রফিক শাহেদ-Rafique Shahed

রফিক শাহেদ-Rafique Shahed শিক্ষক, মোটিভেশনাল স্পিকার,ইংরেজি ভাষা প্রশিক্ষক, কন্টেন্ট ক্রিয়েটর, শিক্ষা উদ্যোক্তা,শিক্ষা পরামর্শক, লেখক ও বিশ্লেষক

02/09/2024

জানার ইচ্ছে-১
--------------------
বাংলাদেশে "সাধারণ জনগণ" বা "নিরপেক্ষ ব্যক্তি" বলতে ঠিক কাদেরকে বুঝায়? অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য থাকলে একজন লোককে সাধারণ জনগণ হিসেবে বা নিরপেক্ষ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হবে?
অথবা, "রাষ্ট্রের মালিক যে জনগণ" সেই জনগণ হতে হলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে?
দয়া করে মতামত দিয়ে কৃতার্থ করিবেন।

রফিক শাহেদ-Rafique Shahed
Rafiqul Islam Shahed

30/08/2024

শিক্ষকদের গায়ে ছাত্র-ছাত্রীরা হাত তুলছে। আপনাদের মতামত কী?

29/08/2024

রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণের ক্ষতি করেছে এমন সকল ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাদের ব্যাংক হিসাব জব্দ করা উচিত। তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। রাজনীতিকে যারা রাষ্ট্রের ক্ষতি সাধনে ব্যবহার করেছে তাদেরকে আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রের জনগণের উচিত দায়িত্বপ্রাপ্ত যেকোন সরকারকে সহযোগিতা করা যতক্ষণ না ঐ সরকার রাষ্ট্র ও জনগণের ক্ষতি করছে।

রফিক শাহেদ-Rafique Shahed


27/08/2024

দাবি আদায়ের সবচেয়ে উত্তম প্রক্রিয়া হলো- স্মারকলিপি প্রদান। এই সংস্কৃতি যতবেশি কার্যকর হবে দেশ ততবেশি স্থিতিশীল থাকবে। জিম্মিদারী প্রথা কখনও রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে না। সুবিধা-বঞ্চিতদেরকে এই জঘন্য প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। ভাল কিছুর প্র্যাক্টিস করে দেখুন। হয়তো, এগুলোই নিয়মে পরিণত হবে। আর, আপনারাই হবেন এক্ষেত্রে অনুসরণীয়।

14/08/2024

09/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কাজ, অনেক চাপ, অনেক টেনশন। ম্যাজিক্যাল কিছু এখনই আশা করা উচিত নয়। সব কিছু নির্ভর করছে সময়ের উপর।

16/07/2024

◾প্রসঙ্গ-১: কোটা বনাম মেধা
কোটা বাতিল করা উচিত নয়। কোটা রাখতেই হবে।
তবে, কোটার আধিক্য কমাতে হবে। কোটা সংস্কার প্রয়োজন এবং এটা সময়ের বাস্তবতা।
আর, মেধা? মেধার মূল্যায়ন করতেই হবে। মেধাবী জনশক্তি ছাড়া একটি দেশ পঙ্গু হয়ে যাবে। মেধার কোন বিকল্প নেই।
তাই, শ্লোগান হউক- কোটা বাতিল নয়; সংস্কার চাই।
◾প্রসঙ্গ-২: মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ও বিশ্লেষন
মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি ছিল এমন-" কোটার সুবিধা মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না,,তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? এই প্রশ্ন দেশের জনগণের কাছে রেখে গেলাম।"
এখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনটি পক্ষকে উল্লেখ করেছেন-(১) মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা (২) রাজাকারের নাতি-পুতিরা (৩) দেশের জনগণ।
আন্দোলনরত দেশপ্রেমিক শিক্ষার্থীদের মধ্যে তো এই তিন পক্ষের লোকই থাকতে পারে। এর মধ্যে একদল গর্বিত মুক্তিযোদ্ধাদের বংশধর, আরেকদল রাজাকারের বংশধর (মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের বংশধর), আরেকদল দেশের জনগণ(প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে এই আন্দোলনের মানিত বিচারক)।
ছাত্রলীগ, আন্দোলনরত শিক্ষার্থীরা এবং দেশের আপামর জনগন(আন্দোলনের বাইরে থাকা জনগোষ্ঠী) কে কোনটা বুঝতেছি? কোন পথে হাটতেছি?
বক্তব্য বুুঝার ভুল? নাকি সিদ্ধান্তের ভুল? নাকি ষড়যন্ত্রের বেড়াজালে? নাকি সঠিক পথেই চলছে সব?
ভাবার বিষয়, বুঝার বিষয়।
#কোটা_আন্দোলন
#কোটা_বিরোধী_আন্দোলন

16/07/2024

আপনি বেঁচে আছেন- এটা অনিশ্চিত।
আপনি মরে যাবেন- এটা নিশ্চিত।

15/07/2024
15/07/2024

্যাস
゚viralシpage #নীতি_কথা

Address

Amtoli Bazar, Bijoynagar
Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when রফিক শাহেদ-Rafique Shahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share