06/07/2025
হারানো বিজ্ঞপ্তি
আমার শ্যালক সাজেদুল হক আদর (বয়স ১৭) গত রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্ডার বাজার, মধ্যপাড়া এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
তার পরিচয় নিচে দেওয়া হলো:
🔹 নাম: সাজেদুল হক আদর
🔹 পিতা: মৃত মাজিদুল হক
🔹 মাতা: ইয়াসমিন বেগম
🔹 শারীরিক অবস্থা: প্রতিবন্ধী (অটিজম আক্রান্ত)
🔹 স্থায়ী ঠিকানা: বর্ডার বাজার, মধ্যপাড়া, ব্রাহ্মণবাড়িয়া
তার খোঁজ পেলে অথবা কোনো তথ্য জানা থাকলে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে:
📞 মাহমুদ হাসান জয় (দুলাভাই)
📱 01780-889717
আপনার সামান্য সহযোগিতায় একটি অসহায় পরিবার তার প্রিয়জনকে ফিরে পেতে পারে।