AK.Love Lain

AK.Love Lain Romantic "LOVE" Story

তারপর..??       সবার থেকে লোকিয়ে রাখছি তাকে.!😔🥀💔
06/02/2024

তারপর..??
সবার থেকে লোকিয়ে রাখছি তাকে.!😔🥀💔

শুধু ছেলেরা কেন মেয়েরাও পারে প্রপোজ করে চমকে দিতে!😍😇আচ্ছা কথাটা ত বলে ফেল্লাম কিন্তু এটা কি আসলে-ই সত্যি.?মেয়েরা কি নিজ...
06/02/2024

শুধু ছেলেরা কেন মেয়েরাও পারে প্রপোজ করে চমকে দিতে!😍😇

আচ্ছা কথাটা ত বলে ফেল্লাম কিন্তু এটা কি আসলে-ই সত্যি.?
মেয়েরা কি নিজের পছন্দের পুরুষকে নিজে থেকে প্রপোজ করে চমকে দিতে পারে.?🥰😍😘

বন্ধু মানে সেই মানুষ যে জীবনের প্রতিটি মুহূর্তে সাক্ষী...!!! যার কাছে নেই গোপন কোন কিছু...!!! বন্ধু মানে সেই মানুষ যে সব...
06/01/2024

বন্ধু মানে সেই মানুষ যে জীবনের প্রতিটি মুহূর্তে সাক্ষী...!!! যার কাছে নেই গোপন কোন কিছু...!!! বন্ধু মানে সেই মানুষ যে সব সময়ের সঙ্গী...!!! বন্ধু মানে সেই মানুষ যে বিপদের সবসময়ই পাশে থাকে...!!!বন্ধুত্ব এমন একটা জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না...!!! আবার শুধু ইচ্ছে করলেও হয়ে যায় না...!!! আবার কখন কার সাথে বন্ধুত্ব হয়ে যায় কেউ বলতেও পারে না...!!! আমাদের বন্ধুত্ব কখন যে হয়ে গেছে তাও মনে নেই...!!! তর সাথে কাটানো সময় গুলো খুব মিস করি বন্ধু...!!! হয়-ত তুই অনেক রাগ দেখাতি তাই তর সাথেও রাগ দেখাতাম কিন্তু আজ সেই রাগটাকে অনেক মিস করছি বন্ধু...!!! তর জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল বন্ধু...!!! তর আগামী দিন গুলো হাসি-খুশিতে কাটুক...!!! ২০২২ সালে পাওয়া কষ্ট গুলো ২০২৩ সালে সুখের কারণ হয়ে আসুক...!!! ২০২২ সালে তকে যারা হারিয়েছে তাদের কাছে তুই আফসোসের কারণ হয়ে দারা...!!!
তকে আমার পক্ষ থেকে জানাই তর পয়দা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন...!!! I'm sorry for the late wish
many many happy returns of the day...!!!🎉🎊🎆🎊
many many happy birthday my🎂🎂🎂🎸🎺🎻
❤️❤️❤️ dear friend ❤️❤️❤️
🎸🎂🎸🎺🎻🎊🎆🎉🎉🎊🎂🎸🎺🎺
Mynuddin

03/07/2023

আমরা যদি একে অপরকে ফলো করি তাহলে 50k হওয়া কোন ব্যাপারই না।

Follow back to back
Everyone

মেয়েদের এই ছয়টি কাজ করা হারাম...!!!
03/07/2023

মেয়েদের এই ছয়টি কাজ করা হারাম...!!!

ছাত্রঃ- স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব?🤔শিক্ষকঃ- হ্যাঁ বল।✌ছাত্রঃ- একটি হাতিকে ফ্রিজে কিভাবে রাখবেন?🤔শিক্ষকঃ- আরে...
03/07/2023

ছাত্রঃ- স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব?🤔
শিক্ষকঃ- হ্যাঁ বল।✌
ছাত্রঃ- একটি হাতিকে ফ্রিজে কিভাবে রাখবেন?🤔
শিক্ষকঃ- আরে বুদ্ধু হাতি অনেক বড়, ফ্রিজে হাতির জায়গা হবে না।✌
ছাত্রঃ- স্যার ফ্রিজ অনেক বড়। প্রথমে ফ্রিজের দরজা খুলবেন তারপর হাতিকে রেখে দিবেন।😉

