
14/05/2025
ছোটবেলায় আমরা অনেকেই "আই ফর ইগলু" ইগলু অর্থ এক্সিমোদের বরফের ঘর পড়েছি বা ছোটদেরকে পড়িয়েছি। কিন্তু ইগলু বা এস্কিমোদের সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা ছিলোনা। তখন ভাবতাম এক্সিমো মনে হয় বরফ অঞ্চলের ভাল্লুকের মতো কোনো প্রাণী হবে বা এমন অনেক কিছুই কল্পনা করতাম। আমার মতো অনেকেই হয়তো এমনটা ভাবতেন। তবে তাদের জীবনযাত্রা আমাদের কল্পনার মতোই এডভেঞ্জারাস এবং বিস্ময়ে ঘেরা। আজ আমরা জানব এই বরফের ঘর কিভাবে উষ্ণ থাকে, এর পেছনের রহস্য কি? তাছাড়াও জানব এস্কিমোদের জীবনকথা, তাদের খাবার, চাল-চলন, ইতিহাস ও ঐতিহ্য?
Video Link in the comment👇