Md Azim 99

Md Azim 99 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Azim 99, Digital creator, Brahmanbaria.

14/12/2024

জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ।

ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১৫টি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে।

১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।

২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।

৫. হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর।

৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ঠ করতে পারে না।

৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।

৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।

৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।

১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।

১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|

১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|

১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।💕🌺

07/12/2024

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না। জোর করে নিয়ে আসতে হয়

🍁🍁শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিন শেষে আজ শচীনকে ক্রিকেট নক্ষত্র হিসাবেই জানে.

🍁🍁মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ড এর টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? শেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর...

🍁🍁টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন?

🍁🍁সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমান টা আবিষ্কার করেই ছাড়লেন।

🍁🍁সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না...
ছোট বেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে বেথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, এখন সময় এসেছে আবার দাতে দাত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকার।

🍁🍁যে যাই বলুক, যে যা করুক আপনি শুধু লেগে থাকুন, বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।

সংগৃহীত

09/11/2024

চীনে একধরনের বাঁশ আছে,যা লাগানোর পর ৪ বছর পানি ও সার দিতে হয়! কিন্তু বাঁশগুলো বাড়েই না!

কিন্তু ৫ম বছরে বাঁশগুলো হঠাৎ ৬ সপ্তাহে ৮০/৮৫ ফুট লম্বা হয়ে যায়!

তাহলে বলা যায় যে,

বাঁশগুলো বাড়তে ৫ বছরই লেগেছে?

বাইরে অবশ্য কোন দৃশ্যমান পরিবর্তন ছিল না! কিভাবে শিকড় চালিয়ে শক্তি সংগ্রহ করেছে তা দেখা যায় নি,আবার পানি ও সার না দিলে বাঁশগুলো বাঁচতো না!! প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত!! তাই ধৈর্য ধরুন,নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সঠিক কাজ করে যান! ফলাফল দৃশ্যমান হবেই!!!

জীবনটা খুবই সুন্দর কিন্তু গড়ে তোলার দায়িত্বটা নিজের!!!!

মনে রাখবেন ধৈর্যের অপর নাম সফলতা।

#ফেরারী


08/11/2024

সরাসরি না বলেও পিতা-মাতাকে যেভাবে বুঝিয়ে দিবেন যে, আপনি বিয়ে করতে চান।

১/ নিয়মিত রাতে গোসল করা শুরু করবেন। ভেজা লুঙ্গি সবাইকে দেখিয়ে মেলে দিবেন।

২/ রাতে গভীর ঘুমের ভান করে, জোরে জোরে মেয়েদের নাম ধরে ডাকতে শুরু করবেন।

৩/ মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে, কয়েকদিন মন খারাপের ভাব নিয়ে থাকবেন। কেউ প্রশ্ন করলেও উত্তর দিবেন না। দুয়েকবার বলতে পারেন, কিচ্ছু ভালো লাগে নাহ্!

৪/ রাতে সবাই ঘুমিয়ে পড়লে চিৎ-কার করে বলতে থাকবেন, আমি আর পারছি না। হে আল্লাহ, আমাকে শ:য়:তা:নে:র হাত থেকে বাঁচা ও।

৬/ মাঝে-মধ্যে ঘর ছেড়ে কোথাও চলে যাবেন। বলবেন, বাড়িঘর আর ভাল লাগছে না। রাতে ফিরতে দেরি করবেন। বলবেন, ঘরে ফিরে কী করবো? ঘরে আছেটা কি? 🙂

08/11/2024

চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই__
হয়তো আমি আর থাকবো না, তবে আমার এই লেখাটা তোমার সামনে পড়লে, কথা গুলো শুনে যেও,হয়তো তোমায় না বলা কিছু কথা তুমি জানতে পারবে।

-মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয়,কিন্তু আমি বলি তোমাকে পেয়ে তোমার ভালোবাসা পেয়ে যতোটা হাসিখুশি থাকতাম বিশ্বাস করো,
আমাকে দুনিয়ার সবচেয়ে দামী দামী সম্পদ হাসিখুশি এনে দিলেও আমি এতোটা সুখী হতাম না।
যতোটা হাসিখুশি তুমি আমাকে রেখেছিলে।

-আর তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো কারন ছাড়ায়, তখন মনে হতো আমার থেকে যেনো আমার পুরো পৃথিবী টাই দূরে চলে যেতো। 😔

-আর তখনি আমি বুঝতে পারলাম প্রিয় মানুষ কে ছাড়া থাকাটা কতটা কষ্টের হতে পারে। আর সেই কষ্ট টা তুমি দিলে আমাকে, তুমি ছেড়ে চলে গেলে আমাকে, তুমি তোমার কথা রাখোনি, ভালোবাসি বলেও তুমি আমাকে ভালোবাসো নি। তোমাকে হারানোর ভয়ে হাউমাউ করে কেঁদেছি আমি, তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার তবুও তোমার মন গলেনি। তুমি আমার হবে বলেও তুমি আমার হওনি, জানিনা আর কতটা ভালোবাসলে কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পাইতাম তোমার মন পাইতাম। কত নিখুঁত ভাবে অভিনয় করে গেছো তুমি আমার সাথে দুই'টা বছর, আমি বুঝতে পারি নি তোমার অভিনয়। 😅😅