ছাত্রঃ- স্যার আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব? 🤔
শিক্ষকঃ- হ্যাঁ অবশ্যই। ✌
ছাত্রঃ- গাধা-কে সেই ফ্রিজে কিভাবে রাখবেন? 🤔
শিক্ষকঃ- প্রথমে ফ্রিজ খুলব, তারপর গাধাকে রেখে দিব। ✌
ছাত্রঃ- না ভুল উত্তর, প্রথমে দরজা খুলে ভেতরে থাকা হাতিকে বেড় করবেন, তারপর গাধাকে রাখবেন। 🥴

ছাত্রঃ- স্যার আরেকটা প্রশ্ন করি? 🤔
শিক্ষকঃ- হ্যাঁ হ্যাঁ কর। ✌
ছাত্রঃ- বাঁদরের জন্মদিন। পার্টিতে সব জন্তুরাই এসেছে, কিন্তু একটি জন্তু আসেনি, সেটি কে?🤔
শিক্ষকঃ- সিংহ হতে পারে, কারণ সিংহ আসলে সবাইকে খেয়ে নিবে।😊
ছাত্রঃ- আবার ভুল উত্তর, গাধা আসেনি, কারণ গাধাকে আপনি আগেই ফ্রিজে রেখে দিয়েছেন।😜

ছাত্রঃ- স্যার আরেকটা প্রশ্ন করব? 🤔
শিক্ষকঃ- (রেগে গিয়ে) হ্যাঁ 😠
ছাত্রঃ- রাস্তায় একটি নদী আছে, নদীটিতে পারাপারের জন্য কোনো ব্রিজ বা সাঁকো নেই, আপনি কিভাবে নদীটি পার হবেন?🤔🤔
শিক্ষকঃ- আমি নৌকা করে পার হব। 😊
ছাত্রঃ- আবার ভুল উত্তর,এত তাড়াতাড়ি আপনি নৌকা কোথায় পেলেন?🤔
শিক্ষকঃ- তাহলে তুইই বল কিভাবে পার হব? 🤔
ছাত্রঃ- আপনি দিব্যিসে সাঁতরে পার হবেন। ✌️
শিক্ষকঃ- কেন, কুমির যদি খেয়ে নেয়।🤔
ছাত্রঃ- স্যার সব জন্তুরাই তো বাঁদরের জন্মদিনের পার্টিতে।🥴😁😆😂🤣

ছেলে :- তোমার পা দেখাও।মেয়ে :- পা দেখে কি করবে ?ছেলে :- (রেগে) যা বলছি তাই করো, পাদেখাও।মেয়ে :- না দেখাব না।ছেলেটা একট...
03/07/2023

