ব্রাহ্মণবাড়িয়া নিউজ টিভি Brahmanbaria News TV

  • Home
  • ব্রাহ্মণবাড়িয়া নিউজ টিভি Brahmanbaria News TV

ব্রাহ্মণবাড়িয়া নিউজ টিভি Brahmanbaria News TV সংবাদে সব সময়- ব্রাহ্মণবাড়িয়া নিউজ টিভি
(4)

আমার বি/রুদ্ধে ব/হিষ্কারাদেশ, আল্লাহর কাছে বিচার দিলাম: ব্যারিস্টার রুমিন ফারহানাবিএনপি থেকে ব/হিষ্কৃত নেত্রী ব্যারিস্টা...
01/01/2026

আমার বি/রুদ্ধে ব/হিষ্কারাদেশ, আল্লাহর কাছে বিচার দিলাম: ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপি থেকে ব/হিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি দল ছেড়ে যাইনি। আমি এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা শেষ নিঃ/শ্বাস পর্যন্ত পালন করব।

তিনি বলেন, নেত্রীর লা/শ দাফন না করেই আমার বিরুদ্ধে ব/হিষ্কারাদেশ এলো। আমার ওপর যদি বেইনসাফ হয়ে থাকে, কোনো অন্যায় হয়ে থাকে- সেটার বিচার আল্লাহর কাছে দিলাম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের ১নং ওয়ার্ডে আয়োজিত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় রুমিন ফারহানা দোয়া ও আলোচনায় অংশ নেন। এ সময় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া পড়ান তিনি।

উপস্থিতিদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭৩ সালে আমার বাবাকে পরাজিত করা হয়েছিল। সেই ইতিহাস যেন ফিরে না আসে। এখন আমার কোনো দল নেই; কিন্তু আপনারা আছেন। ভোট গণনা শেষ হলে ফলাফল নিয়ে আমরা বাড়ি ফিরব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে ভোটে লড়বেন। তিনি হাঁস প্রতীক চাইবেন বলে জানা গেছে। তিনি জানান, ছোটবেলা থেকেই হাঁস পছন্দ। কর্মী-সমর্থকরাও হাঁস প্রতীক চাইছেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের চারজনকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা রয়েছেন।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানাসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের মনোনয়ন দেওয়া হয়। তবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রুমিন ফারহানাও মনোনয়নপত্র দাখিল করেন। এরপরই তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ আসে।

জুনায়েদ আল হাবিব উলামায়ে কেরামের একক মনোনীত প্রার্থী- হেফাজতের মহাসচিব শায়খ সাজিদুর রহমানব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল–আশুগঞ্...
01/01/2026

জুনায়েদ আল হাবিব উলামায়ে কেরামের একক মনোনীত প্রার্থী- হেফাজতের মহাসচিব শায়খ সাজিদুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল–আশুগঞ্জ) আসনে জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের একমাত্র ও একক মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিবের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জেলার শীর্ষ আলেমদের মধ্যে আর কোনো দ্বিধা বা বিভ্রান্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। সকাল ১১টায় দারুল আরকাম মাদরাসা এবং দুপুর ১টায় জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

সকালে দারুল আরকাম মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেম, দারুল আরকাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফি.)-এর সঙ্গে জেলার বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের প্রার্থী ইস্যুতে অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় বক্তব্য দেন।

আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফি.) বলেন, “আমাকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তা প্রত্যাখ্যান করেছি। সেখানে মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন। মাওলানা জুনায়েদ আল হাবিব এমপি হওয়া মানে আমিই এমপি হওয়া।”

তিনি আরও বলেন, “নির্বাচনে আমাদের প্রার্থী আর কেউ নন তিনিই আমাদের একমাত্র প্রার্থী। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ বিষয়ে মুফতী মোবারকুল্লাহ সাহেব ও আমার অবস্থান অভিন্ন।”

এরপর দুপুর ১টায় জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত বৈঠকে একই বক্তব্যের প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির মুহতামিম ও শীর্ষ মুরুব্বি মাওলানা মোবারক উল্লাহ (দা.বা.)।

