বাঁচতে হলে জানতে হবে

বাঁচতে হলে জানতে হবে এই পেইজটির আবির্ভাব হয়েছে একমাত্র সু?

ইসলামের সুন্নাহ সম্পর্কে অবগত হওয়া,সেই ইসলামের সত্যকে তুলে ধরার চেষ্টা। ওলি আল্লাহ দের কে জানা এবং চেনা,তাদের জীবনি জানা ও তাদের অনুসরণ করা।

14/07/2025
Good Night Everyone 🙏🌹🙏
13/07/2025

Good Night Everyone 🙏🌹🙏

মানুষ তার প্রতিটা কর্মের জন্য ফল পায়, হোক সেটা ভালো হোক সেটা মন্দ !  ভালো কাজের ফল ভালো, আর মন্দ কাজের ফল মন্দ 🌹🙏🌹
13/07/2025

মানুষ তার প্রতিটা কর্মের জন্য ফল পায়, হোক সেটা ভালো হোক সেটা মন্দ ! ভালো কাজের ফল ভালো, আর মন্দ কাজের ফল মন্দ 🌹🙏🌹

No Caption 🙏🙏🙏
12/07/2025

No Caption 🙏🙏🙏

12/07/2025

সত্য না পেলে হাজার পীর পাল্টাও কারণ পীর বড় নয় সত্য পাওয়াই বড়।

হাজারো ব্যাস্ততার মাঝেও যে তার প্রিয়  মানুষ টার খবর নেয়, সেই হলো প্রকৃত প্রেমিক!  🙏🌹🙏
11/07/2025

হাজারো ব্যাস্ততার মাঝেও যে তার প্রিয় মানুষ টার খবর নেয়, সেই হলো প্রকৃত প্রেমিক! 🙏🌹🙏

জীবন চলার পথে হাজারো অসৎ বন্ধু থাকার চেয়ে একজন সৎ বন্ধুই যতেষ্ট!
11/07/2025

জীবন চলার পথে হাজারো অসৎ বন্ধু থাকার চেয়ে একজন সৎ বন্ধুই যতেষ্ট!

দয়াল বলল নামাজ পরতে হবে।  আর এই নামাজ আধ্যাত্মিক দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ সেটাই তুলে ধরার চেষ্টা করবো। প্রথমত নামাজ মা...
11/07/2025

দয়াল বলল নামাজ পরতে হবে। আর এই নামাজ আধ্যাত্মিক দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ সেটাই তুলে ধরার চেষ্টা করবো। প্রথমত নামাজ মানে স্মরণ করা, সংযোগ স্থাপন করা, পাক পবিত্র হয়ে আল্লাহ ধ্যানে কিছু সূরা কিংবা কালাম পাঠ করা।

এই নামাজ থেকে আমরা কি কি শিখতে পারি, সেটারই বর্ণনা দেওয়ার চেষ্টা করবো।
১- এক মনে ধন্যা জ্ঞ্যান আল্লাহর দিকে রাখা।
২- পাক পবিত্র হয়ে বসা ভক্তি সহকারে।
৩- নির্জন নিরব হয়ে যাওয়া।
৪- নামাজের মধ্যে দুনিয়াবী কথা বার্তা না বলা।
৫- তিনি দেখছেন এই ভয়টা হৃদয়ে রাখা।

☝️এই উপরোক্ত কথা গুলো আধ্যাত্মিক দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ সেটাই বর্ণনা তুলে ধরা হল।👇

১-"এক মনে ধ্যান জ্ঞানে আল্লাহর দিকে রাখা" মানে শুধু কোনো বাহ্যিক সাধনা নয়, বরং এক গভীর আত্মিক অভ্যন্তরীণ যাত্রা—যেখানে একজন মানুষ নিজেকে ভুলে যায় এবং শুধু স্রষ্টাকে উপলব্ধি করে। এটাই হাকিকতের পথে প্রথম সোপান।

২-যখন কেউ অজু করে বা গোসল করে পাক হয়, তা শুধু বাহ্যিক দেহের পরিচ্ছন্নতা নয় — এটা আত্মার প্রস্তুতির প্রতীক। এ যেন মনের যাবতীয় অহংকার, হিংসা, কামনা, কু-চিন্তা ধুয়ে ফেলার এক প্রতীকী অনুশীলন। আর এই ভক্তিই এবাদতের মূল আত্মাকে স্পষ্ট করে তুলে, ভক্তি সহকারে বসা যেন আল্লাহর দরবারে হয় প্রবেশ মাথা নিচু করে বসা।

৩-নির্জন নিরব হওয়া মানে জন সম্মুখ থেকে চলা যাওয়া নয়, বরং নফ্সের কোলাহল থেকে মনকে সরে আনা, নিজের মনের শব্দ চয়ন বন্ধ করা। একা হওয়া নিরবের মাধ্যমে যেন আত্মার কথা মন শুনতে পারে। হৃদয় দিয়ে অনুভব করতে পারে। নিরব হওয়া মানেই যেন হয় আল্লাহর সাথে কথা আদান প্রদানের মাধ্যম।

৪-যখন কেউ নামাজের ভিতরে দুনিয়াবী কথা বলে, সে আসলে আত্মিক সংযোগ থেকে বিচ্যুত হয়। তার মন আল্লাহর বদলে পার্থিব চিন্তায় ছড়িয়ে পড়ে। ঠিক যেমন প্রেমিকের সঙ্গে দেখা করার মুহূর্তে অন্যের কথা বলা প্রেমের অবমাননা—তেমনি নামাজে দুনিয়াবী কথাবার্তা বলা হলো সেই আত্মিক প্রেমের ভঙ্গ।

৫-আল্লাহর এই ভয় অন্তরকে মানুষের প্রশংসার মোহ থেকে বাঁচায়। সে ভালো কাজ করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ তার কাজ মানুষ নয়, আল্লাহ দেখছেন — এই ভাবনাই তাকে খাঁটি ইখলাস দান করে।

👉মনে রাখবেন দয়াল যখন বলবে নামাজ পরার কথা, তখন বুজে নিবেন এ শুধু ব্যাহিক নামাজ নয়, এর পিছনে রয়েছে।👇

১- একা হওয়ার বার্তা।
২-সত্য প্রতিষ্ঠা করার বার্তা।
৩- ন্যায়ের পথে অটল থাকার বার্তা।
৪- নিজের ভুল গুলো শুধরানোর বার্তা।
৬- নিজেকে পরিপূর্ণ ভাবে গঠন করার বার্তা।

আপনারা চাইলে উপরোক্ত কথাগুলোর সারমর্ম তুলে ধরতে পারি।

11/07/2025

পাগড়ী পড়লেই ঈমানদার হওয়া যায় না।

আমি নাকী তুমি আয়নার সামনে,,,,,,,,,,,, 🌹🙏🌹
10/07/2025

আমি নাকী তুমি আয়নার সামনে,,,,,,,,,,,, 🌹🙏🌹

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when বাঁচতে হলে জানতে হবে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category