Brahmanbaria Media

Brahmanbaria Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brahmanbaria Media, News & Media Website, Kalikaccha. Sarail, Brahmanbaria.
(5)

"ব্রাহ্মণবাড়িয়া মিডিয়া প্রাইম নিউজ" একটি নিরপেক্ষ, তথ্যবহুল এবং সময়োপযোগী সংবাদমাধ্যম। আমরা ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশের প্রতিটি কোণ থেকে সত্য ও সঠিক সংবাদ সংগ্রহ করে পাঠকদের কাছে তুলে ধরি।
সততার অঙ্গীকার, সত্যের পথে।

 #ব্রাহ্মণবাড়িয়া  #সরাইল
13/09/2025

#ব্রাহ্মণবাড়িয়া #সরাইল

28/08/2025

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত বিদেশী নাম্বার থেকে ভিডিও কলে ব্ল্যাকমেইল ও মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সরাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরাইল সদর ইউনিয়নের উচালিয়া পাড়ার বাসিন্দা তাসলিম উদ্দিন (৫০) এর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে গত ২৭ আগস্ট রাতে ভারতের একটি বিদেশী নাম্বার (+91 9950913353) থেকে ভিডিও কল আসে। ভিডিও কলটি রিসিভ করার পর এক অচেনা মহিলা হিন্দি ভাষায় কথা বলে এবং তার ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করে। তিনি সন্দেহবশত সঙ্গে সঙ্গে ভিডিও কলটি কেটে দেন।

কিন্তু কিছুক্ষণ পর থেকেই ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে একাধিক অশ্লীল ভিডিও পাঠানো হয় এবং ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। অন্যথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে মানহানি করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মানসিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। তিনি অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ হাতে পেয়ে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এটি একটি সাইবার অপরাধমূলক কার্যক্রম। দ্রুতই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 #শিরোনাম:চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় পার্টির ৫১ সদস্যের আহবায়ক কমিটি: নেতৃত্বে ইকরামবিস্তারিত:বাংলাদেশ জাতীয় পার্টি চট্টগ...
21/08/2025

#শিরোনাম:
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় পার্টির ৫১ সদস্যের আহবায়ক কমিটি: নেতৃত্বে ইকরাম

বিস্তারিত:
বাংলাদেশ জাতীয় পার্টি চট্টগ্রাম জেলায় নতুন করে ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় মিডিয়াসেলের ঘোষণায় জানানো হয়, আহবায়ক হয়েছেন এস. এম. ইকরাম হোসাইন এবং সদস্য সচিব মোহাম্মদ তাহি হাসান।
নতুন কমিটিতে ৩ জন সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ৭ জন যুগ্ম আহবায়ক দায়িত্ব পেয়েছেন।
কমিটির আহবায়ক বলেন—
“আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”

হ্যাশট্যাগ:
#ব্রাহ্মণবাড়িয়ামিডিয়া #চট্টগ্রাম #তরুণনেতৃত্ব #বাংলাদেশজাতীয়পার্টি #রাজনীতিরপথ

দাঁতের সমস্যা নিয়ে দুশ্চিন্তা? সঠিক চিকিৎসা কোথায় পাবেন বুঝতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই!  #ডা_রহিমা_আক্তার_কেয়া ত...
16/08/2025

দাঁতের সমস্যা নিয়ে দুশ্চিন্তা? সঠিক চিকিৎসা কোথায় পাবেন বুঝতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই! #ডা_রহিমা_আক্তার_কেয়া তার অভিজ্ঞতা, দক্ষতা এবং যত্নশীল সেবার মাধ্যমে আপনার হাসিকে করে তুলবেন আগের চেয়ে উজ্জ্বল ও নিখুঁত।

✅ বিডিএস (ডিইউ)
✅ পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)
ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের মেধাবী ডাক্তার
✅ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত – ফিক্সড অর্থোডন্টিক্স, এস্থেটিক ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিক্স
✅ দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং রোগীর সন্তুষ্টিতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ

ডা. রহিমা আক্তার কেয়া রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সর্বাধুনিক পদ্ধতিতে চিকিৎসা দেন। দাঁত ওঠানো, ফিলিং, রুট ক্যানাল, ব্রেসেস বা হাসি সুন্দর করার কাজ – সবকিছুই তিনি করেন দক্ষতার সাথে।

📍 ঠিকানা: ভাই ভাই সুপার মার্কেট, ২য় তলা, কালিকচ্ছ বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
📞 যোগাযোগ: ০১৩১১-১৩৩২৫৭, ০১৯২০-৫৭৮৪৫১

