16/07/2024
◾প্রসঙ্গ-১: কোটা বনাম মেধা
কোটা বাতিল করা উচিত নয়। কোটা রাখতেই হবে।
তবে, কোটার আধিক্য কমাতে হবে। কোটা সংস্কার প্রয়োজন এবং এটা সময়ের বাস্তবতা।
আর, মেধা? মেধার মূল্যায়ন করতেই হবে। মেধাবী জনশক্তি ছাড়া একটি দেশ পঙ্গু হয়ে যাবে। মেধার কোন বিকল্প নেই।
তাই, শ্লোগান হউক- কোটা বাতিল নয়; সংস্কার চাই।
◾প্রসঙ্গ-২: মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ও বিশ্লেষন
মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি ছিল এমন-" কোটার সুবিধা মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না,,তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? এই প্রশ্ন দেশের জনগণের কাছে রেখে গেলাম।"
এখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনটি পক্ষকে উল্লেখ করেছেন-(১) মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা (২) রাজাকারের নাতি-পুতিরা (৩) দেশের জনগণ।
আন্দোলনরত দেশপ্রেমিক শিক্ষার্থীদের মধ্যে তো এই তিন পক্ষের লোকই থাকতে পারে। এর মধ্যে একদল গর্বিত মুক্তিযোদ্ধাদের বংশধর, আরেকদল রাজাকারের বংশধর (মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের বংশধর), আরেকদল দেশের জনগণ(প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে এই আন্দোলনের মানিত বিচারক)।
ছাত্রলীগ, আন্দোলনরত শিক্ষার্থীরা এবং দেশের আপামর জনগন(আন্দোলনের বাইরে থাকা জনগোষ্ঠী) কে কোনটা বুঝতেছি? কোন পথে হাটতেছি?
বক্তব্য বুুঝার ভুল? নাকি সিদ্ধান্তের ভুল? নাকি ষড়যন্ত্রের বেড়াজালে? নাকি সঠিক পথেই চলছে সব?
ভাবার বিষয়, বুঝার বিষয়।
#কোটা_আন্দোলন
#কোটা_বিরোধী_আন্দোলন