31/07/2025
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মহোদয়-এর সুদৃষ্টি কামনা করছি -
শ্রদ্ধেয় জনাব, এহতেশামুল হক স্যার। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনি পুলিশ সুপার হিসেবে যোগদানের পর, আপনার সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার কথা অসংখ্য সচেতন নাগরিকের কাছ থেকে শুনেছি, কিন্তু দুঃখের বিষয় আপনাকে সামনাসামনি দেখার সুভাগ্য আমার হয়নি।
স্যার, আমি আরিফুল ইসলাম সুমন, সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার বাসিন্দা। আমি অতি সাধারণ একজন মানুষ, পরিচয় দেয়ার মতো আমার তেমন কোনো উপাধি নেই। স্যারের কাছে বিনীত অনুরোধ করছি একজন সচেতন নাগরিক হিসেবে - "আমাদের সরাইল থানায় আরও কয়েকজন অভিজ্ঞতা সম্পন্ন চৌকস পুলিশ অফিসার দেন।" বর্তমানে সরাইল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা খারাপের দিকে। এলাকায় চোর, ছিনতাইকারী, ডাকাত, মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধীদের আনাগোনা বেড়েছে, যা কিছুদিন আগেও এমন ছিল না। অতীতে সরাইল থানাপুলিশের দাবড়ানিতে এসব অপরাধীরা এলাকা ছাড়া ছিল।
স্যার, এ পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষ ভয়ের মধ্যে আছি, কখন কি হয়? সন্ধ্যার পর জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে একটা অজানা আতঙ্কের মধ্যে থাকি আমরা। আমাদের কোনো অভিভাবক নেই, এমপি নেই, উপজেলা চেয়ারম্যান নেই, আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকলেও উনারা অনেকে দায়সারা ভূমিকা পালন করছেন এসব অপরাধীদের দমনে।
এ পরিস্থিতিতে উপজেলা প্রশানের নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়-ই আমাদের ভরসা। পুলিশ সুপার স্যারের অবগতির জন্য বলছি- আমাদের সরাইলে কোনো ভালো অফিসার আসলে কিছু স্বার্থপর নেতা নানা অপবাদ দিয়ে সেই অফিসারকে সরাইল থেকে বিদায় করার নানা কূটকৌশল চালান। এতে আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি। আগে অনেক ভালো অফিসার এসব অপরাধীদের সরাইল ছাড়া করেছেন অথবা গ্রেফতার করে আইনের আওতায় এনেছেন। কিছু বর্তমানে এমন কার্যক্রম চোখে পড়ছে না, যেকারণে অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে।
এসপি স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ - "সরাইল থানায় কয়েকজন অভিজ্ঞ চৌকস ও সাহসী পুলিশ অফিসার দেন এবং আমাদের জান-মাল রক্ষা করুন।"
জনস্বার্থে আমি এই খোলা চিঠি লিখলাম, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার জন্য শুভ কামনা রইলো।