তিনি বলেন, “আমারও বক্তব্য একটাই। নমিনেশন পাওয়ার আগেই আমি বিষয়টি স্পষ্ট করে বলেছিলাম। এখন যেহেতু নমিনেশন চূড়ান্ত হয়েছে, সুতরাং ষোল আনা সবাইকে মিলেই কাজ করতে হবে।”

এই দুই বৈঠকে শীর্ষ আলেমদের সুস্পষ্ট ও ঐক্যবদ্ধ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনে প্রার্থী ইস্যুতে সব ধরনের অনিশ্চয়তার অবসান হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক ও ধর্মীয় মহলের নেতৃবৃন্দ। তারা ব্যক্তিগত মতভেদ ভুলে মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আলী আজম কাসেমী, মুফতী মারুফ কাসেমী, মাওলানা আবু বকর, মাওলানা এহসানুল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা কাউসার মোল্লা, মাওলানা জাকারিয়া খাঁন, মাওলানা রাকিবুল ইসলাম তাজ, মাওলানা জুনাঈদ কাসেমী, মাওলানা বিল্লাল হোসাইন, মাওলানা খালেদ সিরাজী, মাওলানা রহমতুল্লাহ কাসেমীসহ জেলার প্রখ্যাত উলামায়ে কেরাম।

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগার হাজতীর মৃ/ত্যুব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলামিন (১৯) নামে কারাগারের হাজতীর ...
01/01/2026

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগার হাজতীর মৃ/ত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলামিন (১৯) নামে কারাগারের হাজতীর মৃ/ত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে তিনি মা/রা যান।

নি/হত আলামিন নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত রিপন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতি নম্বর ১২৫৫৪/২৫।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর নবীনগর থানার একটি চুরির মামলায় (মামলা নম্বর ১৫, তারিখ ১৫-১১-২৫, ধারা ৪৫৭/৩৮০ দণ্ডবিধি) তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

নিহতের বোন রিনা আক্তার অভিযোগ করে বলেন, “গত বৃহস্পতিবার নাসিরাবাদ এলাকা থেকে আমার স্বামী কুদ্দুস মিয়া ও ছোটভাই আলামিনকে আলিয়াবাদের কিছু লোক চোর সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তাদের মা/রধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ আমার ভাই মা/রা গেল।”

কারা চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, গত ৩১ ডিসেম্বর রাতে আলামিন অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে স্থানান্তর করে পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১ জানুয়ারি সকাল ১০টা ১ মিনিটে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১১টা ৫ মিনিটে মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ২০ মিনিটে তার মৃ/ত্যু হয়। মৃ/ত্যুসনদে নিউমোনিয়া (Pneumonia) উল্লেখ রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. উবায়দুর রহমান জানান, হাজতীর মৃ/ত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ম/রদেহ সদর হাসপাতালের ম/র্গে রাখা হয়েছে এবং ম/য়নাতদন্ত সম্পন্ন করা হবে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার ৪ বিদ্রোহী প্রার্থীকে ব/হিস্কার করল বিএনপিদলীয় সিদ্ধান্ত অ/মান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জ...
30/12/2025

ব্রাহ্মণবাড়িয়ার ৪ বিদ্রোহী প্রার্থীকে ব/হিস্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অ/মান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪ নেতাকে ব/হিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব/হিষ্কারের তালিকায় আরও রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তরুণ দে, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদের ব/হিষ্কার করা হলো।

ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনে রুমিন ফারহানা নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে, দলীয় পদ হারালেনব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্...
30/12/2025

ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনে রুমিন ফারহানা নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে, দলীয় পদ হারালেন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। দীর্ঘ ১৬ বছর ধরে দলের মধ্যে ধারালো যুক্তি এবং তেজোদীপ্ত ভাষণের মাধ্যমে বিএনপির পরিচয় তৈরি করেছিলেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যারা সত্য বলার সাহস রাখে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের রাজনীতিতে জায়গা পাওয়া কঠিন। রুমিন ফারহানা ছিলেন আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সর্বদা সক্রিয় এবং আক্রমণাত্মক ভূমিকা পালনকারী একজন নেতা।