-এরপর আমার আশেপাশের মানুষ গুলোর কথা মনে পরতে লাগলো, তারা বলেছিলো দুনিয়া শান্তির জায়গা নয়...!
দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা, দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ তায়ালা কখনো জান্নাত বানাতেন না।

-আসলে আমি সেটা বুঝতে পারি নি..!! 😔

-আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাত এই দুনিয়া কে বানিয়েছিলাম, তোমার মাঝে আমার সব সুখ শান্তি খুঁজেছিলাম। তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসছিলাম।

-তাই তো এই কষ্ট টা আমার পাওনা ছিলো,তবে এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই, আমি এক সময় যেটা হারানোর ভয় করতাম ব্যাস সেটা হারিয়ে ফেললাম..!!😭

-তবে তুমি ভালো থেকো, তোমার ব্যক্তিগত জীবনে, অবশ্য তুমি ভালো থাকতে পারবে না, কারন জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারে না,, তবুও বলছি পারলে ভালো থেকো, আমার এক একটি দীর্ঘ"শ্বাস তোমার জীবনে অভিশাপ হয়ে যেনো না দাড়ায়,,!!
Md Azim 🌺🥀

tody is Best photo, Following    Every Day..
10/05/2024

tody is Best photo,
Following




Every Day..

07/03/2024

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্প'র্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চু*/মু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

-একটা তুমির গল্প!! 💔

#কাব্যের
#ছোটভাই

10/02/2024

-পিরিয়ড না হওয়ার কারনে 'ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানিয়ে দেয়।

-উর্মি কখনো মা হতে পারবেনা।

-এই কথা শুনা মাত্রই উর্মির মাথায় যেনো আকাশ ভেঙ্গে পরলো। কি হবে এখন তার'

'এই সব চিন্তা করতে করতে বাসায় আসা মাত্রই শাশুড়ি বলে উঠে'

-কি ব‍্যপার উর্মি ডাক্তার তোমাকে কি বললো শুনি একটু।

'শাশুড়ির এই প্রশ্নের উত্তর কি দিবে উর্মি ভেবে পাচ্ছেনা।

-কি হলো উর্মি বলো। উত্তর দাও?

-আসলে মা আমি কখনো মা হইতে পারবোনা। আমাকে মাপ করে দিও।

'কথাটি শুনেই শাশুড়ির মুখটা কেমন জানি মলিন হয়ে গেলো।

' এর পরে বেশ কয়েমাস যাওয়ার পরে উর্মি তার স্বামী এবং শাশুড়ি কে একত্রিত করে বলে '

-মা আপনার সন্তান কে বলুন ও যেনো আমাকে ডিভোর্স দিয়ে নতুন আবার বিয়ে করে?

-হঠাৎ এই কথা কেনো উর্মি।

-আমি তো কখনো মা হতে পারবোনা। আপনাকে নাতি বা নাতনির মুখ দেখাইতে পারবোনা?

-ওহ।

-আপনার ছেলেকে অনেক করে বললাম কিন্তু সে কোন ভাবেই রাজি হচ্ছেনা।

'উর্মির এমন কান্নাভেজা কথা শুনে শাশুড়ি বলে'

-যদি আর একবার ডিভোর্সের কথা মুখে আনো তাহলে কষে একটি থাপ্পড় দিবো তোমাকে। পারবে আমাদের ছেরে থাকতে, পারবে অভয়কে ছেরে থাকতে।

-নাহ পারবোনা।

-তাহলে এমন কথা বলো কেনো পাগলি। তোমাকে আমি মেয়ের মতো দেখি। তোমার বাচ্চা হবেনা এই জন্যে সংসার নষ্ট করবো এইটা কোন কথা।

-তবুও মা।

-চিন্তা করিওনা আমরা তোমার চিকিৎসা করবো। এর পরেও ভালো না হলে একটি সন্তান দত্তক নিবো।

'শাশুড়ির মুখে এমন কথা শুনে উর্মি হাউ মাউ করে কান্না করতে থাকে আর বলে ' এত ভালো কেনো আপনারা'

-কান্না করিওনা মা আমার? সব ঠিক হবে"

"আসলেই শাশুড়ি হলে এমন হওয়াই দরকার। যে সব কিছু বুঝবে পাশে থাকবে"

অনু_গল্প,
--- আজিম
#মিঠাই #সবাই

20/01/2024

বউ তার স্বামী কে মেসেজ করলো..!🥹🫰

Wife : অফিস থেকে আসার সময় 1 kg আটা, 1 kg আলু আর 500 gm চিনি নিয়ে আসবে..!🙂🙂

-আর জান্নাত তোমাকে দেখা করতে বলেছে..!😤😤

Husband : জান্নাত কে..!😩😩

Wife : কেউ না। তুমি মেসেজটা পড়লে কিনা sure হয়ে নিলাম..!

