29/06/2025
ব্রাজিলিয়ান রোনালদো ডেভিড বেকহ্যাম কে উদ্যেশ্য করে কিছুদিন আগেই বলেছেন আপনি বিশ্বের সেরা খেলোয়াড় কে এনেছেন। কিন্তু তার পাশে এমন খেলোয়াড় দিয়েছেন যাদের কিছু জনের থেকে ফুটবল বিদায় নিয়েছে ও কিছু অপেশাদার খেলোয়াড় কিভাবে দিতে পারেন... যাদের থার্ড ডিভিশন গেম রিড করার ক্ষমতা নেই।
এই দল হোস্ট দেশ হিসেবে অংশ গ্রহণ করেছে আরেকটা দল UCL চ্যাম্পিয়ন হয়ে এসেছে ।
দুইদলের মার্কেট ভ্যালু আকাশ পাতাল।
পিএসজি বর্তমান মিড অন্যতম সেরা। যারা UCL ফাইনালে এত গোল দিতে পারে তাদের সামনে মিয়ামি যখন আসবে নূন্যতম লড়াই দেওয়ার মত দল কর্তৃপক্ষের গঠন করা প্রয়োজন ছিল।
বেকহ্যাম টাটা মার্টিনো মত দক্ষ কে সরিয়ে দিলেন.... কাম্পনার মত ম্যাচ উইনার কে বিক্রি করলেন। অথচ এই ভাঙ্গা দল কে মেসি লিড করলেন। অন্তত একটা সম্মান জনক দল তাকে দিতে পারতেন।
কারণ আপনার দল হারলে গোটা মিডিয়া তার ছবি ব্যবহার করে। অথচ তার সাধ্যমত সে দিয়ে ম্যাচ জয় করলে ভিন্ন ভাবে ব্যাখ্যা করে তাকে।
এই জঘন্য ডিফেন্স লাইন দিয়ে আপনারা বছরের পর বছর সকারের টেবিলের তলায় থাকতেন সে আপনাদের জীবন দিয়েছে। এত বড় একটা টুর্নামেন্টে আসলেন শুধুই মেসিকে দিয়ে সোস্যাল মিডিয়া ফলোয়ার বাড়াতে? আর নিজেদের রেভিনিউ বাড়াতে?
লোকটা দুইবার ভাবে নি আপনার কথার দাম রাখতে। ইউরোপ ছেড়ে আসতে একবার ও সংকোচ করেনি। তাকে একটা কম্পিটিটিভ দল দিতে পারলেন না। দুঃখ জনক।
কোনো ব্যাপার নয় কিং।
আপনাকে জিততে দেখতে দেখতে এমন অভ্যাস হয়েছে তাই খারাপ লাগে। পারলে ভালো একটা ঠিকানা খুঁজে নিন। কারণ আর কয়টা দিন আপনাকে দেখব শুধু শান্তিতে দেখতে চাই। এই আরকি.... বাকি আপনি আমাদের সব দিয়েছেন।