বিএনপির দলের পদ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। দলের সাধারণ কর্মী ও সমর্থকরা এই পদক্ষেপকে অন্যায়ের প্রতীক হিসেবে দেখছেন এবং রুমিন ফারহানার সাহসিকতার প্রশংসা করছেন।

একাধিক বিশ্লেষক মনে করছেন, রুমিন ফারহানার লড়াই শুধুমাত্র ব্যক্তিগত নয়; এটি সত্য, ন্যায্যতা ও মেধার জন্য একটি রাজনৈতিক লড়াই।

ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে ব/হিষ্কারদলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্ব...
30/12/2025

ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে ব/হিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ব/হিষ্কার করেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে ব/হিষ্কার করা হয়েছে।

30/12/2025

গৃহবধূ থেকে ‘দেশনেত্রী’, এক রাজনৈতিক মহাকাব্যের অ/বসান

বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ, ঘটনাবহুল ও প্রভাবশালী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে ই/ন্তেকাল করেছেন। তাঁর মৃ/ত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক ও নীরবতা।

এক সময়ের সাধারণ গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী এবং বিরোধী রাজনীতির প্রতীক—বেগম খালেদা জিয়ার জীবন ছিল এক অনন্য রাজনৈতিক মহাকাব্য। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী নারী নেতৃত্বের প্রতীক, যিনি ‘দেশনেত্রী’ নামে পরিচিতি লাভ করেন।

মৃত্যুর আগে জাতির উদ্দেশে দেওয়া তাঁর একাধিক বক্তব্যে প্র/তিশোধ ও প্র/তিহিংসার রাজনীতি পরিহার করে ভালোবাসা, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। “প্রতিশোধ নয়, ভালোবাসায় দেশ গড়তে হবে”—এই বার্তাই তাঁর রাজনৈতিক জীবনের শেষ দিকের অন্যতম মূল দর্শন হয়ে ওঠে।

১৯৭৭ সালে শ/হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে রাজনীতিতে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত না থাকলেও, ১৯৮১ সালে বিএনপির নেতৃত্ব গ্রহণের মাধ্যমে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংসদীয় রাজনীতিতে তাঁর ভূমিকা তাঁকে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরবর্তীতে আরও দুই দফা সরকার পরিচালনা করেন। রাজনৈতিক জীবনে তাঁকে বহু সংকট, আন্দোলন, কা/রাবরণ ও শারীরিক অসুস্থতার মধ্য দিয়েও দৃঢ় অবস্থানে থাকতে দেখা গেছে।

বেগম খালেদা জিয়ার মৃ/ত্যুতে রাজনৈতিক দলগুলো, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই তাঁকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী নেত্রী হিসেবে স্মরণ করছেন।

একটি জীবন, একটি সংগ্রাম এবং একটি রাজনৈতিক যুগ—সবকিছুরই আজ পরিসমাপ্তি ঘটল। তবে তাঁর রাজনৈতিক উত্তরাধিকার ও স্মৃতি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

30/12/2025

মৃ/ত্যুর আগে জাতির উদ্দেশে বার্তা: প্রতিশোধ নয়, ভালোবাসায় দেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার

প্র/তিশোধ-প্র/তিহিংসা নয়, ভালোবাসা ও সহমর্মতার মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃ/ত্যুর আগে জাতির উদ্দেশে দেওয়া তাঁর এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার সকালে তিনি ই/ন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃ/ত্যুর আগে দেওয়া ওই বক্তব্যে বেগম খালেদা জিয়া বলেন, রাজনৈতিক বিভাজন, হিংসা ও বিদ্বেষ পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার বন্ধনে দেশ গড়তে হবে।

