The Hasan Show

The Hasan Show নাম মানুষকে বড় করে না
মানুষই নামকে বড় কে তোলে

16/11/2025

শুভ জন্মদিন আর্দশ ব্লাড ব্যাংক, সৈয়দাবাদ সরকারি কলেজ।

রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া (R.D.O.B) পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দোয়া ও শুভকামনা রইলো আপনাদের জন্য ❤️

একটি শোক সংবাদ 😭লিভার ক্যান্সারে আক্রান্ত রহমান আলী ভাই আর আমাদের মাঝে নেই 😭 ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন  😪গত...
05/11/2025

একটি শোক সংবাদ 😭

লিভার ক্যান্সারে আক্রান্ত রহমান আলী ভাই আর আমাদের মাঝে নেই 😭

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😪
গতকাল রাত ১২ ঘটিকায় ওনার নিজ বাসায় ইন্তেকাল করেছেন।

সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার সকল ভুল ত্রুটি গুলো মাফ করে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন 🤲😪

বিঃদ্রঃ ওনার ছোট ছোট ২ টা মেয়ে বাচ্চা আছে যদি কোন হৃদয়বান ব্যক্তি দান সদকা করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। ( আমরা সরাসরি পরিবারের কাছে নিয়ে যাবো )

03/11/2025

30/10/2025

বাঁচতে চাই লিভার ক্যান্সারে আক্রান্ত রহমত আলী
সাহায্যের জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করেছে।

বিস্তারিত কমেন্ট বক্স.......।

ঢাকা বিশ্ববিদ্যালয়,যেখানে একসময় নামাজ পড়লে শিবির ট্যাগ দেওয়া হইতো, দাড়ি রাখলেও শিবির ট্যাগের বোঝা বইতে হইতো। সেই ক্...
10/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়,
যেখানে একসময় নামাজ পড়লে শিবির ট্যাগ দেওয়া হইতো, দাড়ি রাখলেও শিবির ট্যাগের বোঝা বইতে হইতো। সেই ক্যাম্পাসে আজ ইতিহাস রচিত হলো। শিবিরের বিজয় ধ্বনিত হলো সেই মাটিতে, যেইখানে তাদের পরিচয়টুকুই একসময় অপরাধের মতো মনে করা হতো।

অভিনন্দন নতুন ভিপি সাদিক কায়েমকে।
ফলো The Hasan Show

ধৈর্য এবং পরিশ্রম কখনো বেইমানি করে না শুধু সময়ে সাথে যুদ্ধ করে চলতে হয়।
21/08/2025

ধৈর্য এবং পরিশ্রম কখনো বেইমানি করে না

শুধু সময়ে সাথে যুদ্ধ করে চলতে হয়।

18/08/2025

🥰🥰🥰

জ্বী, বাংলাদেশে চিকিৎসা নিতে গেলে আপনার এরকম কোথাও ই যেতে হবে।গিজ গিজ করবে মানুষে। ঘামের গন্ধ রোগের গন্ধ গরমে ভরপুর।কোন ...
18/08/2025

জ্বী, বাংলাদেশে চিকিৎসা নিতে গেলে আপনার এরকম কোথাও ই যেতে হবে।
গিজ গিজ করবে মানুষে। ঘামের গন্ধ রোগের গন্ধ গরমে ভরপুর।

কোন রোগী বিছানায় তো কোন রোগী ফ্লোরে যায়গা পাবে। কোন রোগী খোলা বারান্দার ফ্লোরে যায়গা পাবে।

নোংড়া বাথরুম।

ডাক্তার নার্স রাও এই ভীড়ের মাঝে ঢুকে কখনো দাড়িয়ে, কখনো হাটু গেড়ে বসে চিকিৎসা দিবে।

তার উপর অক্সিজেন নাই, ঔষধ শেষ, ডাক্তার ১ জন রোগী ২০০ জন.. এক্সরে মেশিন নষ্ট, MRI মেশিন চান্দের দেশে..🤷‍♂️

ইহার নাম "সরকারি হাসপাতাল এর সাধারন ওয়ার্ড"..

