Najmul

Najmul ঠিকঠাক যতন করে রাখার মতন,
যেমনি করে তোমার বুকের হৃদপিণ্ড আগলে রাখো।
বিশ্বাস করো—
এত ভালোবাসা ছড়িয়ে দেবো,
আমার মৃত্যুতে তোমার বুকেও রক্তক্ষরণ হবে।

নয়নতারা আর নীল আকাশ 💙💙
25/09/2025

নয়নতারা আর নীল আকাশ 💙💙

24/09/2025

পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্য টাকা লাগে না।💙
যেমন ধরো,জোছনা,বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা....🖤

24/09/2025

শরতের কাশফুল 🤍🤍
প্রকৃতির কাছে লেখা ভালোবাসার চিঠি🌸🌸 #

24/09/2025

নিঃসন্দেহে এখানে একটি বিকেল কাটিয়ে দেয়া যায়!
আহরন্দ গ্রাম, তিতাস নদীর পাড়, ব্রাহ্মণবাড়িয়া 🍀🍀

24/09/2025

জীবন তো কিছু সৌন্দর্য এখানে উপভোগ করা যায় ❤️❤️❤️

24/09/2025

জীবন সবসময় মসৃণ হয় না, সুখ-দুঃখ মিলিয়েই এর আসল রূপ।

🌿 যতই পরিকল্পনা করি, জীবন তার নিজস্ব পথে চলে।

🌿 মানুষকে সবকিছু দিয়ে খুশি করা সম্ভব নয়, তাই নিজের শান্তিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

🌿 সময় আর সুযোগ—একবার হারালে আর ফিরে আসে না।

🌿 দুঃখের মধ্যেই সুখের মূল্য সবচেয়ে বেশি বোঝা যায়।

🌿 টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু ভালোবাসা, শান্তি আর সম্মান কিনতে যায় না।

🌿 মানুষকে নয়, নিজের আত্মাকে খুশি রাখাই জীবনের আসল সাফল্য।

দূরে থেকেও কাছে থাকি, ফেসবুকের পর্দায়,পরিজনের ছবিগুলো সেলফির ফ্রেমে বাঁধা।বিদেশের মেঘ দেখি, বাংলাদেশের বৃষ্টি খুঁজি,চোখ...
24/09/2025

দূরে থেকেও কাছে থাকি, ফেসবুকের পর্দায়,
পরিজনের ছবিগুলো সেলফির ফ্রেমে বাঁধা।
বিদেশের মেঘ দেখি, বাংলাদেশের বৃষ্টি খুঁজি,
চোখের জলে ভেজে যায় বিজ্ঞানের সব জানালা।

হাসি মুখে ভিডিও কল, “আমি ভালো, তুমি কেমন?”
কথার ফাঁকে ফাঁকে শুধু শূন্যতারই ছেঁড়া সুর…
প্রবাসের সোনার হাটে, সময়ের দাম চুকিয়ে,
স্বপ্নের ভিটার ইট কাঁধে নিয়ে যাই দূর।

রাতের নিস্তব্ধতায় যখন থামে শহরের জোর,
বুকের ভিতর তখনো চলে বাড়ির হিসাব।
পরের দেশের মাটি ফুলে-ফলে সুন্দর,
তবুও কেন মন ধরে না কোনো নতুন আবাব?

কষ্টগুলো হয়তো বা লুকিয়ে রাখি পাতাজোড়া পাসপোর্টে,
আর সাফল্যের গল্পে ঢেকে দিই একাকিত্বের ঘাম।
তবুও তো মন চায়, ডাক্তারবাবুর চেম্বারে বসে,
গল্প করি মায়ের ভাষায়, শুধু একবার নাম।

এভাবেই তো চলে, একটু আক্ষে, একটু আশায়,
বিদেশের বেড়াজালে বন্দি নিজস্ব এক দেশ।
প্রবাসের এই জীবন মানে পাথরের মূর্তি গড়া,
যার ভিতর লুকিয়ে থাকে দূরের বাড়ির বেশ।

23/09/2025

Nothing but INSANE boundary saves 🤯

Here's some unbelievable efforts in the Big Bash!

কোথায় যেন পড়েছিলাম, কিছুক্ষণ চাঁদ দেখলে ভালো লাগে আর অনেকক্ষণ দেখলে নিজেকে অসহায় লাগে। উপলব্ধি খুব দেরিতে হয়েছে কথা আসলে...
23/09/2025

কোথায় যেন পড়েছিলাম, কিছুক্ষণ চাঁদ দেখলে ভালো লাগে আর অনেকক্ষণ দেখলে নিজেকে অসহায় লাগে। উপলব্ধি খুব দেরিতে হয়েছে কথা আসলেই সত্য। মনের কোণে জমে থাকা একঝাঁক অভিমান, অভিযোগ, দুঃখ সব যেন চাঁদের আলোয় মাথাচাড়া দিয়ে ওঠে। হিসেব কষতে বাধ্য করে জীবনে কতকী হারিয়ে গেছে। ভাবায় কিছু মানুষ আর কখনো ফিরবে না আমাদের দুয়ারে। কথা থেমে গেছে আমাদের অনেকের। খুব ব্যবধান নেই চাঁদ আর মানুষের মাঝে। নিঃসঙ্গ, কলঙ্ক, নিজে জ্বলে অন্য সবাইকে আলো দেওয়া। তবুও কিছু তফাৎ তো আছেই। চাঁদকে মানুষ তার সবসহ গ্রহণ করে, তার নিঃসঙ্গতার জন্য আফসোস করে, কলঙ্কের জন্য দুঃখ পায়, নিজে জ্বলে অন্যকে আলো দেয়ার জন্য প্রশংসা করে। কিন্তু মানুষের ক্ষেত্রে এই সহম'র্মি'তা থাকে না।
এ-জগতে মানুষের প্রতি মানুষ সবচেয়ে বেশি নির্দয়।


-রুসমিতা বিনতে মেহেদী

"If God wants, don't ask about the reasons."
23/09/2025

"If God wants, don't ask about the reasons."

Happy Saudi National Day to everyone in Saudi Arabia! 🇸🇦 Wishing you a day filled with pride, unity, and celebration wit...
23/09/2025

Happy Saudi National Day to everyone in Saudi Arabia! 🇸🇦 Wishing you a day filled with pride, unity, and celebration with your loved ones.

Address

Dhaka
Brahmanbaria

Telephone

+97366982156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share