তিনি উল্লেখ করেন, প্রতিহিংসার রাজনীতি কখনো জাতিকে এগিয়ে নিতে পারে না; বরং তা গণতন্ত্র ও সামাজিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে অবিচার, দমন-পীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে জাতীয় ঐক্য গড়ে তোলাই সবচেয়ে জরুরি। ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দিয়েই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজ সকালে তাঁর মৃ/ত্যুর খবরে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ এই সাবেক প্রধানমন্ত্রীর মৃ/ত্যুতে শোক প্রকাশ করছেন এবং তাঁর আ/ত্মার মাগফিরাত কামনা করছেন।

খালেদা জিয়ার মৃ/ত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭ দিনের শো/ক কর্মসূচীসাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃ/ত্...
30/12/2025

খালেদা জিয়ার মৃ/ত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭ দিনের শো/ক কর্মসূচী

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃ/ত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যাগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের পুনিয়াউটস্থ এলাকায় জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক মুমিন, যুগ্ম সম্পাদক মাইনুল হাসান চপল সহদলীয় নেতাকর্মী।

খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে দলীয় কার্যালয় সামনে ভীড় করতে শুরু করেন নেতাকর্মীরা। পরে কার্যলেয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়।

এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামমল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। গণতন্ত্রের সংকটকালে নি:স্বার্থভাবে ভূমিকা রেখেছেন। সংগ্রামী নেত্রীর চলে যাওয়া দেশের রাজনৈতিক অধ্যায়ের এক অপূরনীয় ক্ষতি। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে সাতদিন ব্যাপী কোরআন খতম, গণঅভিমতগ্রহন, দোয়াসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শো...
30/12/2025

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোকাহত।

এই শোকাবহ মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া নিউজ টিভির পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও অনুসারীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। দীর্ঘ ও ঘটনাবহুল রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জাতির জন্য যে ভূমিকা ও অবদান রেখে গেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি—আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন—আমিন।

— ব্রাহ্মণবাড়িয়া নিউজ টিভি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট প্রার্থী জুনাইদ আল হাবিবের মনোনয়ন দাখিলরায়হান চৌধুরী, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:...
29/12/2025

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট প্রার্থী জুনাইদ আল হাবিবের মনোনয়ন দাখিল

রায়হান চৌধুরী, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের কার্যালয়ে তিনি ‘খেজুর গাছ’ প্রতীকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনিছুল ইসলাম (ঠাকুর), সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর (তপু), সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডি. এম. আলী), জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ এবং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।

এ সময় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। এখন আমাদের সবাইকে জোট প্রার্থীর পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

জমিয়তে উলামায়ে ইসলামের প্রতীকের কথা উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “খেজুর গাছই এখন ধানের শীষ। দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাবেন না—এটাই প্রত্যাশা।”

জেলা বিএনপির অন্যতম সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার বলেন, “দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। যারা বিএনপিকে ভালোবাসে, তাদের অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। দলের বিপক্ষে অবস্থান নিলে, আপনি যত বড় নেতা হন না কেন, জনগণের কাছে আপনার মূল্য থাকবে না।” তিনি আরও বলেন, “সরাইল-আশুগঞ্জে খেজুর গাছই এখন ধানের শীষ।”

মনোনয়ন দাখিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন মাস্টার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার (মুন্না)সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, কৃষক দল, জিয়া পরিষদ, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মনোনয়নপত্র জমা দিলেন একরামুজ্জামান নাসিরনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে স্ব...
29/12/2025

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মনোনয়নপত্র জমা দিলেন একরামুজ্জামান

নাসিরনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ একে একরামুজ্জামান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। তবে তিনি এসময় উপস্থিত ছিলেন না।

একরামুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন নাসিরনগর উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ ইমরানুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জমসেদ মিয়া এবং বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বকুল মিয়া।

একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর ২০২৩ সালের ২৯ নভেম্বর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে জেলা ও উপজেলা বিএনপি একরামুজ্জামানকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলার ছড়ি প্রতীকে ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন একরামুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন।

Address

New Green Super Market, Underground

3400

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাহ্মণবাড়িয়া নিউজ টিভি Brahmanbaria News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্রাহ্মণবাড়িয়া নিউজ টিভি Brahmanbaria News TV:

  • Want your business to be the top-listed Media Company?

Share