দু'আ ও জিকিরেই নাজাত

দু'আ ও জিকিরেই নাজাত রাসূল (সাল্লাল্লাহু ʿআলাইহি ওয়া-সাল্লাম) এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন জীবনের প্রতিটি ধাপে শ্রেষ্ঠ দু'আ, জিকির ও আমলগুলি রেফারেন্স সহ থাকবে ইনশাআল্লাহ।

08/04/2024

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

“আদম সন্তানের আমলসমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে (আল্লাহ তা‘আলার নিকট) উপস্থাপন করা হয়। তখন আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না”।

08/04/2024

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

“তিন ব্যক্তি জান্নাতে যাবে না। অভ্যস্ত মদ্যপায়ী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ও যাদুতে বিশ্বাসী”।

14/03/2024

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ের দু’আ কখনো প্রত্যাখ্যাত হয় না।

সহিহ ফাযায়েলে আমল, হাদিস নং ১১৩

11/03/2024

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ⤵️⤵️

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।

সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৪

11/03/2024

মহান আল্লাহ্‌র বাণীঃ “হে মু’মিনগন! তোমাদের জন্য সিয়াম ফরয করা হল, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।” (আল-বাকারাহঃ ১৮৩)

11/03/2024

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
💚

26/02/2024

আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন এবং সেই ব্যবসায় যদি #নেশাদার_দ্রব্য বিক্রি করে থাকেন যেমন,(বিড়ি, সিগারেট ইত্যাদি) তাহলে নিচের হাদিসটি আপনার জন্য....⤵️⤵️
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ নেশাদার দ্রব্য এবং তার মূল্য হারাম করেছেন। মৃতপ্রাণী ও তার মূল্য হারাম করেছেন। শূকর ও তার মূল্য হারাম করেছেন’
(আবুদাউদ হা/৩৪৮৫)।

25/02/2024

পবিত্র এই শাবান মাসেই সূরা আহযাবের এই আয়াতটি অবতীর্ণ হয়,,বলা হয়েছে..⤵️

""আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া কর এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর।"" সূরা আহযাব (৫৬)

শাবান মাস ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নফল রোজা, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ, জিকির–আজকার, তাসবিহ তাহলিল, দোয়া কালাম, দান–সদকাহ–খয়রাত, উমরাহ হজ ইত্যাদির মাধ্যমে এ মাসকে সার্থক ও সাফল্যময় করা যায়।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব ও শাবান মাসব্যাপী এ দোয়া বেশি বেশি পড়তেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়া বাল্লিগ না রমাদান।’ অর্থাৎ ‘হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমাদান আমাদের নসিব করুন।’ (মুসনাদে আহমাদ,১: ২৫৯, শুআবুল ইমান, বায়হাকি,৩: ৩৭৫)

25/02/2024

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না। খোটা দানকারী জান্নাতে যাবে না’ (তারগীব হা/২৩৬৩)।

25/02/2024

রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন : সর্বোত্তম যিকির হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ্’ এবং সর্বোত্তম দু’আ হলো ‘আল-হামদুলিল্লাহ্’।
সহিহ ফাযায়েলে আমল (৪৪)

রাসূল (সাঃ) এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন জীবনের প্রতিটি ধাপে শ্রেষ্ঠ দু'আ, যিকির ও আমলগুলি রেফারেন্স-সহ থাকবে ইন...
24/02/2024

রাসূল (সাঃ) এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন জীবনের প্রতিটি ধাপে শ্রেষ্ঠ দু'আ, যিকির ও আমলগুলি রেফারেন্স-সহ থাকবে ইনশাআল্লাহ।

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when দু'আ ও জিকিরেই নাজাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category