Muhammad Rony

Muhammad Rony যদি কোনোদিন মইরা যাই তাইলে আল্লাহর কাছে আমার জন্যে যত পারেন দোয়া করবেন। আমার আমলের অনেক বড় ঘাটতি আছে।

আলহামদুলিল্লাহ! একজন আলেমকে ধর্ম উপদেষ্টা বানানোর সুফল এটাই।
13/07/2025

আলহামদুলিল্লাহ!
একজন আলেমকে ধর্ম উপদেষ্টা বানানোর সুফল এটাই।

এনসিপি কি লোক ভাড়া করে আনতেছে? এই ছবিতে উত্তরটা পাবেন। ভাড়া করে বাপকে সমাবেশে আনা যায়, তিন বছরের মেয়েকে আনা যায় না। এই ব...
09/07/2025

এনসিপি কি লোক ভাড়া করে আনতেছে?

এই ছবিতে উত্তরটা পাবেন।

ভাড়া করে বাপকে সমাবেশে আনা যায়, তিন বছরের মেয়েকে আনা যায় না।

এই বাবাটাকে দেখেন।

লোকজনের চাপে কাছে যাইতে পারে নাই।

তাই দূর থেকেই হাত দিয়ে দেখাইতেছে, ঐ যে নাহিদ, ঐ যে আখতার, ঐ যে সার্জিস, ঐ যে হাসনাত।

কুষ্টিয়াতে এক ইস্কুলের মেয়ে বাপকে জোর করে ধরে এনেছে। নাহিদ ভাই এসেছে। দেখতে যেতেই হবে।

আন্দোলনের সময় আমার এক পিচ্চি কাজিন কান্নাকাটি শুরু করেছিল আন্দোলন করার জন্য। গ্রামে আন্দোলন হয় না। বাপ মায়ের সাথে জেদ লাগাইছিল শহরে আমাদের বাসায় আসবে।এসে আন্দোলন করবে।

এই ছেলের বয়স ছিল ১১ বছর।

রাজনীতি বুঝে নাই, অথচ আন্দোলন বুঝেছে।

এই বয়স থেকে শুরু করে আমাদের বয়স পর্যন্ত, আমরা রাজনীতি বুঝেইছি এই ছেলেগুলোরে দেখে।

আপনাদের কাছে আপনাদের দলের নেতারা শুধুই নেতা।

বাট আমাদের এই জেনারেশনের কাছে এরা আগে হিরো, পরে নেতা।

আমাদের আর আমাদের নিচের তিন প্রজন্মের বাচ্চাকাচ্চাদের কাছে এরা সেই রাজপুত্র, যারা বাংলাদেশের সবচেয়ে নিষ্ঠুর ডাইনিটাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।

এই তিন জেনারেশনের মাথা থেকে এদের এই হিরোইজম মুছতে পারবেন না।

তাই দেখেন, ছবিতে বাবাটার চেয়ে বেশি আগ্রহ নিয়ে হাত নাড়ছে বাচ্চা মেয়েটা। যেন রাজনীতি না, শাকিব খানকে দেখতে এসেছে।

শুরুতে যে প্রশ্ন করেছিলাম, এনসিপি কি লোক ভাড়া করে আনতেছে?

টিপিক্যাল রাজনৈতিক দল হলে ভাড়া করেই আনত,অস্বীকার করি না।

নেতাদের সমাবেশে ভাড়া করেই লোক নিতে হয়।

বাট হিরো দেখার জন্য লোক ভাড়া করা লাগে না। হিরো দেখতে তাই বাচ্চা, বাচ্চার বাপ আর বাচ্চার মায়েরা নিজে থেকেই চলে আসে।

রাজনৈতিক নেতা আর হিরোদের মধ্যে এই হল পার্থক্য!!