শাহরুখ খান এর Jawan ছবি তে একটা হাসপাতাল দেখেছিলেন না? ঠিক ওরকম ই..

কিন্তু আশ্চর্য্য, এই অমানবিক পরিবেশ নিয়ে কেউ কথা বলে না।

কোন নেতার গলা কাপানো বক্তব্য দেখিনাই এই পরিবেশ শোধরানো নিয়ে কোন কথা বলতে।

চিকিৎসা সেবার উন্নতি নিয়ে কোন বক্তব্যের শুরুই হয় প্রাইভেট ডাক্তারদের কত লোভ, কত টাকা, কত টেস্ট কত কিছু এগুলো দিয়ে।

এবং এই কথাগুলো মানুষ খুব খায়.. খুব লাইক শেয়ার হয়।

কারন সরকারি হাসপাতালের ভয়ংকর পরিবেশ এ টিকতে না পেরে প্রাইভেটে চিকিৎসা নেওয়া লোকটা ৫ লাখ টাকা বিল দিয়ে এসে ডাক্তারের উপর জব্বর ক্ষেপে আছে।

তখন তার কানে ঐ কথাগুলাই মধুর শোনাবে। মিষ্টি শোনাবে।

সে ভাববে,

" আরে আসলেই তো!!!
প্রাইভেট হাসপাতালে এত টাকা রাখে কেন??? এই বিল কমানো দরকার, তাইলেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে।"

কিন্তু সে কখনোই ভাবে না - "সরকার এর ঐ সরকারি হাসপাতাল এর পরিবেশ উন্নতি দরকার।"

সে বারবার ওটাই ভাবে যে প্রাইভেট প্রতিষ্ঠান টার ফিস কমানো দরকার।

যেই ব্যবসায়ী লোকটা ১০০-৫০০ কোটি টাকা বিনিয়োগ করে প্রাইভেট হাসপাতাল এর এতবড় বিল্ডিং, এতবড় ল্যাব, সিটি স্ক্যান এমআরআই মেশিন, বড় ডাক্তার নার্স ম্যানেজার এসব মেনটেন করছে,

সে আপনাকে সস্তায় বা ফাও চিকিৎসা দিতে ওখানে প্রতিষ্ঠান খুলে নাই।

তার সব খরচ মিটিয়ে মোটা মুনাফা করার জন্যেই প্রতিষ্ঠান খুলেছে।

----

যতদিন আপনারা সঠিক প্রশ্ন করতে না পারবেন, ততদিন এরকম ই চলবে।

"প্রাইভেট হাসপাতালের বিল এত বেশী কেন??" এটা সঠিক প্রশ্ন না।

সঠিক প্রশ্ন টি হলো- "আমার রোগের চিকিৎসা আমি সুস্থ্য পরিবেশে সরকারি হাসপাতালে কেন নিতে পারছি না?"

প্রাইভেটে কসাই ডাক্তার এর ভিজিট, রিপোর্ট দেখতে টাকা নেওয়া, টেস্ট, ঔষধ কোম্পানী, ICU এর বেড ভাড়া হ্যান ত্যান নিয়ে যতবার কথা উঠবে,

ততবার প্রশ্ন একটাই হবে-
"আমার এই রোগের চিকিৎসা আমি সুস্থ্য পরিবেশে সরকারি হাসপাতালে কেন নিতে পারছি না?"

আমি তো আমার ইনকামের ৫%-২৫% ট্যাক্স দেই, তারপরেও কেন পারছি না???

বলেন???

কেন পারছি না??? কথা বলেন না কেন?? কি হলো??

কপি: DR. Hossain

পাকিস্তানের জন্য সবাই প্রার্থনা করুন।🥹💔
17/08/2025

পাকিস্তানের জন্য সবাই প্রার্থনা করুন।🥹💔

Good Night 🥰
14/08/2025

Good Night 🥰

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when The Hasan Show posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Hasan Show:

Share

Category