Hafez Amdadul sorkar mojahidi

Hafez Amdadul sorkar mojahidi Ami shikhaniwo kicho video debo sobai saport korben prz

- তারা ফুল দিতে শুরু করেছে,সাথে মুগ্ধতা ছড়াতেও ব্যস্ত''❤️‍🩹💗
01/06/2024

- তারা ফুল দিতে শুরু করেছে,সাথে মুগ্ধতা ছড়াতেও ব্যস্ত''❤️‍🩹💗

—"আমার বিষন্ন বিকেলগুলো রঙিন হোক ফুলেদের সাথে।🌸🌸
07/05/2024

—"আমার বিষন্ন বিকেলগুলো রঙিন হোক ফুলেদের সাথে।🌸🌸

আপনি একটা বিড়ালের বাচ্চা পালা শুরু করবেন। আপনার খাবার প্লেট থেকে একটুখানি মাছ একটুখানি রুটি কিংবা আপনার মুখের চিবানো একট...
31/03/2024

আপনি একটা বিড়ালের বাচ্চা পালা শুরু করবেন। আপনার খাবার প্লেট থেকে একটুখানি মাছ একটুখানি রুটি কিংবা আপনার মুখের চিবানো একটু মাংশ তাকে খাইতে দিবেন। সে মজা করে খাবে। আপনি ঘুমাতে গেলে আপনার সাথে এসে শুবে। বসে থাকলে কোলে এসে বসবে। আপনি আদর দিবেন। সপ্তাহে একদিন তাকে আপনি আদর করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাবেন।

আপনি পছন্দসই একটা নাম রাখবেন। নাম ধরে ডাকলে সে দৌড়ে আসবে। আপনি তার সাথে ছবি তুলবেন,স্টোরি দিবেন। মাঝে মাঝে সে আপনাকে বিরক্ত করবে, জিনিসপাতি ভেঙে ফেলবে ছিড়ে ফেলবে। আপনি রাগ হয়ে দুইটা থাপ্পড় দিবেন,কিছুক্ষণ পর আবার আপনিই কোলে নিয়ে আদর দিবেন।

ধীরে ধীরে ছোট অবলা প্রাণীটার প্রতি আপনার প্রচন্ড রকমের মায়া ভালোবাসা সৃষ্টি হবে যে মায়া হাজার টাকাও কেনা যায় না। একটা সময় একটু খোচাখুচি একটু আদর না দিলে আপনার ভালো লাগবে না। শুধু ওই বাচ্চাটার সাথেই অনেক সময় ব্যয় করবেন। ঠিক তখনই কোন রোগ ছাড়া, কারণ ছাড়া একদম হুদাই সে আপনার পাহাড় সমান মায়া ভালোবাসা আদর যত্ন সব ছেড়ে ম*রে যাবে।

আপনি নিজেকে স্বান্তনাও দিতে পারবেন না, কাঁদতেও পারবেন না। একটা চাপা যন্ত্রণা অনুভব করবেন শুধু।
কেউ হয়তো বলবে "আরে ছোট্ট একটা বিলাই-ই তো ম*রছে"। তাদের কথা আপনি মেনে নেন যে সে ছোট্ট একটা সামান্য বিলাই কিন্তু ওই ছোট্ট সামান্য বিলাইটার প্রতি আপনার স্মৃতিমাখা পাহাড়সমান দীর্ঘদিনের মায়া আপনাকে যন্ত্রণা দিয়ে যাবে বহুদিন বহুসময়। একটা সময় সব ভুলে গেলেও হঠাৎ মনে পড়লে বুকটা ছেত করে উঠবে,ওর ছবি দেখলে চোখে পানি এসে যাবে। ওইটার মতো মায়া আর কোনোটার প্রতি আনতে পারবেন না সিউর। যতই বলেন সামান্য ছোট একটা বিলাই। মায়া মানুষের মনে বইসা যায়। একদম মনের অতল গভীরে।

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবোছোট ঘাসফুলের জন্যেএকটি টলোমলো শিশিরবিন্দুর জন্যেআমি হয়তো মারা যাবো চৈত্রের বাত...
24/02/2024

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
ছোট ঘাসফুলের জন্যে
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে
আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে
উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে
একফোঁটা বৃষ্টির জন্যে...

__হুমায়ুন আজাদ

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল, সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল। তখন তিনি বললেন স্ত্রীর সবচেয...
09/01/2024

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল, সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল। তখন তিনি বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে।

ছেলে যখন বয়স হল ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও

বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাড়ি বৌমার অধিকারে দিয়ে দিলেন।

ছেলের বিয়ের কিছুদিন পরে তিনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল। কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল। খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।

কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন --"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন?!

ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি! আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।

*মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন*

*কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।

আজকে বন্ধুদের নিয়ে মুরগি পার্টি।
19/12/2023

আজকে বন্ধুদের নিয়ে মুরগি পার্টি।

'মৃত্যু কোন শাস্তি না, মৃত্যু হলো সব শাস্তির শেষ।'―হুমায়ূন আহমেদ (অয়োময়)
03/12/2023

'মৃত্যু কোন শাস্তি না, মৃত্যু হলো সব শাস্তির শেষ।'

―হুমায়ূন আহমেদ (অয়োময়)

- বেলী ফুল?- হ্যাঁ।- এতো কেন ভালোবাসো?- কারণ থাকা সত্যিই জরুরি?- উঁহু। তবুও কয়েকটা পছন্দের শব্দ তো থাকেই।- তাহলে বলবো র...
01/12/2023

- বেলী ফুল?
- হ্যাঁ।
- এতো কেন ভালোবাসো?
- কারণ থাকা সত্যিই জরুরি?
- উঁহু। তবুও কয়েকটা পছন্দের শব্দ তো থাকেই।
- তাহলে বলবো রং।
- আর গন্ধ?
- ও তো আর চোখে দেখা যায় না।
- অনুভব করা যায় তো।
- এ শহরের অনুভূতি আছে বলছো?
- আছে বইকি। এতো যে সম্পর্ক তৈরি হয়। তাতে অনুভূতি থাকে বলেই না!
- অনুভূতি দিয়ে ভালোবাসা হয়। সম্পর্কে তো হিসাবনিকাশ হয় মাত্র।
- ভুল বললে। কিছু সম্পর্ক শেষ অবধি ভালোবাসা ছুঁয়ে দেখতে পারে। ওরা তো আর ভুল নয়।
- হতে পারে। তবে আমার চোখে পড়েনি। আমি ভোররাতে অনেক স্বপ্ন দেখি। তবে পূরন হয়নি একটাও আজ অবধি। তবে লোকে তো বলেই, ভোররাতের স্বপ্ন পূরণ হয়।
- তবে বলবো, তুমি তোমার স্বপ্নকে ভালোবাসতে শেখোনি।
- এবার তুমি ভুল করলে। এই শহরটাই ভালোবাসতে শেখেনি। তুমি, আমি বা আমরা তো শহর থেকে আলাদা নই। তাই আমরাও আর যাই হোক, ভালোবাসতে শিখিনি।
- তাহলে তুমি শিখিয়ে দিয়ে যাও কীভাবে ভালোবাসা শিখবে এই শহর।
- আমি চেষ্টা করেছি অনেক। কেউ শেখেনি। শেখার চেষ্টাও করেনি।
- আমায় শিখিয়ে দিয়ে যাও। আমি শিখতে চাই।
- শেখার পর ধরে রাখতে পারবে তো?
- চেষ্টা তো করতেই পারি।
- উঁহু, চেষ্টা নয়। পারতেই হবে।
- আচ্ছা, প্রথমে শেখাও তো।
- ভালোবাসায় মানুষ থাকে না, মানুষের শরীর ও থাকে না। তার পরেও ভালোবাসতে হয়। যে তোমার চোখের সামনে থাকে, সে যতক্ষন অবধি না আড়াল না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি ওকে ভালোবাসতে পারো না।
- তবে কি ভালোবাসা মানেই বিচ্ছেদ?
- বলতে পারো। তবে শরীরের বিচ্ছেদ। ওর পর থেকেই ভালোবাসতে শেখে মানুষ। এক মানুষের ভালোবাসা অপরের উপর এসে বর্তায়। তুমি চাইলেও তাকে আলাদা করতে পারো না।
- একজনের ভালোবাসা অপরের জন্য রাখার কথা বলছো?
- রাখতে বলছি না। ওটা তো থাকেই। তোমায় বললাম, ওটাকে নিজের মধ্যে ধরে না রাখতে। এ শহরে ভালোবাসা চিরন্তন, তবে সম্পর্ক বারবার ভেঙে যায়। মানুষ বদলায়, শরীর ও বদলায়। ভালোবাসা বদলায় না। কেবল এক শরীর থেকে অন্য শরীরে, এক মন থেকে অন্য মনে এগিয়ে চলে। ও থামতে পারে না।
- এ তো ভীষণ জটিল করে শেখালে।
- তা একটু। তবে বারবার ভাবো কথাগুলো। শিখে একদিন যাবেই। আমি এখন চলি। ও হ্যাঁ, এইটা নাও।

কাঁধের ছেঁড়া ব্যাগটা থেকে একমুঠো বেলি ফুল আমার হাতে দিয়ে দূরের কুয়াশার মধ্যে মিলিয়ে গেল লোকটা। আমি চুপ করে দাঁড়িয়ে রইলেম। সবচাইতে অবাক কথা কী জানো!
ওই একমুঠো বেলি ফুলের একেবারে সামনে নাক নিয়ে গেলাম। কিন্তু ওদের কোনো গন্ধ পেলাম না।।

শীত মানেই ফুল শাক সবজির নতুন এক রুপ❤️
29/11/2023

শীত মানেই ফুল শাক সবজির নতুন এক রুপ❤️

ঘ্রাণহীন জবা ফুল ভীষণ সুন্দর ❀
24/11/2023

ঘ্রাণহীন জবা ফুল ভীষণ সুন্দর ❀

Address

Bijoinogor
Brahmanbaria
AMDADUL@1234

Telephone

+8801780137992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Amdadul sorkar mojahidi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafez Amdadul sorkar mojahidi:

Share