“দাজ্জাল” শুধু একজন ব্যক্তি না — সে একটা পূর্ণ ‘সিস্টেম’। একটা ফাঁদ। এক ভয়ংকর কন্ট্রোল মেশিন। আমরা অনেকেই হয়তো দাজ্জালকে...
30/06/2025

“দাজ্জাল” শুধু একজন ব্যক্তি না — সে একটা পূর্ণ ‘সিস্টেম’। একটা ফাঁদ। এক ভয়ংকর কন্ট্রোল মেশিন। আমরা অনেকেই হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি — কিন্তু তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে গেছে, চোখের সামনে।

আজ একটু খোলা চোখে চিন্তা করি…

📡 RFID চিপ — শরীরে ঢোকানো হচ্ছে। বলা হচ্ছে “সুবিধা হবে”। বাস্তবে? আপনার লোকেশন, অর্থ, স্বাস্থ্য, চলাফেরা সব ট্র্যাকিংয়ের আওতায়।

🤖 AI (Artificial Intelligence) — এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, আপনার মন কী চায় সেটাও অনুমান করে। AI দিয়ে তৈরি হচ্ছে deepfake ভিডিও, যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে। দাজ্জালের সেই “অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি” কি একে মনে পড়ে না?

💳 Centralized Banking System — এক দেশ নয়, পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম এক এক করে ক্যাশলেস হচ্ছে। আগামী দিনে বলা হবে, “RFID ছাড়া কেনাবেচা নিষিদ্ধ”। আপনি যদি দাজ্জালীয় সিস্টেম মেনে না চলেন — আপনার একাউন্ট বন্ধ।

🛰️ Satellite Surveillance + Smart City — ঘরে, রাস্তায়, গাড়িতে, অফিসে, এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা-সেন্সর বসছে। কে কোথায়, কার সাথে, কী ভাবছে, কী খাচ্ছে, সব রেকর্ড হচ্ছে।

🧬 Genetic Engineering & Cloning — রোগ নিরাময়ের নামে DNA বদলানো হচ্ছে। ভবিষ্যতে বলা হবে, “আমরা আপনাকে দুর্বলতা ছাড়া মানুষ বানাবো।” আসলে বানাবে “আত্মাহীন রোবট মানুষ” — যাদের ইচ্ছাও নিয়ন্ত্রণযোগ্য।

🔐 Personal Data = সবচেয়ে বড় অস্ত্র
আপনি কী ভয় পান, কী বিশ্বাস করেন, কখন কাঁদেন, কোথায় সফট… এসবই AI দিয়ে বিশ্লেষণ করে রাখা হচ্ছে। আর আপনি ভেবেছেন, “আমি তো ফেসবুকে শুধু মজা করি”?

💣 Nuclear Weapon Systems এখন AI দ্বারা চালিত — যদি দাজ্জালের মত একজন এগুলো হ্যাক করে বা তারই তৈরি AI এগুলো চালায়? আপনি ঠান্ডা মাথায় কল্পনা করুন — যদি মানুষ নয়, কোন “সিস্টেম” পুরো মানবজাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে?

🕋 Religion Elimination Plan — বলা হবে, “সব ধর্ম এক করো, নতুন এক Global Unity বানাও।”
যারা এক আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তারা হবে “cut-off”।
তাদের ওপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা, খাদ্য নিষেধ, চিকিৎসা নিষেধ।
ঠিক যেমন হাদিসে বলা হয়েছে:
“যে তার অনুসরণ করবে না, সে খেতে পাবে না, চলতে পারবে না।”

আজকের AI, Blockchain, BioChip, Surveillance Technology, Digital Currency — এগুলো কী কেবল অগ্রগতি?
না কি এগুলোই একদিন বলবে:
“তুমি যদি দাজ্জালকে না মানো, তুমি পৃথিবীর নাগরিক না!”

✅ আমি কারও বিরুদ্ধে না, আমি প্রযুক্তিরও বিরোধী না। আমি শুধু বলছি:

তুমি প্রযুক্তি ব্যবহার করো — কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে।
তুমি চিপ ব্যবহার করো না — যেন চিপ একদিন তোমার ঈমান না ব্যবহার করে।

🔰 করণীয়:
• সূরা কাহফ পড়ো, অন্তত প্রতি শুক্রবার
• দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া মুখস্থ রাখো
• জীবনকে ধীরে ধীরে “Tayyib” করো — খাবার, চিন্তা, সমাজ
• সন্তানকে শেখাও “সত্য-মিথ্যার পার্থক্য”
• আর সবশেষে, এমনভাবে তৈরি হও — যেন সে (দাজ্জাল) এলে তুমি বলতে পারো:
“আমি আল্লাহর বান্দা — কোনো সিস্টেম, কোনো ইল্যুশন, কোনো ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না।”

দাজ্জাল আসবে। এটা কুরআন-হাদিসে নিশ্চিত। কিন্তু সে আসার আগেই যদি আমরা তার সিস্টেমে ঢুকে পড়ি — তখন আর আমাদের বের হবার পথ থাকবে না।
আজ থেকে প্রস্তুতি নিন, ঈমানকে Technology Proof করুন।

Copy

১৪৪৭ হিজরী!কত দীর্ঘকালের দুরত্ব আপনার ও আমার মাঝে! কত ব্যথা কত যাতনা এই হৃদয় জুড়ে! কবে দেখতে পাব আপনাকে! আদৌও কি সেই স...
26/06/2025

১৪৪৭ হিজরী!