ছেলে :- তোমার পা দেখাও।
মেয়ে :- পা দেখে কি করবে ?
ছেলে :- (রেগে) যা বলছি তাই করো, পা
দেখাও।
মেয়ে :- না দেখাব না।
ছেলেটা একটা থাপ্পড় মেরে দিল।
ছেলে :- (আরো রেগে) বলছি পা দেখাও।
মেয়ে :- মেয়েটি গালে হাত দিয়ে ধীরে
ধীরে জুতা খুললো। ছেলেটা মেয়েটার পায়ে
দেখল বেশ কিছু ব্লেটের দাগ। তখন ছেলেটার
চোখে অশ্রু চলে এল। ছেলেটা সাথে সাথে
উঠে পড়ল এবং মানিব্যাগ থেকে একটি ব্লেট বের
করল। মেয়েটা সাথে সাথে ছেলেটার হাত ধরে
ফেলল।
মেয়ে :- (কেঁদে কেঁদে) এই তুমি এটা কি
করছ ?
ছেলে :- যা তুমি করেছ।
মেয়ে :- প্লিজ এসব কর না।
ছেলে :- তুমি কেন করেছ ?
মেয়ে :- তো তুমি কাল আমার মেজাজ গরম
করেছিলে কেন ?
ছেলে :- তাই বলে এভাবে নিজেকে কষ্ট
দেবে ?
মেয়ে :- মাথা গরম হলে এটাই করি।
ছেলে :- এটা করে কি হয় ?
মেয়ে :- জানি না। তবে সাময়িক শান্তি পাই।
ছেলে :- আমিও করব এখন।
ছেলেটা ব্লেট খুলতে শুরু করল।
মেয়ে :- প্লিজ প্লিজ,এটা কর না।
(ছেলেটা তবুও থামছে না। অবশেষে মেয়েটা
কোনো উপায় না পেয়ে ছেলেটাকে জড়িয়ে
ধরল। মেয়েটার ভালোবাসার উষ্ণতা পেয়ে
ছেলেটা থেমে গেল)
মেয়ে :- প্লিজ এসব কর না। তোমার কষ্ট আমি
সইতে পারব না।
ছেলে :- আমিও তো তোমার কস্ট সইতে পারি
না। তাহলে তুমি কেন এমন করলে ?
মেয়ে :- আর কখনো করব না।
ছেলে :- প্রমিজ ?
মেয়ে :- হুম প্রমিজ।
ছেলে :- আচ্ছা সবাই হাত কাটে তুমি পা কাটলে
কেন ?
মেয়ে :- যাতে কেউ দেখতে না পাই সেইজন্য।
ছেলে :- বুদ্ধি গুলো ভালকাজে ব্যবহার করো,
মেয়ে :- আচ্ছা ঠিক আছে, করব।
মেয়েটা ছেলেটার বুক থেকে সরে আসতে
চাইল। কিন্তু ছেলেটা আরো জোরে জড়িয়ে
ধরল।
মেয়ে :- ছাড়।
ছেলে :- না। ছাড়ব না।
মেয়ে :- (সরে আসার চেষ্টা) ছাড় বলছি।
ছেলে :- তাহলে কিন্তু আবার ব্লেট বের করব।
মেয়ে :- ব্ল্যাকমেইল ?
ছেলে :- না। ভালবাসার উষ্ণতা।
(মেয়েটা ছেলেটাকে আরেকটু শক্ত করে
জড়িয়ে ধরল)
একেই বলে রিয়েল লাভ

যারা পল্প পড়তে ভালো বাসে তারা ফলো দিয়ে পাসে থাকবেন ধন্যবাদ.!

কলেজ থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে হঠাৎ একটা ছেলেকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম, " সাহস...
02/07/2023

কলেজ থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে হঠাৎ একটা ছেলেকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম,

" সাহস করে মোবাইল নাম্বার চেয়ে দেখি, আজকের পর আর যদি কোনদিন দেখা না হয়। "

যেই ভাবনা সেই কাজ। আমি তার কাছে গিয়ে বললাম,

" আপনার নামটা জানতে পারি? "

" কেন? "

" কারণ আপনাকে আমার ভালো লেগেছে, আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেছি। "

ছেলেটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো।
বললো,

" তুমি কিসে পড়ো? "

" ইন্টার সেকেন্ড ইয়ার। "

" নিউটনের সূত্র তিনটা জানো? "

" জানতাম ভুলে গেছি। "

" সামান্য তিনটি সূত্র মনে রাখতে পারো না, আবার রাস্তায় ছেলেদের পছন্দ করো। "

আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরো লজ্জা পেলাম।

এরপর ছেলেটা তার কলম বের করলো। তারপর একটা কাগজে কি যেন লিখলো। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বললো,

" বাসায় যাবার সময় সূত্র তিনটা মুখস্থ করতে করতে বাসায় যাবে। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়। "

আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে, একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি।

বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার আন্ডা সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম।
সেখানে লেখা ছিল,

" আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। তুমি কিছু মনে করো না, আমার মোবাইল নাম্বার দিলাম। বাসায় গিয়ে কল দিও। তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। "

ভালো ভালো গল্প পড়তে ফলো👉 AK.Love Lainn👈

বাবা বল্টুকে ইংরেজি শিখাচ্ছে...!🥹🫰বাবা: মাই হেড মানে আমার মাথা...!☺️বল্টু: মাই হেড মানে বাবার মাথা...!😌পাশ থেকে ভাইয়া ব...
02/07/2023

বাবা বল্টুকে ইংরেজি শিখাচ্ছে...!🥹🫰

বাবা: মাই হেড মানে আমার মাথা...!☺️

বল্টু: মাই হেড মানে বাবার মাথা...!😌

পাশ থেকে ভাইয়া বললো..🙂
দূর বোকা মাই হেড মানে আমার মাথা..!😪

বল্টু: মাই হেড মানে ভাইয়ার মাথা..!🥹

বল্টুর বড় বোন শুনে বললো..!😬
এই ছোটন..মাই হেড মানে ভাইয়ার মাথা না. আমার মাথা, আমার মাথা..!😕