Husband : কিন্তু আমি তো জান্নাতের সাথেই আছি, তুমি কোন জান্নাতের কথা বলছো..!🥹🥹

Wife : তুমি কোথায় ..!😬😬

Husband : সবজি বাজারের কাছাকাছি..!😌😌

Wife : তুমি ওখানেই অপেক্ষা কর, আমি আসছি..!😑😑

#10 মিনিটের পর স্ত্রী সবজি বাজারে পৌঁছে তার স্বামীকে মেসেজ পাঠালো..!🤗🤗

Wife : "কোথায় আছো তুমি"..!🧐🧐

Husband : আমি অফিসে আছি,এখন তোমার যা যা দরকার তাই তাই কিনে নাও..!😁😁মজার মজার গল্প পেতে ফেজটা ফলো দাও।

20/01/2024

✍️ ভেবেছিলাম কখনো বিয়ে করবো না। নিজের খাঁটে পা মেলে আরাম করে ঘুমাবো। কিন্তু সুখ চিরদিন রয় না। আমার খাটে বিরাট ঘোমটা দিয়ে নতুন বউ বসে আছে।🥰

ভিতরে ঢু"কে শুকনো কাঁশি দিলাম 😊
- এহেম এহেম.😊

বউ একটু নড়ে চ'ড়ে বসলো।
- আমি শুনেছি স্বামীরা বাসরঘরে ঢুকলে বউরা পা ছুয়ে সালাম করতো। 😊
- জ্বী। আমার মাও করছিলো। আমার আব্বু ৫০০ টাকা সে'লা'মিও দিয়েছিলো।🙃
- আমিও তো টাকা দিতাম। 😊
- আপনার পাঞ্জাবির পকেট নাই আমি দেখছি। 😒
- পায়জামার ছিলো তো।😊
- ওহ্ নো! এখুনি দিচ্ছি। 🥹
- থাক থাক। বেঁচে থাকো বউ। 😁
- টাকা দেন। 😏
- পকেট নাই। 😁
- মি"থ্যু"ক ব্যা'ডা। 😟
- টাকা দিয়ে কি করবে? 🤔
- আচার খাবো। 😊
- আচার ব্যবহার শিখার জিনিস, খাওয়ার জিনিস না। ✌️
- এ আচার সেই আচার না। 😒
- ও! 🙂
- টাকা দেন না হলে আমি ঘুমিয়ে যাবো। 😒
- তোমার কি মনে হয় আমি নৃত্য করবো ? 🤔
- নাহ্! ঐ যে ঐটা 😏
- ঐটা! কোনটা? 🤔
- ঐটা! ন্যা'কা'মি করছেন কেন টাকা দেন ? 😒
- ও...টাকা নেই। বাকীতে চলবে? 🙂
- বাকীর নাম ফাঁকি। এই আমি ঘোমটা দিয়ে বসে রইলাম। 😔
- ধুর...ঘোমটা সরাও বলছি....এই..🥹
- না.😞
..এর মাঝেই কারেন্ট চলে গেল। বউ বলছে ছাড়ুন...আমি বলছি ঘোমটা সরাও....ঘোমটা সরাও.... বউ আমাকে ধা/ক্কা দিলো। ব্যালেন্স হারিয়ে আমি খাঁটের ত/লা/য় পড়ে গেলাম। কোমরে ব্য/থা পেলাম। খাটের তলা থেকে উঠতেই চারপাশ ঘোলা হয়ে গেল। আমার হাতে
বালিশের কভার। তবে কি স্বপ্ন দেখছিলাম?🥹
বালিশের কভারকে বউয়ের ঘোমটা ভেবে টানাটানি করলাম! 😳😏😁

🥹 হায়রে কপাল 🥹





🤘মন ছুঁ'য়ে যাওয়া নতুন নতুন গল্প পেতে আইডি টি ফলো করেন।

ধাঁধা 🤔লাগে বললে লাগে না। লাগবে না বললে লাগে। 🥰বলেন তো এটা কি? 🤗
15/06/2023

ধাঁধা 🤔
লাগে বললে লাগে না।
লাগবে না বললে লাগে। 🥰
বলেন তো এটা কি? 🤗

মাশাআল্লাহ 🥰🥰এই মেয়ে একদিন বিশ্ব সুন্দরী হবে। 😍
13/06/2023

মাশাআল্লাহ 🥰🥰
এই মেয়ে একদিন বিশ্ব সুন্দরী হবে। 😍

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Azim 99 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share