কত দীর্ঘকালের দুরত্ব আপনার ও আমার মাঝে! কত ব্যথা কত যাতনা এই হৃদয় জুড়ে! কবে দেখতে পাব আপনাকে! আদৌও কি সেই সৌভাগ্য নসীব হবে এই অভাগার?!

ভালোবাসি! বড্ড বেশি ভালোবাসি! আপনি আমার প্রাণাধীক প্রেয়সী হে নবী!

💚 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚

সুযোগে সৎ ব্যবহার এটাকেই বলে!
25/06/2025

সুযোগে সৎ ব্যবহার এটাকেই বলে!

 #সবার_শেয়ার_চাই 📢 হারানো বিজ্ঞপ্তিআমার এক ভাইয়ের ছেলে হারিয়ে গেছে। তাঁর খোঁজ পেলে অনুগ্রহ করে নিচের দেওয়া নম্বরে যোগাযো...
25/06/2025

#সবার_শেয়ার_চাই
📢 হারানো বিজ্ঞপ্তি

আমার এক ভাইয়ের ছেলে হারিয়ে গেছে। তাঁর খোঁজ পেলে অনুগ্রহ করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

🔹 নাম: মোঃ হোসাইন আহমেদ শিহাব।
পিতা : মোঃ আব্দুল হাকিম।
🔹 বয়স: ১২ বছর
🔹 পরিচিতি: গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৪ ফুট,
আজকে ২৫জুন সকাল বাসা থেকে বেরিয়ে গেছে।
🔹 শেষ দেখা: আজকে বিকেলে ভাদুঘর, এর পর থেকে আর পাওয়া যাচ্ছেনা।
ছেলের বাসা ব্রাহ্মণবাড়িয়া শহর মধ্যপাড়া দিঘির পাড় এলাকা
🔹 যোগাযোগ: ☎️ 01916425828 ছেলের বাবা

যদি কেউ তাঁর খোঁজ পান বা কোনো তথ্য দিতে পারেন, তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইলো।

🤲 সকলের দোয়া ও শেয়ার করে সহযোগিতা কামনা করছি!

24/06/2025

Zam Zam water 💧
Pure water in the world 🤍

যে ঘরের শিশুদেরকে গ্রাস করে না স্মার্ট ফোনের অভিশাপ——————————//—-//তাসনিম আর রানিম । দুরন্ত মায়াবী দুটি শিশু । সারাদিন ...
14/06/2025

যে ঘরের শিশুদেরকে
গ্রাস করে না স্মার্ট ফোনের
অভিশাপ
——————————//—-//

তাসনিম আর রানিম । দুরন্ত মায়াবী দুটি শিশু । সারাদিন এ ঘর থেকে ও ঘর ঘুরঘুর করে । খেলার সময় খেলে আর কল কল হাসিতে মুক্তো ঝরায় । ছবির ঘরটি তাদের খেলার ঘর ।

মদিনা মুনাওয়ারার পবিত্র পরিবশে বেড়ে উঠছে শিশু দুটি ।বাবা-মায়ের চোখের শীতলতা আর হৃদয়ের প্রশান্তি তারা । ডিজিটাল যুগের প্রাণঘাতী ডিজিটাল স্ক্রিনের বিষাক্ত আলোকছটা থেকে মুক্ত তাদের জীবন । সেই পুরনো দিনের শিশুদের মত হাড়ি-পাতিল আর ঘর-দোর নিয়ে খেলাধুলাতেই হয়ে যায় তাদের আনন্দ বিনোদন । কেননা তারা এমন এক ঘরে বেড়ে উঠছে যেখানে স্মার্টফোন নামক ধ্বংসাত্মক বিষাক্ত ডিভাইস অনুমোদিত নয় ।