বল্টু: ও বুঝছি মাই হেড মানে আপুর মাথা..!😁

মা রান্নাঘর থেকে শুনতে পেয়ে চেঁচিয়ে বলল..😤
কি যা তা বলছিস !! মাই হেড মানে আমার মাথা..?পড় তাড়াতাড়ি..!🙄

বল্টু বিরক্ত হয়ে বলল...!বুঝছি..!🥹🫰

মাই হেড মানে আমার চোদ্দ গুষ্টির মাথা।🫤🫤🫤

গল্পটা না পড়লে মিস করবেন শেষে অনেক মজা পায়বেন😇😇😇ছোটুঃ দাদি ঘুম আসছে না। একটু টিভি দেখবো? 😰দাদি :টিভি থাক দাদু ভাই। তুমি ...
02/07/2023

গল্পটা না পড়লে মিস করবেন শেষে অনেক মজা পায়বেন😇😇😇

ছোটুঃ দাদি ঘুম আসছে না। একটু টিভি দেখবো? 😰
দাদি :টিভি থাক দাদু ভাই। তুমি আমার সাথে গল্প কর। 😃
ছোটুঃ আচ্ছা দাদু আমাদের পরিবার কী সারা জীবন সাতজনেরই থেকে যাবে? মানে তুমি, দাদা, বাবা, মা, বোন, আমি আর আমাদের বিড়াল ছানা ক্যাটি। 😒
দাদি: এবার আমরা একটা কুকুর কিনবো তখন আমরা আটজন হয়ে যাবো। 😃
ছোটুঃ কুকুরটা তো বিড়াল ছানাটাকে মেরে ফেলবে তখন আমরা আবার সাতজন হয়ে যাবো। 😒
দাদি: তুমি বিয়ে করে নতুন বউ আনবে তখন আমরা আবার আটজন হয়ে যাবো।😑
ছোটুঃ কিন্তু বোন বিয়ে করে চলে গেলে আমরা আবার সাতজন হয়ে যাবো। 😒
দাদি: তোমার ছেলে-মেয়ে হলে আমরা আবার আটজন-নয়জন হয়ে যাবো। ☺
ছোটুঃ কিন্তু তুমি আর দাদা মারা গেলে আমরা আবার সাতজন হয়ে যাবো। 😭
দাদি: হারামজাদা! তুই যা গিয়ে টিভি দেখ। 😡😡
বি:দ্র: নতুন নতুন গল্প পেতে পেইজটি ফলো করুন.!

এক বড় ভাই কল দিয়ে বলতেছে ....... --কালকে একটা ভিডিও দেখাইছিলি না? নায়ক-নায়িকার চুল খুলে দেয়।-হ দেখাইছি।--এরপর নায়িকা কেম...
02/07/2023

এক বড় ভাই কল দিয়ে বলতেছে .......

--কালকে একটা ভিডিও দেখাইছিলি না? নায়ক-নায়িকার চুল খুলে দেয়।

-হ দেখাইছি।

--এরপর নায়িকা কেমন রোমান্টিক একটা লুক দেয়!
-হ দেয়।

--কইছিলি না তোর ভাবিরে এমন করলে ভাবি খুব খুশি হবে।

-হ কইছিলাম ভাই।

-- ছুটির দিন দুপুরে তোর ভাবি রান্না করতেছিলো। আমি গিয়া চুল খুইলা দিলাম।

-জোস ভাই। সাবাস ভাই। আমি জানতাম আপনারে দিয়া হবে। আমি জানতাম ভাবি অনেক খুশি হবে।

--হারা/মজা/দা! জোস মারাস না ! তোর ভাবি ঘুষা/ য়া আমার নাক ফা/টা/ইয়া দিছে ।
বলতেছে গরমে জীবন তেজপাতা হয়ে যাচ্ছে , আসছে রংঢং করতে কিচেনে !!

ভুলটা কোথাই ছিলো আমার ??

--🙄🙄


Follow my page:-AKAK.Love LainaAK.Love Lain

Address

Nabinagar
Brahmanbaria

Telephone

+8801746620522

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK.Love Lain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK.Love Lain:

Share