#ডা_রহিমা_আক্তার_কেয়া #সেবা_ডেন্টাল_সার্জারি #দাঁতের_চিকিৎসা #সুন্দর_হাসি #দাঁতের_যত্ন #ব্রাহ্মণবাড়িয়া #সরাইল #ডেন্টাল_অ্যাস্থেটিক্স #অর্থোডন্টিক্স #রুটক্যানাল #হেলদি_স্মাইল

মিথ্যা বলে মিডিয়ার লোকের সাথে পাংগা না লাগার অনুরোধ রইল।
10/08/2025

মিথ্যা বলে মিডিয়ার লোকের সাথে পাংগা না লাগার অনুরোধ রইল।

চাঁদামুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই।
08/08/2025

চাঁদামুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই।

সাংবাদিক রুবেল সাহেবের জন্য শুভকামনা রইল।
04/08/2025

সাংবাদিক রুবেল সাহেবের জন্য শুভকামনা রইল।

পিছিয়ে পড়া সরাইল-আশুগঞ্জকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ  #শেখ_মোহাম্মদ_শামীমসরাইল: সরাইল-আশুগঞ্জের অবহেলিত ও পিছিয়ে থাকা জনগো...
01/08/2025

পিছিয়ে পড়া সরাইল-আশুগঞ্জকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ #শেখ_মোহাম্মদ_শামীম

সরাইল: সরাইল-আশুগঞ্জের অবহেলিত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় আনতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন শেখ মোহাম্মদ শামীম।

শুক্রবার (১ আগস্ট) দুপুর ৩টায় সরাইল উপজেলা সদরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নিজের প্রার্থীতা ও নির্বাচনী আসনকে ঘিরে নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, “সরাইল-আশুগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনাই আমার লক্ষ্য। জনগণের সেবা করাকে আমি দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার হিসেবে দেখি।”

মতবিনিময় সভায় অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তিনি অগ্রাধিকার দেন।

31/07/2025

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মহোদয়-এর সুদৃষ্টি কামনা করছি -

শ্রদ্ধেয় জনাব, এহতেশামুল হক স্যার। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনি পুলিশ সুপার হিসেবে যোগদানের পর, আপনার সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার কথা অসংখ্য সচেতন নাগরিকের কাছ থেকে শুনেছি, কিন্তু দুঃখের বিষয় আপনাকে সামনাসামনি দেখার সুভাগ্য আমার হয়নি।

স্যার, আমি আরিফুল ইসলাম সুমন, সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার বাসিন্দা। আমি অতি সাধারণ একজন মানুষ, পরিচয় দেয়ার মতো আমার তেমন কোনো উপাধি নেই। স্যারের কাছে বিনীত অনুরোধ করছি একজন সচেতন নাগরিক হিসেবে - "আমাদের সরাইল থানায় আরও কয়েকজন অভিজ্ঞতা সম্পন্ন চৌকস পুলিশ অফিসার দেন।" বর্তমানে সরাইল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা খারাপের দিকে। এলাকায় চোর, ছিনতাইকারী, ডাকাত, মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধীদের আনাগোনা বেড়েছে, যা কিছুদিন আগেও এমন ছিল না। অতীতে সরাইল থানাপুলিশের দাবড়ানিতে এসব অপরাধীরা এলাকা ছাড়া ছিল।

স্যার, এ পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষ ভয়ের মধ্যে আছি, কখন কি হয়? সন্ধ্যার পর জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে একটা অজানা আতঙ্কের মধ্যে থাকি আমরা। আমাদের কোনো অভিভাবক নেই, এমপি নেই, উপজেলা চেয়ারম্যান নেই, আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকলেও উনারা অনেকে দায়সারা ভূমিকা পালন করছেন এসব অপরাধীদের দমনে।

এ পরিস্থিতিতে উপজেলা প্রশানের নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়-ই আমাদের ভরসা। পুলিশ সুপার স্যারের অবগতির জন্য বলছি- আমাদের সরাইলে কোনো ভালো অফিসার আসলে কিছু স্বার্থপর নেতা নানা অপবাদ দিয়ে সেই অফিসারকে সরাইল থেকে বিদায় করার নানা কূটকৌশল চালান। এতে আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি। আগে অনেক ভালো অফিসার এসব অপরাধীদের সরাইল ছাড়া করেছেন অথবা গ্রেফতার করে আইনের আওতায় এনেছেন। কিছু বর্তমানে এমন কার্যক্রম চোখে পড়ছে না, যেকারণে অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে।

এসপি স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ - "সরাইল থানায় কয়েকজন অভিজ্ঞ চৌকস ও সাহসী পুলিশ অফিসার দেন এবং আমাদের জান-মাল রক্ষা করুন।"

জনস্বার্থে আমি এই খোলা চিঠি লিখলাম, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার জন্য শুভ কামনা রইলো।

Address

Kalikaccha. Sarail
Brahmanbaria
3430

Telephone

+8801740647446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brahmanbaria Media:

Share