পবিত্র মদিনার সফরে এবার এই ঘরেই কিছু সময় আতিথেয়তা গ্রহণের সুযোগ হয়েছে আমাদের । প্রবাসী পরিবারের আর দশটি শিশুর মত তাসনিম আর রানিমও খেলার সাথীর অভাব অনুভব করে তীব্রভাবে । মদিনা শরীফের জিয়ারতে আগত স্বদেশী মেহমানগণ তাদের বাড়িতে আতিথী হলে শিশু দুটির সরল অনুযোগ থাকে বাবা-মায়ের কাছে, সবাই শুধু বড়রা আসে কেন ? বাবুদেরকে নিয়ে আসতে পারে না ?

ক্ষনিকের অবস্থানে মায়া জন্মে যায় এই ঘরটির প্রতি । কথায় কথায় ঘরের কর্তা জানায়, বিয়ের সময় তার শশুরের একটিই শর্ত ছিল । তার কণ্যাকে স্মার্টফোন ব্যবহার করতে দেয়া যাবে না ।
তাই এই ঘরে সোশ্যাল মিডিয়া নামক সামাজবিধ্বংসী কোন অ্যাপ ব্যবহার হয় না । আর দশটা ঘরের মতো এই ঘরের শিশুরা মোবাইলের বিষাক্ত দংশনেও নীল হয় না । তারা প্রাকৃত্রিক এনালগ যুগের খেলাধুলা করেই বেড়ে উঠছে ।

আজকাল অনেক বাবা-মাকেই অভিযোগ করতে শোনা যায়, শিশুদেরকে মোবাইলের নাগালের বাইরে রাখা সম্ভব না । ঘরে বড়রা যদি সব সময় মোবাইল ব্যবহার করে । ছবি ভিডিও দেখতে থাকে । গেমস খেলতে থাকে । সেই ঘরের শিশুরা মোবাইলে আসক্ত হবেই । এর দায় কি নিষ্পাপ সরল শিশুদের ? নাকি এই বিষাক্ত ডিভাইস ঘরে প্রবেশের জন্য দায়ী অভিভাবকদের ?

শ্রদ্ধা জানাই সেই পিতাকে যিনি বিয়ের সময় তার হবু জামাতাকে এমন চমৎকার আদর্শ নির্দেশনা দিতে পারেন ! সে ঘরের শিশুরা অন্য দশটি ঘরের শিশুদের চেয়ে সুন্দর ভাবে বেড়ে উঠবে এতে কোনো সন্দেহ নাই !

09/06/2025

খুব টেনশনে থাকলে ৭ বার “الم نشرح لك صدرك…” পড়ে বুকের উপর হাত রাখুন হতাশা চলে যাবে।

অবশেষে ম-ন্দিরখচিত বিশ টাকার নোটটি পাবলিশড! এই বিষয়ে আপনার মন্তব্য কি?টাকায় মসজিদ মন্দির কোনোটারই দরকার নাই। এটা আজাইরা ...
04/06/2025

অবশেষে ম-ন্দিরখচিত বিশ টাকার নোটটি পাবলিশড!
এই বিষয়ে আপনার মন্তব্য কি?

টাকায় মসজিদ মন্দির কোনোটারই দরকার নাই। এটা আজাইরা কাজ।

🕋 হজ্জের সফরে একতা ও চিন্তার নতুন দিগন্ত 🇧🇩বাংলাদেশের বিভিন্ন গড়নার আলেম-উলামারা হজের এই পবিত্র সফরে একসাথে বসে যে ভালোব...
02/06/2025

🕋 হজ্জের সফরে একতা ও চিন্তার নতুন দিগন্ত 🇧🇩

বাংলাদেশের বিভিন্ন গড়নার আলেম-উলামারা হজের এই পবিত্র সফরে একসাথে বসে যে ভালোবাসা ও ঐক্যের পরিচয় দিয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ী।

আলোচনায় উঠে এসেছে দেশের জন্য কিছু করার চিন্তা, দ্বীনের খিদমত এবং ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ফিকির।

আল্লাহ এই নিয়তকে কবুল করুন এবং আমাদের সবাইকে দেশের জন্য কল্যাণকর কাজের মাধ্যমে কবুল করে নিন। 🤲

Old is Gold ❤️
29/05/2025

Old is Gold ❤️

Address

Brahmanbaria

Telephone

+8801708543443

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share