)

25/03/2025

যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়:-👇👇
১। স্বামী যা বুঝায় স্ত্রী তার উল্টোট বুঝলে।
২। স্বামীর মুখে মুখে তর্ক করলে।
৩। স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে।
৪। স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে।
৫। স্বামীর পরিশ্রমকে মূল্যায়ণ না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে..!

22/03/2025

নিজের স্ত্রী কে এই পাঁচটি কথা কখনও বলা উচিত নয়! 🙏
(১। তুমি সবসময় শুধু ভুল করো।
২। ভালো না লাগলে বাপের বাড়ি চলে যাও।
৩। তোমার জন্যই আমার জীবন শেষ হয়ে গেছে।
৪। তোমার চেহারা আগের মত সুন্দর নেই।
৫। তুমি শুধু বাড়ির কাজই করো, আর কিছু কর না।?

23/02/2025

রোজা ভঙ্গের ১২টি কারণ

১। ইচ্ছাকৃতভাবে পানাহার বা স্ত্রী সহবাস করলে!

২। নাকে বা কানে তেল বা ওষুধ প্রবেশ করালে।

৩। নেশা গ্রহণ করলে।

৪। স্বেচ্ছায় মুখ ভরে বমি করলে।

৫। বমি গিলে ফেললে।

৬। কুলি করার সময় গলায় পানি প্রবেশ করলে।

৭। দাঁতে আটকানো ছোলা পরিমাণ খাদ্যকণা গিলে ফেললে।

৮। মুখে পান রেখে ঘুমিয়ে পড়লে।

৯। ধূমপান করলে।

১০। ধোঁয়া নাকেমুখে টেনে নিলে!

১১। সুবহে সাদিকের পর সাহার খেলে।

১২। সূর্যাস্তের পূর্বে ইফতার করলে।

Address

Brahmanbari
3400

Alerts

Be the first to know and let us send you an email when Afzal Official Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share